H.S .BANGLA ||ভারতবর্ষ, ||MCQ

  উচ্চমাধ্যমিক BANGA.ভারতবর্ষ গল্পের  MCQ & SAQ suggestions ভিত্তিক তৈরি।

                                       

                           ভারত বর্ষ 

                   সৈয়দ মুস্তাফা সিরাজ

 বিষয়সংক্ষেপঃ -  ছোট বাজার কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি গ্রাম প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া গ্রামের মানুষ চায়ের দোকানে আড্ডা রত এক থুত্থুরে বুড়ি প্রবেশ ঘটে দুর্যোগপূর্ণ রাতে সে বটতলার কোলে আশ্রয় নেয় সকলে ধরে নেয় তার মৃত্যু হয়েছে বুড়ি কে কেন্দ্র করে প্রবন্ধ নিয়ে উঠে গ্রামবাসীরা উপেক্ষা করে বুড়ি জেগে উঠে এবং দূরে মিলিয়ে যায়।

চরিত্রঃ-এক বৃদ্ধা গল্পের প্রধান চরিত্র ।বয়সের ভারে নুয়ে পড়া চেহেরা ।বার্ধক্যের ছাপ স্পষ্ট ।কিন্তু মেজাজ মানষিকতা টাট্টু ঘোড়ার মত ।চারিত্রিক দৃঢ়তা আর প্রখর আত্মসম্মানবোধ সেই চরিত্রের মধ্যে বিদ্যমান রয়েছে।

 চৌকিদারঃ- আইন রক্ষক এর ভূমিকায় বাস্তব সচেতনতা তার চরিত্রের লক্ষ্য করা যায় ।

মোল্লা সাহেব :-মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধি জেনে মুসলমানদের প্রতিনিধিত্ব করেছেন।

ভট্টাচার্য মশাই সাম্প্রদায়িক চরিত্র হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছেন ।
অন্যান্য চরিত্রঃ- চাওলা জগা, নক্রি নাপিত, নিবারণ বাগদী, ফজলু সেখ এবং করিম ফরাজী ।

উৎসঃ- 'ভারতবর্ষ' গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের একটি শ্রেষ্ঠতম ছোটগল্প ।তার "শ্রেষ্ঠ গল্প" গ্রন্থ থেকে উদ্ধৃত গল্পটি গৃহীত হয়েছে।

Wbchseএর প্রস্তাবিত পাঠ্যক্রম অনুযায়ী mcq  acq এবং রচনাধর্মী প্রশ্ন গুলো নিম্নে দেওয়া হল ।2022 সালে যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসবে তাদের পরীক্ষার কথা ভেবেই সাজেশন ভিত্তিক নিম্নলিখিত প্রশ্ন উত্তর গুলি তৈরি করা হলো:-

■ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর mcq-                      মান-১

১-"বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে"- তারা কি বলে?

 উত্তর :-ফাঁপি। 

২- লোকের মেজাজ বিগড়ে গিয়েছিলো কেন?

 উত্তরঃ- আকাশ দুর্যোগের জন্য।

৩-" চাষাভূষা মানুষেরা কোন দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করে?

 উত্তরঃ- চায়ের দোকানে

৪-চাষাভুষো মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল কেমন দিনের ?

উত্তরঃ- রোদ ঝলমলে একটা দিনের

 ৫" কথায় কথায় শুরু হয় "-কী?

 উত্তর- তর্ক

৬-"সবাই সভ্যতার ছোট উনুনের পাশে আছে কেন ?

উত্তর -হাত-পা সেঁকে নিতে

৭-শীতের বৃষ্টিকে ভদ্রলোকে কী বলে?

 উত্তর -পৌঁষেবাদলা ।

৮-বুড়ির গায়ে কি জড়ানো ছিল?

 উত্তর- কম্বল

৯ -চৌকিদার উর্দি পড়েছিল কোন রং এর?

উত্তর -নীল

১০- এক সময়ে পেশাদার লাঠিয়াল ছিলেন কে?

