শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়,শিখন।প্রশ্ন ও উত্তর

                          "  শিখন "(প্রথম অধ্যায়)

শব্দের উৎস:-সংস্কৃত "শাস " ধাতু থেকে উৎপন্ন হয়েছে শিক্ষা শব্দটি। এই শব্দের ইংরেজি প্রতিশব্দ হল "Education."এই শব্দটির উৎপত্তি হয়েছে আবার ল্যাটিন শব্দ Educare থেকে যার অর্থ "লালন পালন করা "।

শিখনের সংজ্ঞা:- যে মানষিক প্রক্রিয়ায় সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ভিত্তিতে মানষিক ও দৈহিক বৈশিষ্ট্যগুলির উৎকর্ষ সাধিত হয় এবং সমস্যাসমাধানের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করা যায়, তাকে শিখন বলে। 

শিখনের বৈশিষ্ট্য:-  ১.  উদ্দেশ্যমুখী ২.ক্রমবিকাশমান ৩.চাহিদানির্ভর ৪.আচরণের পরিবর্তন ৫.প্রেষণানির্ভর প্রভৃতি।  
শিখনের স্তর :-     
শিখন--->ধারনা বা সংরক্ষণ--->পুনরুত্থাপন=={ পুনরুদ্রেক।
                                                                     {প্রত্যভিজ্ঞা।  

শিখনের উপাদান:-শিখন এর প্রধান উপাদান হলো পাঁচটি ।যথা-(ক) পরিণমন (খ) প্রেষণা (গ ) মনোযোগ(ঘ) অনুরাগ (ঙ) মানসিক ক্ষমতাবলী।

পরিণমনের সংজ্ঞা:-পরিনমন হল একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া, যার মাধ্যমে প্রাণীর জন্মগত সম্ভাবনাগুলির  স্বতস্ফূর্ত বিকাশ ঘটে এবং সেই সঙ্গে তার আচরণের গুণগত ও পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন সাধিত হয়। 

পরিণমনের বৈশিষ্ট্য:-পরিণমনের কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা-
1.এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। 
2.এটি একটি বিকাশের প্রক্রিয়া।
3.পরিণমন অনুশীলন বা প্রশিক্ষণ নির্ভর নয়। 
4.পরিনমন চাহিদা নির্ভর নয় এবং এটি জীবনব্যাপী প্রক্রিয়াও নয়। 

প্রেষণার সংজ্ঞা:-প্রেষণা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া,যা ব্যাক্তির আভ্যন্তরীণ কর্মউদ্দীপনাকে উদ্দেশ্যপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তার মধ্যে একটি তাগিদ সৃষ্টি করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে। 

প্রেষণা চক্র:-প্রেষণা চক্রের মূল চারটি স্তর হলো- 1. চাহিদা 2. তাড়না 3.উদ্দেশ্যমুখী আচরণ এবং 4. উদ্দেশ্যপূরণ। 

উল্লেখযোগ্য তত্ত্ব                          প্রবর্তক
1.প্রাচীন অনুবর্তন তত্ত্ব         -> আইভান প্যাভলভ

2. সক্রিয় অনুবর্তন তত্ত্ব                        ->স্কিনার ।

3.সমগ্রতাবাদ      ->কোহলার ,কফ্কা,ওয়ার্দিমার।

4.শারীরবৃত্তীয় তত্ত্ব                             ->মরর্গ্যান ।

5.দ্বি উপাদান তত্ত্ব                         ->স্পিয়ারম্যান ।

6.দলগত বহু উপাদান তত্ত্ব                   ->থার্স্টোন।

7.বহু উপাদান তত্ত্ব                           -->থর্নডাইক ।

8.ধীশক্তির গঠন তত্ত্ব                          -->  গিলফোর্ড।

9.কেলাস তত্ত্ব                                     ->ক্যাটেল ।

10.জৈবিক তত্ত্ব                                      ->সেসি।
________________________________________________

পরিবেশ বিদ্যার Mock Test- [অনলাইন মকটেস্ট  পরিবেশ বিদ্যা ]



*বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর                              মান-1

1.শিখনের প্রথম স্তর কোনটি?

উ-অভিজ্ঞতা অর্জন। 

2.শিখনের দ্বিতীয় স্তর কোনটি ?

উ-ধারণা বা সংরক্ষণ। 

3.শিখনের শেষ স্তর কোনটি?

