wbjee anm & gnm admit card download

নার্সিং প্রস্তুতি:- Hello,আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের অনেকের সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন।  কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি।২০২৩ সালের পরীক্ষার ফ্রম ফিলাপ যারা করেছো তাদের পরীক্ষা হবে আগামী 2৩ই  জুলাই রবিবার। যারা এখনো wbjee anm & gnm admit card download করোনি। তারা এক্ষনিই আমাদের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন। 


অ্যাডমিট কার্ড ডাউনলোড:-  

  • প্রথমে admit card download অপশনে ক্লিক করো।
  • এরপর নিজের অ্যাপ্লিকেশন নাম্বার , জন্ম তারিখ ও প্রদর্শিত নাম্বারটি টাইপ করো।
  • তারপর sign in অপশনে ক্লিক করো।
  • এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংক চলে আসবে।                      





WBJEE ANM & GNM NURSING পরীক্ষা সংক্রান্ত তথ্য 2023


  • CAT পরীক্ষা নেওয়া হবে  115 নম্বরের ।
  • সময়ঃ থাকবে 1ঘন্টা 30 মিনিট। 
  • পরীক্ষায় দুটি গ্রুপ থাকবে। গ্রুপ -i -এ থাকবে MCQ মান -1 এবং  গ্রুপ-ii এ থাকবে SAQ মান -2 এর।
  • সর্বমোট 100 টি প্রশ্ন  থাকবে। এর মধ্যে 85 টি MCQ এবং 15 টি SAQ ।
  • পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। 4 টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে।
  • তবে গ্রুপ - ii এ 2 নম্বরের 15 টি  প্রশ্ন থাকবে। এই গ্রুপে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। 
  • প্রশ্নপত্র ইংরেজী ও বাংলা উভয় ভাষায় থাকবে। তবে ইংরেজী গ্রামার ও রিজিনিং শুধু ইংরেজীতে থাকবে। 


WBJEE ANM & GNM  পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস 2023





SUBJECT MARKS
জীবন বিজ্ঞান 50
গণিত 10
ভৌতবিজ্ঞান 25
ইংরেজি গ্রামার 15
সাধারণ জ্ঞান 10
রিজনিং5
মোট সময় 1.30 minute 
মোট নম্বর 115


বিষয়ভিত্তিক প্রশ্ন সংখ্যা ও নম্বর :- উপরের সিলেবাস অনুযায়ী 5 টি বিষয় থাকবে।তার মধ্যে জীবন বিজ্ঞান থেকেই  30টি  MCQ ও 10টি(2 নম্বরের) SAQ থাকবে। 


আরো পড়ুন:- 










Post a Comment

0 Comments