উত্তর- করিম ফরাজী।

১১- "নারায়ে তাকবীর আল্লাহু আকবার"- উক্তিটি কার?

উত্তর- মোল্লা সাহেবের

১২-বুড়িকে হরিবোল বলতে কে শুনেছিল?

 উত্তর- নকড়ি নাপিত

১৩-"লাইলাহা ইল্লাল্ল"-বলতে বুড়িকে কে শুনেছিল?

উত্তর-ফজলু সেখ। 

 ১৪-"আমিওতো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম"- কে শহরে গিয়েছিল ?

উত্তর- ভট্চাজমশাই

১৫- ফজরের নামাজ বলা হয় কোন সময়ের নামাজকে?

 উত্তর -ভোরের নামাজকে

১৬-"হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল"- দৃশ্যটি কী?

 উত্তর- মুসলমান পাড়ার লোকেরা মৃতদেহ নিয়ে আসছে

 ১৭-"নির্ঘাত মরে গেছে বুড়িটা"-একথা কে বলেছেন?

 উত্তর- চাওয়ালা জগা

১৮-" সবাই আবিষ্কার করল"- সবাই কী আবিষ্কার করল?

 উত্তর -বটতলায় বুড়ির নিঃসাড় দেহ ।

১৯-"বিজ্ঞ চৌকিদারের পরামর্শ  মানা হল" -চৌকিদার কী পরামর্শ দিয়েছিল?

 উত্তর -বুড়িকে নদীতে ফেলে আসতে। 

 ২০-পিচেঁর সড়ক বাঁক নিয়েছে যেখানে ,সেখানে কি গড়ে উঠেছে?

উত্তর- একটি ছোট্ট বাজার ।

২১-"মঙ্গলে বাদলা লাগলে তা কতদিন থাকবে ?

উত্তর- পাঁচ দিন।

২২-"লদীতে ফেলে দিয়ে এসো"-বক্তা যে নদীর কথা বলেছে তা কত দূরে ?

উত্তর- মাঠ পেরিয়ে দুই মাইল

২৩-শনিতে বাদলা লাগলে তা কতদিন থাকবে ?

উত্তর -সাত দিন ।

২৪-আগন্তুক বুড়ির হাতে কী ছিল ?

উত্তর-একটি লাঠি ।

২৫-গ্রামের লোকেরা বুড়িকে নদীর চড়ায় ফেলে সে কী ভাবল?

 উত্তর -শকুনেরা খুবলে খাবে ।

২৬-বাজারে সন্দেশের দোকান কয়টি ছিল?

 উত্তর- দুটি

২৭-একসময় দাগী ডাকাত ছিল কে ?

 উত্তর -নিবারণ বাগদি।

২৮-"ভারতবর্ষ"- গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে ?

উত্তর-মোল্লা সাহেব

২৯-" করিম ফরাজী এখন খুব নামাজ পড়ে "-সে কেমন মানুষ ?

উত্তর -বান্দা

৩০-" মাথার উপর আর কোন শালা নেই রে কেউ নেই"- কথাটি কে বলেছিল ?

উত্তর- গ্রামের কোনো যুবক চাষী

৩১-" বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে "-কোন অভিজ্ঞতা?

উত্তর- গাছ তলায় থাকা।

৩২-" চৌকিদারকে খবর দেওয়া হলো "-চৌকিদারকে কেন খবর দেওয়া হল ?

উত্তর- বটতলায় এক ভিখেরী বুড়ি মারা গিয়েছিল

                                ---------

ভারতবর্ষ গল্পের  বড়ো প্রশ্ন ও উওর পেতে CLICK HERE 


■SAQ( একবাক্যে প্রশ্ন ও উত্তর)                মান-১

১-"ভারতবর্ষ"- গল্পের বাজারের পিছনে কি কি ছিল?

 উত্তর- "ভারতবর্ষ"- গল্পের বাজারের পিছনে ছিল বাশঁবন, গ্রাম এবং ইটভাটা ।

২-বাজারে কোন কোন দোকান ছিল ?