উ-প্রত্যভিজ্ঞা ।

4."প্রত্যভিজ্ঞা"- কথাটির অর্থ কি? 

উ-চিনে নেওয়া । 

5.পুনরুদ্রেক কথাটির অর্থ কি? 

উ-স্মরণ করা। 

6.শিখনের ফলে কি ঘটে? 

উ-আচরণের পরিবর্তন। 

7.গ্যাগনের মতে শিখন কয় প্রকার?

উ-8 প্রকার। 

8.গ্যাগনের  শিখনের শেষ স্তর কোনটি?

উ-সমস্যা সমাধানের শিখন। 

9.'Gestalt'-কথাটির অর্থ কি? 

উ-আকার বা অবয়ব। 

10.স্মৃতির প্রথম স্তর কোনটি?

উ-শিখন ।

11.প্রেষণার উদ্ভব হয় কি থেকে? 

উ-অভাববোধ থেকে। 

12.মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক কি? 

উ-মেজাজ ।

13-মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক কি? 

উ-আবেগ ।

14-"আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ"-বক্তা কে? 

উ-ম্যাকডুগাল ।

15.স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি কবে প্রকাশিত হয়?

উ-1904 সালে।

16.'G'-উপাদান প্রয়োজন হয় কোন কাজে?

উ-সব কাজে। 

17.থাস্টোনের তত্ত্বে প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা কত? 

উ-সাতটি ।

18.থাস্টোনের বহু উপাদান তত্ত্ব "V"-বলতে কী বোঝানো হয়েছে?

উ-ভাষাবোধ। 

19."বুদ্ধি হল শেখার ক্ষমতা"-বক্তা কে? 

উ-প্লেটো ।

20."C"-বুদ্ধির সংজ্ঞা কে দিয়েছেন? 

উ-ভার্নন ।

*সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর                                       মান-1

1-শিখন কাকে বলে ?

উত্তর -অনুশীলন প্রক্রিয়ার দ্বারা প্রাণীর কোন আচরণের সৃষ্টি বা পরিবর্তনের ঘটনাকে শিখন বলে। 

2-স্মৃতি কাকে বলে?

উ-যে মানসিক প্রক্রিয়ার দ্বারা পূর্বে অর্জিত অভিজ্ঞতাকে যথার্থ সময়ে স্থানে স্মরণ করা যায়, সেই মানসিক প্রক্রিয়াকে স্মৃতি বলে ।


3-বিস্মৃতি কাকে বলে?

উ-দীর্ঘবিরতি বা অনুশীলনের অভাবে পূর্বে অর্জিত অভিজ্ঞতাকে স্মরণ করতে না পারাকে বিস্মৃতি বলে। 

4-Survey-Q-3R  কী?

উ-এর সম্পূর্ণ কথাটি হলো- Survey,question ,Read,recite ,review ।অর্থাৎ কোন বিষয়কে সহজে আয়ত্ত করার জন্য পর্যবেক্ষণ ,প্রশ্নকরন ,পঠন-পাঠন ,আবৃত্তি পাঠ ও পর্যালোচনা প্রয়োজন ।

5-মনোযোগ কাকে বলে?

উ-যে মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে তাকে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে সেই মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে।

6-বুদ্ধ্যঙ্ক কি? 

উ-বুদ্ধ্যঙ্ক হল কোন ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক। কোনো ব্যক্তির বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের জন্য তার মানসিক বয়স ও তার জন্ম বয়সের অনুপাত নির্ণয় করা প্রয়োজন। 

7-সহগতি বলতে কী বোঝো?

উ-রাশিবিজ্ঞানের ভাষায় দুই বা ততোধিক চলের মধ্যে পারস্পরিক যে সম্বন্ধ তাকেই সহগতি বলে।

8-সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে ?

উ-যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যেকোনো কাজেই কমবেশি ব্যবহৃত হয়, তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। 

9-মনোযোগ কি? 

উ-যে মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে তাকে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে, সেই মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। 

10.প্রেষণার একটি বৈশিষ্ট্য লেখ। 

উ-শিখনে আগ্রহ বৃদ্ধি করে এবং লক্ষ্যাভিমুখী আচরণ নির্দিষ্ট করে। 
___________________________________________________

পরিবেশ বিদ্যার Mock Test-CLICK HERE--> [অনলাইন মকটেস্ট  পরিবেশ বিদ্যা ]



Post a Comment

0 Comments