H.S.POLITICAL SCIENCE ||10 অধ্যায়ঃস্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা||MCQ & SAQ


এক নজরেঃ- পশ্চিমবঙ্গ উচ্চমধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের ঘোষিত সিলেবাসে দশম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা থেকে শুধুমাত্র MCQ এবং SAQ থাকবে।

● চারটি MCQ অর্থাৎ 4 নম্বর এবং 2টি SAQ অর্থাৎ দুই নম্বর।মোট 6 নম্বরের প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে।

● এই 6 নম্বর তোলার জন্য অধ্যায়টি খুঁটিয়ে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ MCQ ও SAQ গুলি খাতায় লিখে রাখতে হবে। তবে তোমাদের সুবিধার্থে সম্ভাব্য গুরুত্বপূর্ণ MCQ ও SAQ গুলি তুলে দেওয়া হল।

● 2022 সালে যে সকল শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের বার্ষিক পরীক্ষায় বসবে তাদের জন্য আমরা পরিশ্রম করে চলেছি। তোমরা ভাল রেজাল্ট করলে আমাদের পরিশ্রম সার্থক হবে।


দশম অধ্যায়ঃ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা থেকে বাছাই করা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর(MCQ)      মান- 1




1➤ "পঞ্চায়েতরাজ" ধারনার স্রষ্টা কে?

ⓐ নেহেরু
ⓑ গান্ধীজী
ⓒ সুভাষচন্দ্র
ⓓ জয়প্রকাশ

2➤ পঞ্চায়েত ব্যবস্থায় সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

ⓐ তিন বছর
ⓑ চার বছর
ⓒ পাঁচ বছর
ⓓ ছয় বছর

3➤ গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কে কী বলা হয়?

ⓐ পঞ্চায়েত
ⓑ গ্রাম কমিটি
ⓒ উন্নয়ন পর্ষদ
ⓓ পৌরসভা

4➤ 73 তম সংবিধান সংশোধন আইন কবে প্রণীত হয়?

ⓐ 1952 সালে
ⓑ 1975 সালে
ⓒ 1986 সালে
ⓓ 1992 সালে

5➤ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে প্রণীত হয়?

ⓐ 1947 সালে
ⓑ 1952 সালে
ⓒ 1973 সালে
ⓓ 1912 সালে

6➤ পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়?

ⓐ 1957 সালে
ⓑ 1958 সালে
ⓒ 1973 সালে
ⓓ 1971 সালে

7➤ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কিরূপ?

ⓐ এক স্তর বিশিষ্ট
ⓑ তিন স্তর বিশিষ্ট
ⓒ 4 স্তর বিশিষ্ট
ⓓ 5 স্তর বিশিষ্ট

8➤ গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর নূন্যতম বয়স কত হওয়া দরকার?

ⓐ 18 বছর
ⓑ কুড়ি বছর
ⓒ একুশ বছর
ⓓ 22 বছর

9➤ গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত?

ⓐ 10 জন
ⓑ 15জন
ⓒ 25 জন 
ⓓ 30 জন

10➤ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?

ⓐ গ্রাম পঞ্চায়েত
ⓑ পঞ্চায়েত সমিতি
ⓒ জেলা পরিষদ
ⓓ ব্লক

11➤ গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর কোনটি?

ⓐ গ্রাম পঞ্চায়েত
ⓑ পঞ্চায়েত সমিতি
ⓒ জেলা পরিষদ
ⓓ কোনোটিই নয়

12➤ গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহবান করেন?

ⓐ পঞ্চায়েত প্রধান
ⓑ বিডিও
ⓒ সভাপতি
ⓓ সভাধিপতি

13➤ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন কাদের দ্বারা?

ⓐ গ্রাম সংসদের
ⓑ মুখ্যমন্ত্রীর দ্বারা
ⓒ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা
ⓓ রাজ্য সরকারের দ্বারা

14➤ "রাস্তায় আলোর ব্যবস্থা করা"- এটি গ্রাম পঞ্চায়েতের কিরূপ কর্তব্য?

ⓐ অবশ্য পালনীয় কর্তব্য
ⓑ ইচ্ছাধীন কর্তব্য
ⓒ অন্যান্য কর্তব্য
ⓓ কোনোটিই নয়

15➤ গ্রাম পঞ্চায়েতের বাজেট অনুমোদন করে কে?

ⓐ প্রধান
ⓑ পঞ্চায়েত সমিতি
ⓒ জেলা পরিষদ
ⓓ মুখ্যমন্ত্রী

16➤ গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন হয় কোন মাসে?

ⓐ জানুয়ারি
ⓑ মার্চ
ⓒ এপ্রিল
ⓓ মে

17➤ পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় কয় মাস অন্তর অন্তর?

ⓐ 6 মাস
ⓑ দুই মাস
ⓒ একমাস
ⓓ তিন মাস

18➤ পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে?

ⓐ প্রধান
ⓑ উপপ্রধান
ⓒ সভাপতি
ⓓ সভাধিপতি

19➤ ন্যায় পঞ্চায়েত কতজন বিচারক নিয়ে গঠিত হয়?

ⓐ দুইজন
ⓑ তিনজন
ⓒ চারজন
ⓓ পাঁচজন

20➤ পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি?

ⓐ গ্রাম পঞ্চায়েত
ⓑ পঞ্চায়েত সমিতি
ⓒ জেলা পরিষদ
ⓓ কোনোটিই নয়

21➤ জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?

