পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার প্রশ্ন উত্তর

 পড়া শোনা -  উচ্চমাধ্যমিকের পাঠ্য পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন  আলোচনা করা হলো। এই কবিতা থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন-উত্তর ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজকে তোমাদের কথা ভেবেই আমরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার প্রশ্ন উত্তর আপলোড করলাম। তোমরা অনেকেই খুঁজে চলেছো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন MCQ, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন SAQ , পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন বড় প্রশ্ন ,পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন উৎস , পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন বিষয়বস্তু, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন mock test Online , পড়তে  জানে এমন এক মজুরের প্রশ্ন ছোটো প্রশ্ন ও উত্তর প্রভৃতি। প্রতিটি উত্তর যথাযথভাবে দেওয়া হয়েছে। সাধারণত ১৫০ শব্দের মধ্যে বাংলার রচনাধর্মী প্রশ্নএর উত্তর দিতে হয়। সেই অনুযায়ী উত্তর লেখা হয়েছে।


 ■ 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের উপর হবে। নোটিশ জারি করে বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।  এছাড়াও পরীক্ষা সংক্রান্ত তথ্য জানার জন্য তোমরা লগ-ইন করতে পারো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাইটে




আলোচ্য বিষয় পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন 
MCQ25 টি 
SAQ12 টি 
LAQ5 টি 
MOCK TEST  1 টি।

 

উচ্চ মাধ্যমিক বাংলা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার গুরুত্বপূর্ণ MCQ



1➤ সাত বছরের যুদ্ধ কে জিতেছিলেন?

ⓐ দ্বিতীয় ফ্রেডারিক
ⓑ আলেকজান্ডার
ⓒ ফিলিপ
ⓓ সিজার

2➤ গলদের নিপাত কে করেছিল?

ⓐ সিজার
ⓑ আলেকজান্ডার
ⓒ দ্বিতীয় ফ্রেডারিক
ⓓ হিটলার

3➤ আলেকজান্ডার কোন দেশ জয় করেছিলেন?

ⓐ জাপান
ⓑ ভারত
ⓒ শ্রীলংকা
ⓓ ব্রহ্মাদেশ

4➤ জয় তোরণে ঠাসা ছিল কী?

ⓐ মোহনীয় ব্যাবিলন
ⓑ মোহনীয় মিশর
ⓒ মোহনীয় গ্রীস
ⓓ মোহনীয় রোম

5➤ "ঢুকতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল"- কীসের জন্য চিৎকার উঠেছিল?

ⓐ ব্যাবিলনের জন্য
ⓑ আর্মডার জন্য
ⓒ আটলান্টিসের জন্য
ⓓ থিবসের জন্য

6➤ বিরাট আর্মাডা যখন ডুবেছিল তখন খুব কেঁদেছিল কে?

ⓐ দ্বিতীয় ফ্রেডারিক
ⓑ সিজার
ⓒ ফিলিপ
ⓓ নেপোলিয়ন

7➤ লিমা কী?

ⓐ পেরুর সম্রাট
ⓑ পেরুর রাজধানী
ⓒ বড় শহর
ⓓ মিশরের রাজধানী

8➤ বাইজেনটিয়ামের বর্তমান নাম কী?

ⓐ ইস্থানবুল
ⓑ খেসালি
ⓒ থার্মোফিল
ⓓ থিবস্

9➤ "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন"- কোন কাব্য থেকে গৃহীত?

ⓐ ভূত তাড়ানোর গল্প
ⓑ অন্ধকারে আলোর রোশনাই
ⓒ বহুল দেবতা বহুস্বর
ⓓ ঘুমিয়েছ ঝাউপাতা

10➤ পাথর ঘাড়ে করে আনত কারা?

ⓐ ক্রীতদাসরা
ⓑ সাধারণ মানুষেরা
ⓒ শ্রমিকরা
ⓓ মজুরেরা

11➤ চীনের প্রাচীর যখন তৈরি শেষ হলো তখন ছিল--

ⓐ রাত
ⓑ দিন
ⓒ সন্ধ্যা
ⓓ বিকাল

12➤ উপকথার দ্বীপ কোনটি?

