H.S POLITICAL SCIENCE||ষষ্ঠ অধ্যায়||সরকারের বিভিন্ন বিভাগ mcq & saq



এক নজরেঃ- দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভিন্ন বিভাগ mcq এন্ড saq আলোচনা করা হলো।

● পরীক্ষায় আসে এমন বাছাই করা প্রশ্ন যেমন দেওয়া হয়েছে, তেমনই 2022 সালের পরীক্ষার জন্য সম্ভাব্য mcq ও saq দেওয়া হয়েছে।

● রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের প্রস্তুতি তোমাদের কেমন হয়েছে? তা যাতে নিজেরাই যাচাই করতে পারো, তার জন্য তোমাদের এই অধ্যায়ের উপর একটি কুইজ সেট দেওয়া হয়েছে।

● কুইজে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে নিজেদের প্রস্তুতি যাচাই করে পড়াশোনার মান আরও এগিয়ে নিয়ে যেতে পারবে । এছাড়াও যদি কোন প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবে ।


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভিন্ন বিভাগ থেকে সম্ভাব্য mcq মান 1



1➤
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে?


2➤ "দ্য স্পিরিট অফ লজ "-গ্রন্থের রচয়িতা কে?

3➤ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে কোন দেশে?

4➤ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয়নি কোন রাষ্ট্রে?

5➤ পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরন ব্যবস্থা কিরূপ?

6➤ সরকারের কার্যাবলী কে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে?

7➤ শাসন বিভাগ কয়টি অংশ নিয়ে গঠিত?

8➤ বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ দাও।

9➤ ভারতের নামসর্বস্ব শাসক কে?

10➤ বৃটেনের রাজা রানী কিরূপ শাসক?

11➤ ভারতের প্রকৃত শাসক কে?

12➤ আমলাতন্ত্রের প্রধান কাজ কী?

13➤ আইনসভা পার্লামেন্টের উদ্ভব হয়েছে কোন রাষ্ট্রে?

14➤ ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?

15➤ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?

16➤ যুক্তরাষ্ট্রের আইনসভাকে কী বলা হয়?

17➤ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী?

18➤ পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ কোনটি?

19➤ এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক কে?

20➤ বর্তমানে বিশ্বের কতগুলি রাষ্ট্র এক কক্ষ বিশিষ্ট?

21➤ পশ্চিমবঙ্গের আইনসভা কিরূপ?

22➤ দ্বিকক্ষ বাদের সমর্থক কে?

23➤ ভারতের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে?

24➤ ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?

25➤ চীনের আইনসভা কে কী বলা হয়?

26➤ সংবিধানের ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়?

27➤ সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ আছে কোন রাষ্ট্রের?

28➤ এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে কোথায়

29➤ রাশিয়ার নিম্নকক্ষের নাম কি

30➤ ভারতের আইনসভা কি রকম


  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান,ষষ্ঠ অধ্যায়ঃ-সরকারের বিভিন্ন বিভাগ থেকে গুরুত্বপূর্ণ SAQ        মান-1



1-ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কী?



উত্তর- রাষ্ট্রের প্রধান তিনটি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার সম্পূর্ণ স্বতন্ত্রতা অর্থাৎ তিনটি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রভবে কাজ করবে, এটাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা।



2-ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও।



উত্তর- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি হলো -(এক) সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয় এবং(দুই) আইন বিভাগ ,শাসন বিভাগ ও বিচার বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। 



3-গণতান্ত্রিক সরকারের কয়টি বিভাগ ও কি কি?


 উত্তর- গণতান্ত্রিক সরকারের তিনটি বিভাগ। শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ ।


4-ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝায়?


উত্তর:- ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান শাসকসহ মন্ত্রীগণ এবং সরকারি নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মচারী আমলাদের বোঝায়।


5- শাসন বিভাগের রাজনৈতিক অংশ বলতে কী বোঝো?


উত্তর- শাসন বিভাগের রাজনৈতিক অংশটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় এবং সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের নিকট প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে দায়িত্বশীল থাকে।


6- শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলতে কী বোঝো?


