উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান||অষ্টম অধ্যায় ভারতের আইনবিভাগ থেকে প্রশ্ন ও উত্তর

এক ঝলকঃ-

● দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসে। 4টি MCQ ও 2টি SAQ এবং একটি রচনাধর্মী প্রশ্ন। এই অধ্যায়ের মোট 14 নম্বর থাকবে। 


● ভারতের আইন বিভাগ অধ্যায়ের উপর ভিত্তি করে 30 টি mcq দেওয়া হল। বিগত বছর গুলোতে যে ধরনের mcq এসেছে সেই ধরনের সম্ভাব্য mcq সাজানো হয়েছে।

● এই অধ্যায় থেকে মাত্র দুটি SAQ আসলেও 15 টি SAQ দেওয়া হয়েছে । কারণ ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে।

● অধ্যায়টির উপর তোমাদের দখল কেমন হয়েছে তা যাচাই করার জন্য একটি কুইজ সেট দেওয়া হল।

সম্ভাব্য mcq দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এর অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ থেকে


1➤ ভারতের কেন্দ্রীয় আইনসভা কে কী বলা হয়?

2➤ ভারতের পার্লামেন্ট গঠিত হয় কী কী নিয়ে?

3➤ "পার্লামেন্ট হল খেলার বিষয়"- বক্তা কে?

4➤ রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য কে মনোনীত করতে পারেন?

5➤ ভারতীয় পার্লামেন্টের মোট কক্ষ কয়টি?

6➤ রাজ্যসভায় সর্বাধিক সদস্য কতজন থাকে?

7➤ বর্তমানে রাজ্যসভার অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধির সংখ্যা কত?

8➤ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর নূন্যতম বয়স কত হওয়া দরকার?

9➤ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

10➤ রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত?

11➤ রাজ্যসভায় কে অধিবেশন আহ্বান করেন?

12➤ লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত?

13➤ রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করেন কয়জন কে?

14➤ লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর নূন্যতম বয়স হওয়া দরকার কত?

15➤ লোক সভায় কে সভাপতিত্ব করেন?

16➤ ভারতের লোকসভার অধ্যক্ষকে কারা নির্বাচন করেন?

17➤ লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর?

18➤ লোকসভার প্রথম অধ্যক্ষ নিয়োগ হয় কত সালে?

19➤ লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ কত বছর?

20➤ অর্থবিল এর প্রশ্নের সার্টিফিকেট প্রদান করেন কে?

21➤ লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

22➤ লোকসভার সচিবালয়ের প্রধান কে?

23➤ রাজ্যসভা অর্থবিলকে আটকে রাখতে পারে কতদিন?

24➤ লোকসভায় নির্ণয়ক ভোট প্রদান করেন কে?

25➤ পশ্চিমবঙ্গের আইনসভা কিরূপ?

26➤ রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কী?

27➤ বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

28➤ ভারতের কোন কোন রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে?

29➤ পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য কত?

30➤ বিধানসভার অধিবেশন হয় বছরে কয়বার?

31➤ পার্লামেন্টের 'জিরো আওয়ার' বলতে কোন সময়কে বোঝায়?

32➤ একই দিনে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে নাম থাকে কয়জনের?

33➤ ছাঁটাই প্রস্তাব পেশ করা হয় কেন?

34➤ লোকসভায় মুলতবি প্রস্তাবের আলোচনা শুরু হয় কয়টা থেকে?

35➤ লোকসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত হওয়া দরকার?


রাষ্ট্রবিজ্ঞান -এর অষ্টম অধ্যায়ঃ ভারতের আইনবিভাগ থেকে গুরুত্বপূর্ণ SAQ


1- লোকসভা কিভাবে গঠিত হয়?


উত্তর- ভারতের প্রতিটি অঙ্গ রাজ্য থেকে 530 জন সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে 13 জন নির্বাচিত প্রতিনিধি এবং রাষ্ট্রপতি মনোনীত দুইজন ইঙ্গ ভারতীয় সদস্যকে নিয়ে লোকসভা গঠিত হয়।

2- রাজ্যসভার সদস্য হওয়ার দুটি যোগ্যতা লেখো।

 উত্তর- (এক) প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। (দুই) কমপক্ষে 30 বছর বয়স হতে হবে।


3- ভারতের প্রধান কয়প্রকার বিলের অস্তিত্ব দেখা যায় এবং সেগুলো কি কি?