ⓐ গ্রীস
ⓑ আটলান্টিস
ⓒ ফিলিপাইন
ⓓ ব্যাবিলন

13➤ "সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো"- কোথায়?

ⓐ লিমা
ⓑ বাইজেণ্টিয়াম
ⓒ ব্যাবিলন
ⓓ আটলান্টিস

14➤ দ্বিতীয় ফ্রেডারিক কে ছিলেন?

ⓐ প্রাশিয়ার সম্রাট
ⓑ ফ্রান্সের সম্রাট
ⓒ রোমান সম্রাট
ⓓ স্পেনের যুবরাজ

15➤ কাদের সাহায্যে তরুণ আলেকজান্ডার ভারত জয় করেন?

ⓐ মজুরের সাহায্যে
ⓑ সেনাদের সাহায্যে
ⓒ অন্য রাজাদের সাহায্যে
ⓓ ক্রীতদাসের সাহায্যে

16➤ আর্মাডা কী?

ⓐ স্পেনের রনতরী বাহিনী
ⓑ স্পেনের বাণিজ্য তরী
ⓒ স্পেনের ক্রীতদাস বাহিনী
ⓓ স্পেনের পদাতিক বাহিনী

17➤ " স্পেনের ফিলিপ কেঁদেছিল "- কেন?

ⓐ বিরাট আর্মাডা ডুবল বলে
ⓑ ব্যাবিলন ধ্বংসের জন্য
ⓒ ক্রীতদাসদের জন্য
ⓓ গল রাজ্যের পতনের জন্য

18➤ 'দশ-দশ বছরে এক-একজন'- করে কার উদ্ভব হয়?

ⓐ রাজা
ⓑ মহামানব
ⓒ মহান নেতা
ⓓ বাদশাহ

19➤ 'গল'- কাদের বলা হয়?

ⓐ রোমের আদিবাসীদের
ⓑ ক্রীতদাসদের
ⓒ ফ্রান্সের প্রাচীন অধিবাসীদের
ⓓ রাঁধুনীদের

20➤ বের্টোল্ট ব্রেখট হলেন একজন-

ⓐ ফরাসি কবি
ⓑ ইটালিয়ান কবি
ⓒ ইংরেজ কবি
ⓓ জার্মান কবি

21➤ " পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন"- কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছেন?

ⓐ অনিন্দ্য সৌরভ
ⓑ শঙ্খ ঘোষ
ⓒ মানবেন্দ্র বন্দোপাধ্যায়
ⓓ উৎপল কুমার বসু

22➤ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরু শহর কোনটি?

ⓐ আরব
ⓑ সাহারা
ⓒ থর
ⓓ লিমা

23➤ বইতে কাদের নাম লেখা হয়?

ⓐ প্রজার
ⓑ সৈনিকের
ⓒ রাজার
ⓓ রানীর

24➤ " ব্যাবিলন" শব্দের অর্থ কী?

ⓐ ঈশ্বরের দ্বার
ⓑ নরকের দার
ⓒ ঝুলন্ত বাগান
ⓓ সুন্দর উদ্যান

25➤ দ্বিতীয় ফ্রেডারিক কয় বছরের যুদ্ধ জিতেছিলেন?

ⓐ পাঁচ বছর
ⓑ ছয় বছর
ⓒ সাত বছর
ⓓ দশ বছর



উচ্চ মাধ্যমিক বাংলা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার গুরুত্বপূর্ণ SAQ


1. "স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল"- কেন ?


Ans- 'পড়তে জানে এমন এক মজার প্রশ্ন'- কবিতায় কবি জানিয়েছেন, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন তার যুদ্ধ তরী আর্মাদা ডুবে যাওয়ার জন্য।


2. "কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস্"- থিবস্ কোথায় অবস্থিত?


Ans- মিশরের নীল নদের ডানদিকে প্রাচীন ইজিপ্টে থিবস্ অবস্থিত। এটি প্রাচীন ইজিপ্টের একটি বিখ্যাত শহর।


3. " নিদেন একটা রাঁধুনি তো ছিল"- কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?