উত্তর- প্রশাসনের কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলা হয় যারা  আমলা নামে পরিচিত নামে ।


7-পরিচিত সংসদীয় শাসন ব্যবস্থায় কয় ধরনের শাসক দেখা যায়?


 উত্তর -সংসদীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের শাসক দেখা যায়। যথা -(1) নামসর্বস্ব শাসক  (2) প্রকৃত শাসক।


8- নামসর্বস্ব শাসক বলতে কী বোঝো ?


উত্তর- তত্ত্বগতভাবে শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে তিনি শাসন পরিচালনা করেন না তাকে নামসর্বস্ব শাসক বলা হয়।


9- প্রকৃত শাসক বলতে কী বোঝো ?


উত্তর -ভারতের প্রধানমন্ত্রী হলেন একজন প্রকৃত শাসক অর্থাৎ যে শাসন ব্যবস্থায় শাসক সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসনকার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন তাকে প্রকৃত শাসক বলে ।


10-নির্বাচিত শাসক কাকে বলে?


 উত্তর- সাধারণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শাসক সহ শাসন বিভাগের অরাজনৈতিক অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হন তাকে বলা হয় নির্বাচিত শাসক।


11-নির্বাচিত শাসক ও বংশানুক্রমিক শাসকের মধ্যে পার্থক্য কোথায়?


 উত্তর -বংশানুক্রমিক শাসক উত্তরাধিকারসূত্রে শাসক পদে মনোনীত হন ।যেমন বৃটেনের রাজা বা রানী। অন্যদিকে নির্বাচিত শাসকগণ নির্বাচনের মাধ্যমে শাসক পদে নির্বাচিত হন ।যেমন সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীবর্গ।


12- শাসন বিভাগের কাজের উল্লেখ করো।


উত্তর- শাসন বিভাগের উল্লেখযোগ্য দুটি কাজ হল -(1)নীতি নির্ধারণ ও রূপায়ণ করা। (2)দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।


13- আমলা কাদের বলা হয় ?


উত্তর -প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারী যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন, তাদের আমল বলা হয় ।


14-লাল ফিতার বাধন বলতে কী বোঝায়?


 উত্তর -প্রশাসনের  সরকারি কাজে দীর্ঘসূত্রিতাকে লাল ফিতার বাধন বলা হয়।


15- আমলাতন্ত্র শব্দের অর্থ কী?


 উত্তর-আমলাতন্ত্র শব্দটির অর্থ হলো টেবিল শাসন ব্যবস্থা।


16- এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে?


 উত্তর- যেসব আইন সভায় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মাত্র কক্ষ থাকে তাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে ।


17-দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে?


 উত্তর- যেসব আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হয়,তাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়।


18- ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার কয়টি কক্ষ ও কী কী?


 উত্তর- ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার দুটি কক্ষ।যথা- রাজ্যসভা ও লোকসভা ।


19-এক কক্ষ বিশিষ্ট আইনসভার দুটি সুবিধা লেখো।


উত্তর- এক কক্ষ বিশিষ্ট আইনসভার দুটি সুবিধা হলো- (এক) সরকারের ব্যয় অনেক কম হয় (দুই) সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা যায় ।


20-এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।


উত্তর- এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয় কারণ এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে।


21- এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন কয়েকটি রাষ্ট্রের নাম লেখ।


 উত্তর -চীন গ্রিস বাংলাদেশ তুরস্ক বুলগেরিয়া প্রভৃতি।


22- দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও।


উত্তর- (এক ) এই আইন সভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয়।(দুই) আলাপ-আলোচনার মাধ্যমে জনকল্যাণকামী ও সুচিন্তিত আইন তৈরি করা যায়। 


23- ভারতের কোন কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে?


 উত্তর- বর্তমানে ভারতের পাঁচটি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ।সেগুলি হল- উত্তর প্রদেশ ,বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক এবং জম্মু ও কাশ্মীর।



 H.S POLITICAL SCIENCE||সরকারের বিভিন্ন বিভাগ ||Quiz PRACTICE 



Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 

আরো পড়ো-

উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক প্রশ্ন ও উত্তর 




Post a Comment

1 Comments

  1. 2023 জন সাজিসৈন। দেন

    ReplyDelete