উত্তর -বাজারটিতে চায়ের দোকান দুটো, মিষ্টির দোকান তিনটে, বস্ত্র -বিপনী একটা,একটি মনোহারী দোকান এবং দুটি মুদিখানার দোকান ছিল এছাড়াও একটা আরত এবং একটা হাস্কিং মেশিনের দোকান ছিল ।

৩-চাষাভূষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কার মুণ্ডপাত করছিল?

 উত্তর -চায়ের দোকানে আড্ডা দিতে দিতে আল্লাহ ভগবানের মুন্ডুপাত করছিল চাষাভূষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে।

 ৪- শীতের অকাল বৃষ্টিতে রাঢ় বাংলায় কিসের ক্ষতি হয়?

 উত্তর -শীতেরকাল বৃষ্টিতে রাঢ় বাংলায় ক্ষতি হয় ধানের।

 ৫-পৌষ মাসের বৃষ্টি গ্রাম বাংলায় কি কি অভিধায় অভিহিত হয়?

 উত্তর- পৌষ মাসের বৃষ্টি গ্রামবাংলায় ভদ্রলোকের নিকট পৌঁষেবাদলা এবং ছোট লোকের কাছে 'ডাওর'বলে পরিচিত।

৬-""ফাঁপি কাকে বলে?

উত্তর -শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস প্রবাহিত হলে বাংলার গ্রাম্য তথাকথিত ছোটলোকেরা সেই আবহাওয়াকে বলে"ফাঁপি"।

৭-"এই টুকুই যা সুখ"-কোন সুখের কথা বলা হয়েছে ?


উত্তর -পৌষ মাসের অকাল দুর্যোগে ঘরে বসে গ্রামের পুরুষদের সময় কাটছিল না বলে তারা বাজারে এসে সেখানকার সভ্যতার ছোট্ট উনুনে হাত-পা সেঁকে নিচ্ছিল, এটাই ছিল তাদের সুখ ।

৮-"ভারতবর্ষ"- গল্পে বুড়ির  চেহারা কেমন ছিল ?

উত্তর -'ভারতবর্ষ'- গল্পে বুড়ির ছিল রাক্ষুসী চেহারার এক সাদা চুল মাথাওয়ালা ।কুঁজো থুত্থুরে বুড়ির ছোট্ট মুখমন্ডলের বলিরেখাগুলি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল ।

৯-বৃদ্ধার পরনে কী ছিল ?

উত্তর- বৃদ্ধা নোংরা একটা কাপড় পড়েছিল এবং তার গায়ে জড়ানো ছিল চিটচিটে একটা কম্বল ।

১০-বৃদ্ধা কিভাবে চায়ের দোকানে এসেছিল ?

উত্তর-রাস্তা দিয়ে ভিজতে ভিজতে একই গতিতে হাঁটতে হাঁটতে চায়ের দোকানে এসে ঢুকে ছিল ।

১১-"সেটাই সবাইকে অবাক করেছিল"- কী সবাইকে অবাক করেছিল?

 উত্তর- পৌষ মাসের বৃষ্টির মধ্যে কিভাবে বেঁচেবর্তে থেকে হেঁটে হেঁটে আসতে পারল বুড়ি চায়ের দোকানে ,সেই ভাবনায় সবাইকে অবাক করেছিল ।

১২-বুড়ি ক্ষেপে গেল কোন কথা শুনে ?

উত্তর- চায়ের দোকানে বসা একজন বুড়িকে "ভারী তেজী" বলে উল্লেখ করে  বলেছিল যে প্রবল বৃষ্টিতে তেজী টাট্টু ঘোড়ার মত বেরিয়ে পড়েছে সে ।একথা শুনে বুড়ি ক্ষেপে গিয়েছিল ।

১৩-"একজন ঠান্ডা মাথায় বলল "-কি বলেছিল?