Ans- "পড়তে জানে এমন এক মজার প্রশ্ন" কবিতায় গলদের পরাজিত করার সময় সিজারের সঙ্গে একজন রাঁধুনি ছিল।  যে এই যুদ্ধ যাত্রার অংশীদার ।


4. "চীনের প্রাচীর যখন শেষ হল"- তখন কী  হলো?

Ans- "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন"- কবিতায় চীনের প্রাচীর যখন শেষ হল তারপর রাজমিস্ত্রিরা অন্ধকারে হারিয়ে গেল। কেউ তাদের খবর আর রাখল না।

5." কে জিতেছিল ? একলা সে ?"-কার কথা বলা হয়েছে?

Ans- উদ্ধৃত অংশে দ্বিতীয় ফ্রেডারিকের কথা বলা হয়েছে। প্রথম ফ্রেডারিক উইলিয়ামের পুত্র হলেন দ্বিতীয় ফেডারিক।

6." তারা থাকতো কোন বাসায়"- কাদের কথা ?

Ans- "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়"-  যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে।।

7." সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ? "- কোন সন্ধ্যার কথা বলা হয়েছে ?


Ans- বহিঃশত্রুর আক্রমণ থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন - সিং-হুয়াং-এর সময়ে চীনের প্রাচীর তৈরির কাজ শুরু হয়। অনেক শ্রমিক কঠিন পরিশ্রমের মাধ্যমে চীনের প্রাচীর নির্মাণ সমাপ্ত করার পর তাদের খোঁজ আর কেউ রাখলো না ।এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।

8. " বইয়ে লেখে রাজার নাম"- এর কারণ কী? 

Ans- যেকোনো আট্টালিকা, প্রাসাদ, স্থাপত্য ,ভাস্কর্য, নগর প্রভৃতি গড়ে তোলে শ্রমজীবী মানুষেরা। অথচ যে রাজার রাজত্বকালে সেটি তৈরি হয়, বইতে তার নামে লেখা হয়। কোন শ্রমিকের নাম লেখা হয় না।

9. " রাজারা কি পাথর ঘাড়ে করে আনত"- কবির এ প্রশ্ন কেন ?

Ans- যেকোনো স্থাপত্যকীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলেন না । শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজ হাতে সেই স্থাপত্য তৈরি করেন । অথচ ইতিহাসে তাদের নাম লেখা থাকে না, লেখা হয় রাজার নাম । তাই কবি এরূপ প্রশ্ন করেছেন।

10. " ব্যাবিলন এতবার গুঁড়ো হল,"-  ব্যাবলিয়ন কেন গুঁড়ো হল?

Ans- পারসিয়ান সম্রাটের ভয়াবহ আক্রমণে ব্যাবিলন শহরটি গুড়ো হয়েছিল অর্থাৎ ধুলোয় মিশে গিয়েছিল।

11.' লিমাকে 'সোনা ঝকঝকে' বলার কারণ কী? 

Ans- লিমার সম্পদের প্রাচুর্যের জন্যই তাকে 'সোনা ঝকঝকে' বলা হয়েছে।

12. " এমনকি উপকথার আটলান্টিস"- আটলান্টিস কী?

Ans- 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন'-  কবিতায় আটলান্টিসের প্রসঙ্গ আনা হয়েছে। আটলান্টিস হলো গ্রীক পৌরাণিক উপকথা অনুযায়ী সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ।


উচ্চ মাধ্যমিক বাংলা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার মকটেস্ট 



Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 

উচ্চ মাধ্যমিক বাংলা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার বড় প্রশ্ন উত্তর

1." ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার।/ একলাই না কী?"- আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন? 1+4=5

                                উত্তর 

ভূমিকাঃ- "পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন" কবিতায় বের্টোল্ট ব্রেখট এক শিক্ষিত মজুরের প্রতিনিধি হয়ে এই প্রশ্ন করেছেন। বর্তমান ইতিহাস পুঁজিপতি শ্রেণীর দ্বারা প্রভাবিত। তাই এই ইতিহাসে শাসকের কৃতিত্ব লেখা হয় কিন্তু শোষিতদের অত্যাচারের কথা লেখা হয় না। যে শাসক বা রাজারা ইতিহাসে স্থান পায় তাদের নেপথ্যে অগণিত সাধারণ  মানুষের কৃতিত্ব থাকে। যারা চিরকাল ইতিহাসে উপেক্ষিত। এই উপেক্ষিত মানুষের আলোচনা প্রসঙ্গেই কবি উদ্ধৃত মন্তব্যটি করেছেন।

