Wb primary mock test|| বাংলা বোধ পরীক্ষণ

 

WB PRIMARY MOCK TEST 2022- পর্ব -3 বাংলা বোধ পরীক্ষণ 

Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা অনেকেই wb primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো।  এমনকি ওয়েবসাইটেও বহু ব্লগার প্রাইমারি টেট পরীক্ষার মক টেস্ট/ প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছে। শতাধিক মক টেস্টগুলির মধ্যে সঠিক সিলেবাস অনুযায়ী মক টেস্ট বেছে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে। এমনকি বহু ব্লগার অপ্রয়োজনীয় বিষয় থেকেও মক টেস্ট তুলে দিচ্ছে। যা সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত। অনেক সময় ভুল উত্তর সম্বলিত মক টেস্টের মুখোমুখি  হচ্ছো। তাই  তোমাদের কথা ভেবেই আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন উত্তরের উপরে wb primary mock test in bengali / wb primary Online mock test পর্ব শুরু করলাম। এই পর্ব গুলি নিয়মিত আমাদের ওয়েবসাইটে অনুশীলন করলে আমরা আশাবাদী তোমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। তোমাদের সাফল্যেই আমাদের গর্ব।

■ অনেকের স্বপ্ন সরকারি চাকরি পাওয়া। কিন্তু পরীক্ষায় বসলেই চাকরি পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি। আজকে তোমাদের সহযোগিতার জন্যই মকটেস্ট আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।   

                      

MOCK TEST দেওয়ার নিয়মাবলী :-  ১. প্রথমে নীচের রচনাটি ভালোভাবে দুই তিনবার পড়বে। তারপর START QUIZ বোতামে ক্লিক করবে।  এরপর তোমরা এক নম্বর প্রশ্ন দেখতে পাবে যার চারটি বিকল্প দেওয়া থাকবে। সঠিক বিকল্পটি বেছে নিতে হবে।

 ২. সঠিক উত্তর হলে সবুজ রঙ দেখাবে, ভুল হলে লাল রঙ দেখাবে অপশনটিতে। এরপর NEXT বোতামে  ক্লিক করতে হবে।

 ৩. এইভাবে প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার পর নিজেদের স্কোর দেখতে পাবে এবং প্রস্তুতি কত পারসেন্ট হয়েছে তা দেখতে পাবে। 


WB PRIMARY MOCK TEST পর্ব- 3 বাংলা বোধ পরীক্ষণ 


 
   
বোধ পরীক্ষণ
       (গদ্যাংশ)

 আমাদের শিশুকালে ভোগবিলাসের
আয়োজন ছিল না বললেই হয়।
মোটের উপরে তখনকার জীবনযাত্রা
 এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধা
ছিল। তখনকার কালের ভদ্রলোকের
 মানরক্ষার উপকরণ দেখলে এখনকার
 কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার
 সম্বন্ধ অস্বীকার করিতে চাহিবে। এই তো
 তখনকার কালের বিশেষত্ব, তাহার পরে
 আবার বিশেষভাবে আমাদের বাড়িতে
ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দিবার
উৎসাহ একেবারেই ছিল না। আসলে আদর
 করা ব্যাপারটা অভিভাবকদেরই বিনোদনের
 জন্য; ছেলেদের পক্ষে এমন বালাই আর নাই। 
                         
                                   ----রবীন্দ্রনাথ ঠাকুর।


 










Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 আরো পড়ো ......

wb primary mock test -1

wb primary mock test -2

Post a Comment

0 Comments