কারক কথার অর্থ কি||কারক কয় প্রকার ও কী কী ||MADHYAMIK KARAK

 



1-কারক কথার অর্থ কি? কারক কয় প্রকার ও কী কী?


কারক শব্দের অর্থ হল- 'সম্পর্ক' অর্থাৎ ক্রিয়াপদের  সঙ্গে অনান্য নামপদের সম্পর্ককেই কারক বলে। আমরা জানি এই কারক মূলত ৬ প্রকার। যথা-


(১) কর্তা কারক (২)কর্ম কারক (৩)করণ কারক (৪)নিমিত্ত কারক (৫)অপাদান কারক এবং (৬)অধিকরণ কারক। 


2- কর্তা কারক কাকে বলে?উদাহরণ দাও।  কর্তা কারক কয় প্রকার ও কী কী?                    


সংজ্ঞা- যে পদ বাক্যে প্রধান হয়ে নিজে কোনো ক্রিয়া সম্পাদন করে তখন সেই পদকে বলা হয় কর্তা। এর অপর নাম কর্তৃ কারক। 

উদাহরণ-রতন সাঁতার কাটে। এখানে রতন কাজটি করছে তাই সে কর্ত।

শ্রেণীবিভাগ:-কর্তা কারক মূলত ১০ প্রকার। যথা-
১.প্রযোজক কর্তা ২ .প্রযোজ্য কর্তা ৩.অনুক্ত কর্তা ৪.ব্যাতিহার কর্তা ৫.সহযোগী কর্ত ৬.নিরপেক্ষ কর্তা ৭.সাধন কর্তা ৮.সমধাতুজ কর্তা ৯.উহ্য কর্তা ১০.বহুক্রিয়ার এক কর্ত ।

3- প্রযোজক কর্তা কাকে বলে?উদাহরণ দাও। 

সংজ্ঞা- যে কর্তা কাজটি নিজে না করে অপরকে দিয়ে কাজটি করে নেন,তাকে প্রযোজক কর্তা বলে।

উদাহরণ -বাবা ছেলেকে দিয়ে বই আনালেন। এখানে বাবা কাজটি নিজে করেনি, তাই 'বাবা '-প্রযোজক কর্তা। 

4- প্রযোজ্য কর্তা কাকে বলে?উদাহরণ দাও। 

সংজ্ঞা-প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করান,তাকে প্রযোজ্য কর্তা বলে। 

উদাহরণ-রতন রামকে দিয়ে টাকা পাঠালেন। এখানে রাম রতনের নির্দেশ পেয়ে কাজটি করেছে। তাই রাম প্রযোজ্য কর্তা। 

 5- অনুক্ত কর্তা কাকে বলে? উদাহরণ দাও। 

সংজ্ঞা-কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না বলে, এই ধরনের কর্তাকে অনুক্ত কর্তা বলে। 

উদাহরণ-তোমার দ্বারা একাজ হবে না। এখানে 'তোমার' হল অনুক্ত কর্তা। 

6- ব্যাতিহার কর্তা কাকে বলে?উদাহরণ দাও। 

সংজ্ঞা-কোনো বাক্যের দুটি কর্তার মধ্যে ক্রিয়া বিনিময় (বিবাদ বা ঝগড়া) বোঝালে, তাদের ব্যতিহার কর্তা বলে। 

উদাহরণ-রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে  'রাজায় রাজায়" ব্যতিহার কর্তা। 

6- সহযোগী কর্তা কারক কাকে বলে?উদাহরণ দাও। 


সংজ্ঞা-কোনো বাক্যের দুটি কর্তা যদি ক্রিয়া সম্পন্ন করে এবং তাদের মধ্যে যদি পারস্পরিক ভাব থাকে তাহলে কর্তা দুটিকে সহযোগী কর্তা বলে। 

উদাহরণ-মা-মেয়ে একসাথে বাজারে যায়। এখানে মা ও মেয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা ভাব রয়েছে, তাই তারা সহযোগী কর্তা। 

7- নিরপেক্ষ কর্তা কারক কাকে বলে? উদাহরণ দাও। 


সংজ্ঞা-বাক্যের অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। 

উদাহরণ-নেহা বিদ্যালয়ে গেলে মা স্নান সারবে। -এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তা হল নেহা তাই সে নিরপেক্ষ কর্তা। 


8- সাধন কর্তা কারক কাকে বলে? উদাহরণ দাও। 


সংজ্ঞা-উপকরণকে কর্তা রূপে ব্যবহার করলে, তাকে সাধন কর্তা বলে। 

উদাহরণ-ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। এখানে "ঢেঁক

 " উপকরণ হয়ে কাজ করছে। তাই 'ঢেঁক'- সাধন কর্তা। 


9-সমধাতুজ কর্তা কারক কাকে বলে?উদাহরণ দাও। 



সংজ্ঞা-কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াটি যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, তবে তাকে সমধাতুজ কর্তা বলে। 

উদাহরণ-খেলোয়াড়টি  ফুটবল খেলছে। এখানে "খেলোয়াড় ও খেলা "-একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তাই 'খেলোয়াড় ' সমধাতুজ কর্তা। 



10- উহ্য কর্তা কাকে বলে?উদাহরণ দাও। 

সংজ্ঞা-বাক্যের মধ্যে যদি কর্তা উল্লেখ করা না হয়, তবে তাকে উহ্য কর্তা বলে। 

উদাহরণ-চলো যাই বনভোজনে। এখানে "আমরা "উহ্য কর্তা। 



More Related Post- 

কর্ম কারকের শ্রেণীবিভাগ।


মাধ্যমিক করণ কারক সম্পর্কে আলোচনা। 

মাধ্যমিক অধিকরণ কারক সম্পর্কে আলোচনা। 

মাধ্যমিক অপাদান কারক সম্পর্কে আলোচনা ।


  

Post a Comment

1 Comments