আলেকজান্ডারের পরিচয়ঃ- প্রাচীন গ্রিসের ম্যাসিডনের শাসনকর্তা দ্বিতীয় ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার। তিনি ব্যাবিলন, কান্দাহার, ব্যাকট্রিয়া হয়ে ভারতে প্রবেশ করেন। তক্ষশীলা ইত্যাদি দখল করার পর তিনি প্রবল বাধার সম্মুখীন হয়ে পুরুর রাজ্য আক্রমণ করেন। অবশ্য পরাজিত পুরুর সঙ্গে তিনি সন্ধি করেন। পাঞ্জাব ও সিন্ধুর কয়েকটি অঞ্চল দখল করে ৩২৫ খ্রিস্টপূর্বাব্দে তিনি ফিরে যান। পথে ব্যাবিলনে অসুস্থ হয়ে মাত্র ৩২ বছর বয়সে মারা যান।

কবির বক্তব্যঃ- এই প্রশ্নের মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন ইতিহাসে সাধারন মানুষ ও শ্রমিক শ্রেণীর উপেক্ষার কথা। পাঞ্জাব ও সিন্ধু জয় করে আলেকজান্ডার অমর হয়ে গেছে। কিন্তু তার এই যুদ্ধ জয় এর পিছনে কারা? কাদের জন্য তিনি সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিলেন? সে সম্পর্কে কোন তথ্য ঐতিহাসিকরা দেননি। এখানেই কবির আপত্তি জায়গা। কেননা তিনি জানতেন আলেকজান্ডার একা ভারত জয় করেননি। এই জয়ের পিছনে আত্ম বলিদান দিয়েছেন বহু সাধারণ সৈনিক। তাদের আত্ম বলিদান এর জন্যই আলেকজান্ডার ইতিহাসে অমর হয়ে যান। আর সেই সকল আত্ম বলিদান প্রাপ্ত সাধারণ মানুষের ইতিহাসে উপেক্ষিত থাকে।

মন্তব্যঃ- মানব ইতিহাসের প্রকৃত সত্য হল এক একজন রাষ্ট্রনায়কের যুদ্ধ জয়ের নেপথ্যে থাকে বিপুল সংখ্যক সৈনিক ও সাধারণ মানুষ ।তাই কোন জয়ের একমাত্র দাবীদার শাসক হতে পারেন না। সাধারণ মানুষের কথাও ইতিহাসে গুরুত্ব দিতে হবে। 




2. "সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?" রাজমিস্ত্রিরা কী  নির্মাণ করেছিল ? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন?  1+4=5

                                     উত্তর 

রাজমিস্ত্রিদের নির্মিত বস্তুঃ- বের্ল্টল ব্রেখটের "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন" কবিতায় বলা হয়েছে বহুদিন কায়িক পরিশ্রম করে রাজমিস্ত্রিরা গড়ে তুলেছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক নজির চীনের প্রাচীর।

চীনের প্রাচীরঃ- চীন সম্রাট সিন সিং হুয়াং এর আমলে খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে শুরু হয়েছিল চীনের প্রাচীর নির্মাণের কাজ। প্রধানত বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে নিজের সভ্যতাকে রক্ষা করার জন্য তিনি এই প্রাচীরের কাজ শুরু করেন। যা দীর্ঘদিন পরিশ্রম করে গড়ে তোলেন শ্রমিকেরা। এর উচ্চতা ছিল ৫ থেকে ৮ মিটার ও দৈর্ঘ্যের প্রায় ৬৫৩২ কিলোমিটার। পরবর্তীকালে মিসং বংশের আমলে পুনর্গঠিত হয়। মঙ্গলদের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাচীরের উপর ২৫০০০ ওয়াস টাওয়ার নির্মাণ করা হয়। এই ঐতিহাসিক নিদর্শন তৈরি নেপথ্যে রাজমিস্ত্রিদের অবদান রয়েছে। অথচ ইতিহাসে এদের কোনো অবদানের পাতা নেই।