 উত্তরঃ-দুই ধরনের- (এক) সরকারি বিল (দুই)বেসরকারি বিল। সরকারি বিল আবার তিনভগে বিভক্ত।যথা- (এক) অর্থবিল (দুই) অর্থসংক্রান্ত বিল এবং (তিন) সাধারণ বিল।

4- কোরাম কাকে বলে?

উত্তরঃ-সংসদের উভয় কক্ষের মোট সদস্যের এক-দশমাংশ সদস্য উপস্থিত থাকলে সভার কাজ অব্যাহত থাকে। লোকসভা ও রাজ্যসভার সদস্যদের উপস্থিত সংখ্যাকে কোরাম বলে।

5- অর্থবিল কাকে বলে?


 উত্তর ভারতীয় সংবিধানের 110 নং ধারায় সাতটি বিষয়ের উল্লেখ করা হয়েছে ।যথা- কর গ্রহণ, পরিহার, পরিবর্তন ও নিয়ন্ত্রণ, ভারত সরকারের দ্বারা গৃহীত ঋণ প্রভৃতি বিষয় গুলির মধ্যে যেকোনো একটিকে নিয়ে আলোচনা করে যে বিল তাকে অর্থবিল বলে।


6- লোকসভার প্রাধান্য আছে এমন দুটি ক্ষেত্রের উল্লেখ করো।

উত্তর:-(1)অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে,(2) মন্ত্রিসভা কেবলমাত্র লোকসভার কাছে দায়িত্বশীল থাকে।

7- অনাস্থা প্রস্তাব কাকে বলে?

উত্তরঃ-মন্ত্রিসভা সাধারণত লোকসভার কাছে দায়িত্বশীল থাকে । কিন্তু লোকসভার সদস্যরা যদি মন্ত্রিসভার কাজে সন্তুষ্ট না হয়, তাহলে তারা লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে। এই অনাস্থা প্রস্তাব যদি সংখ্যাগরিষ্ঠ লোকসভার সদস্যদের দ্বারা গৃহীত হয় তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।

8- ক্ষমতা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কয়টি তালিকা রয়েছে?

উত্তরঃ-তিনটি ।যথা-(1) কেন্দ্রীয় তালিকা (2) রাজ্য তালিকা (3) যুগ্ম তালিকা।

9- বাজেট কাকে বলে?

 উত্তর-প্রত্যেক আর্থিক বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষের বিবেচনার জন্য পেশ করেন। আয়-ব্যয়ের এই বার্ষিক বিবরণকে বাজেট বলা হয়।

10- মুলতবি প্রস্তাব কাকে বলে?


 উত্তরঃ-নিয়মিত কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রেখে জনস্বার্থ বিষয়ক কোনো জরুরী আলোচনার প্রস্তাবকে মুলতবি প্রস্তাব বলে।

11- ত্রিশঙ্কু বিধানসভা বলতে কী বোঝো?


 উত্তরঃ-নির্বাচনে যদি কোন দলেই রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয় তা পুরাণের ত্রিশঙ্কু মনির অবস্থার সঙ্গে তুলনা করা হয়। একেই ত্রিশঙ্কু বিধানসভা বলে।


12- গিলোটিন কী?


 উত্তরঃ-কোনোরকম আলোচনা ছাড়াই ব্যয় বরাদ্দ বিষয়ক প্রস্তাব গুলিকে ভোট গ্রহণের জন্য পেশ করার প্রক্রিয়াকে  বলা হয় গিলোটিন।

13- মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার অর্থ কী?


 উত্তর-মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার অর্থ হল সরকারকে নিন্দা করা।

14- দৃষ্টি আকর্ষণী প্রস্তাব কাকে বলে?

উত্তর:-যে পদ্ধতির মাধ্যমে জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাকে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বলে।

15- দৃষ্টি আকর্ষণের প্রস্তাব কার কাছে জমা দিতে হয়?


 উত্তর- আইনসভার সচিবের কাছে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব জমা দিতে হয়।


রাষ্ট্রবিজ্ঞান এর অষ্টম অধ্যায় ভারতের আইনবিভাগ থেকে 10 টি কুইজ প্র্যাকটিস 

             

বিষয় 

রাষ্ট্রবিজ্ঞান   

অধ্যায় 

অষ্টম(ভারতের আইন বিভাগ)

প্রশ্ন সংখ্যা 

10 টি

মান

10

মোট সময় 

45 সেকেন্ড/প্রশ্ন 


           

Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 আরো পড়ো-

24 MCQ PRACTICE on Education


আবর্তন ও বিবর্তন এর নিয়ম

Post a Comment

0 Comments