 উত্তর -একজন ঠান্ডা মাথায় বুড়িকে বলেছিল যে ,বুড়ি কোথায় থাকো তাই জিজ্ঞেস করছে ওরা ।

১৪-"লোকেরা চেঁচিয়ে উঠলো "-কখন লোকেরা চেঁচিয়ে উঠলো ?
উত্তর-বুড়ি চায়ের দোকানে
 ঢুকে চা খেয়ে তার দাম মিটিয়ে যখন ভরা বর্ষার মধ্যে রাস্তায় আবার নেমেছিল তখনই লোকেরা চেঁচিয়ে উঠেছিল।

১৫-"বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে"- কোন অভিজ্ঞতা?
 উত্তর- বটগাছতলার কাছে থাকা একটি শেকড়ের উপর বসে পেছনের গুঁড়ির কোটরে পিঠ ঠেকিয়ে দেওয়ার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে ।
১৬-বুড়ি কোথায় পয়সা রেখেছিল ?

উত্তর- কম্বলের ভিতরে একটি ন্যাকড়ার মধ্যে বুড়ি পয়সা রেখেছিল ।
১৭- ডাক পুরুষের  "পুরোনো বচনে"-বৃষ্টির সম্বন্ধে কি বলা আছে?

উত্তর- ডাকপুরুষের পুরোনো 'বচনে'-পৌষের বৃষ্টির সম্বন্ধে বলা আছে যে ,শনিবার শুরু হলে সাত দিন, মঙ্গলবার হলে পাঁচ দিন এবং বুধবার হলে তিন দিন বৃষ্টি চলবে। অন্যান্য দিনে শুধুই একদিনের বেশি থাকবে না ।

১৮"দুজন একজন করে ভির বাড়তে লাগল"-কেন?

উত্তর-বুড়ি বটগাছ তলায় মরে পড়ে রয়েছে -একথা চাওয়ালা জোগাড় মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে তখন সেখানে একজন দুজন করে ভিড় বাড়তে থাকে। 

১৯-'ভারতবর্ষ'- গল্পের বিশাল মাঠ কোথায় ছিল?

উত্তর- ভারত বর্ষ গল্পের বিশাল মাঠটি ছিল বাজারের উত্তর দিকে ।
২০-"হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল"- কী দেখা গেল?
উত্তর- হঠাৎ বিকেলে দেখা গেল যে উত্তরের মাঠ অতিক্রম করে বাজারের দিকে একটা চ্যাংদোলা আসছে।

২১-" তখন জানা গেল ব্যাপারটা"- ব্যাপারটা কী ছিল?

 উত্তর-ব্যাপারটা হল ঐ পাড়ার লোকেরা ফেলে দেওয়া দেহ চ্যাংদোলা করে তুলে নিয়ে এসেছে।

২২-" উঁকি মেরে সব দেখে শুনে বললেন -অসম্ভব "-কী অসম্ভব ?
২৩- বুড়ি যে মুসলমান ভট্চাজমশাই এর কাছে ছিল অসম্ভব ব্যাপার ।
২৩-"নারায়ে তাকবীর"-কথাটির অর্থ কী?

উত্তর- 'ভারতবর্ষ' গল্পের ব্যবহৃত 'নারায়ে তাকবীর'-কথাটির অর্থ হল উচ্চকণ্ঠে আল্লাহর প্রশংসা বা গুনকীর্তন করা ।

২৪- "ভট্চাজমশাই গর্জে বলছেন"- কী বলেছিলেন?

 উত্তর :-ভট্চাজমশাই কালিকা " জয় মা কালী "বলে সম্বোধন করে মুসলমান নিধনে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং মা কালীর জয় ধ্বনি দিয়েছিলেন।

২৫' " আমি যাচ্ছি শহরে "- বক্তা কে?
 উ- সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন মোল্লা সাহেব।।

___________________________________________________

আরো পড়ো-
 ভাত "- গল্পের অতিসংক্ষিপ্ প্রশ্ন  ও উত্তর [ CLICK HERE ]

"শিক্ষাবিজ্ঞান  প্রথম অধ্যায় -"শিখন ।[CLICK HERE ]

WBCHSE -এর প্রস্তাবিত REDUCE  সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।সেই পাঠ্যক্রমকে সামনে রেখে  Suggestions  ভিত্তিক MCQ ও SAQ দেওয়া হল।

 
















Post a Comment

0 Comments