কবির বক্তব্যঃ- সমাজ সচেতন কবি জানেন মানব সভ্যতার অগ্রগতি এবং সংস্কৃতির বিকাশে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে শ্রমজীবী শ্রেণী, রাষ্ট্রনায়করা নয়। তবুও গতানুগতিক ইতিহাসের পাতায় তারা চরম অবহেলিত। মানব সভ্যতার প্রকৃত ধারক ও বাহক হলেও রাজমিস্ত্রীরা কর্মযজ্ঞ শেষ হলে বিস্তৃতির অতলে নাগরিক সভ্যতার বঞ্চনার অন্ধকারে আত্মগোপন করে।

মন্তব্যঃ- উদ্ধৃত উক্তিতে কবি বলেছেন, পড়তে জানা মজুরের  অধিকারহীন শ্রেণীর প্রতিনিধি হিসেবে নাগরিক সমাজকে প্রশ্ন করেছে । এই প্রশ্নের আড়ালে নিহিত রয়েছে সমাজের শ্রমজীবী শ্রেণীর প্রতি উচ্চবিত্তের চিরকালীন বঞ্চনার ইতিহাস।


3. "রাজারা কী পাথর ঘাড়ে করে আনতো?"- এ প্রশ্নের তাৎপর্য কী? এই প্রশ্নের আলোকে বক্তার মনোভাবটি পাঠ্যাংশ অনুসারে বিশ্লেষণ করো।   1+4=5

                           উত্তর 

তাৎপর্যঃ- "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন"- কবিতায় কবি বের্টোল্ট ব্রেখট লিখেছেন রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো?  অতি সাধারণ নাম চিহ্নহীন শ্রমিক শ্রমজীবী মানুষ কাজ করে অথচ নাম হয় রাজার, সেই প্রসঙ্গে এই উক্তি।

বক্তা মনোভাবঃ- "পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন"- কবিতায় কবি দেখেছেন পৃথিবীর যেকোনো সাম্রাজ্য কোনো ব্যক্তির একার কৃতিত্বে গড়ে ওঠে না । অসংখ্য মানুষের ত্যাগ -তিতিক্ষার ফলে একটি জাতি-রাষ্ট্র-সভ্যতা গড়ে ওঠে। অথচ কোনো সভ্যতার ইতিহাস লেখার সময় শাসকের বীরগাথা শোনানো হয়। কিন্তু এই ইতিহাস সম্পূর্ণ মিথ্যা। কিছু বানানো তথ্য আর কল্পনার আধিক্য থাকে যে ইতিহাসে সেখানে সত্য থাকে না। কেননা কোনো শাসক একা সভ্যতা বানান না। এমনকি কোনো রাজার পক্ষে পাথর ঘাড়ে করে এনে স্থাপত্য নির্মাণ করাও সম্ভব নয়। তাই কবি প্রশ্ন করেছেন-" রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো?" অর্থাৎ রাজারা নিজ হাতে বা একা কোনো কৃতিত্বই করে দেখাতে পারেন না,যদি না সাধারণ সেনা বা মজুর বা শ্রমিক বা মানুষ তাদের সহযোগিতা করে।

■ এসব মানুষের কথা ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকে না এরা উপেক্ষিত । এরা চিরকাল বঞ্চিত থাকে অথচ কবি জানেন যে এই শ্রমজীবী মানুষ তাদের সমস্ত সাধ, স্বপ্ন, শান্তি, প্রেম, ভালবাসা সবকিছু ত্যাগ করেছে সভ্যতার জন্য। দৃষ্টান্ত প্রসঙ্গে কবি ইতিহাসের দিকে চোখ রেখেছেন। কেননা কবি ছিলেন ইতিহাস সচেতন। ইতিহাসের পতন ও অভ্যুত্থানের ঘটনা তিনি জানেন। তার কবিতায় তাই ইতিহাস চেতনা, সময়চেতনা অপরিহার্য সত্য হয়ে উঠেছে।


আরো পড়ো ......









Post a Comment

1 Comments