ⓐ ভিডিও
ⓑ এসডিও
ⓒ ডিএম
ⓓ সভাধিপতি

22➤ জেলা পরিষদের মুখ্য পদাধিকারী কে?

ⓐ সভাধিপতি
ⓑ সভাপতি
ⓒ ভিডিও
ⓓ ডিএম

23➤ পাসপোর্ট ও ভিসা মঞ্জুর করেন কে?

ⓐ এসডিও
ⓑ ডিএম
ⓒ বিডিও
ⓓ মুখ্যমন্ত্রী

24➤ পশ্চিমবঙ্গে পৌর বিল কবে পাস হয়?

ⓐ 1950 সালে সালে
ⓑ 1986 সালে
ⓒ 1990 সালে
ⓓ 1993 সালে

25➤ ছোট শহরের স্থানীয় সরকারকে কী বলা হয়?

ⓐ পঞ্চায়েত
ⓑ মিউনিসিপ্যালিটি
ⓒ পৌরনিগম
ⓓ পঞ্চায়েত সমিতি

26➤ বর্তমানে পৌরসভার সদস্যদের কি বলা হয়?

ⓐ কাউন্সিলর
ⓑ প্রধান
ⓒ মন্ত্রী
ⓓ সভাপতি

27➤ বরো কথার অর্থ কী?

ⓐ এলাকা
ⓑ পৌরসভা
ⓒ ওয়ার্ড
ⓓ রাজ্য

28➤ কলকাতা কর্পোরেশনের সপরিষদ মেয়র এর সংখ্যা কত?

ⓐ 10 জন
ⓑ 12 জন
ⓒ 15 জন
ⓓ 18 জন

29➤ কলকাতা পৌরনিগম আইন কবে প্রণীত হয়?

ⓐ 1980 সালে
ⓑ 1982 সালে
ⓒ 1990 সালে
ⓓ 1993 সালে

30➤ জেলার জনগণনা আধিকারিক কে?

ⓐ মহকুমা শাসক
ⓑ জেলাশাসক
ⓒ প্রধান
ⓓ বিডিও


সম্ভাব্য অতিসংক্ষিপ প্রশ্ন ও উত্তর (SAQ)  মান -1



1- পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তর-পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- (1) গ্রামীণ ও (2) পৌর।


2- পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি পৌরসভা এবং কয়টি পৌর নিগমের রয়েছে?

 উত্তর পশ্চিমবঙ্গে বর্তমানে 121 টি পৌরসভা এবং কয়টি পৌর নিগমের রয়েছে।


3- পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কী কী?

 উত্তরঃ- পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর তিনটি ।যথা-(1) গ্রাম পঞ্চায়েত (2) পঞ্চায়েত সমিতি এবং (3) জেলা পরিষদ।


4- গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

 উত্তর-গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন গ্রাম প্রধান।


5- গ্রাম পঞ্চায়েতের দুটি প্রধান কাজ উল্লেখ করো।

উত্তর:- (এক) গ্রামাঞ্চলে নলকূপ, কূপ, পুকুর খনন করা এবং রক্ষণাবেক্ষণ করা।

(দুই)  রেশন কার্ড বিতরণ ও সরকারি নির্দেশ অনুযায়ী দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা করা।

6- গ্রাম সভা কাকে বলে?

 উত্তর- প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকে গ্রাম সভা বলে


7- গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো ।

উত্তর- (1) কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দ্বারা দেওয়া অনুদান । (2) জমি,ঘর-বাড়ির উপর আরোপিত কর থেকে সংগৃহীত অর্থ।


8- পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো।

 উত্তর- (1) কৃষিক্ষেত্রে জল-সরবরাহ, জলাশয় নির্মাণ, পুকুর খনন, নর্মদার ব্যবস্থা  ও সংস্কার করা।

(2) প্রাথমিক ও গণশিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক সহায়তা দান।


9- জেলা পরিষদের যেকোনো দুটি কাজের উল্লেখ করো।

 উত্তর- (1) জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা।

 (2) জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাজকর্মের তত্ত্বাবধান করা।


10- জেলা পরিষদের আয়ের উৎসগুলি কী কী?

 উত্তর- (এক) জেলা পরিষদ দ্বারা সংগৃহীত পথকর প্রভৃতি। (দুই) পঞ্চায়েত সমিতি অথবা যে কোনো স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা আরোপিত দান-অনুদান।


11- পৌরসভা কথার অর্থ কী?

 উত্তর - পৌরসভার অর্থ হলো শহরের স্থানীয় সরকার।

12- পৌরসভা কাকে বলে ?

উত্তর- নির্বাচিত কাউন্সিলর ও রাজ্য সরকারের দ্বারা মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত কাউন্সিলর পরিষদকে পৌরসভা বলা হয়।


13- পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি পৌর কর্তৃপক্ষ রয়েছে ও কী কী?

 

উত্তর- পশ্চিমবঙ্গে বর্তমানে 3টি পৌর কর্তৃপক্ষ রয়েছে। যথা- (1) পৌরসভা (2) স্ববপরিষদ চেয়ারম্যান এবং (3)চেয়ারম্যান।

14- বরো কমিটি কী?

 উত্তর-বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হল বড় কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা ও কার্যাবলী রাজ্য সরকারের দ্বারা নির্ধারিত হয় । বর্তমানে কলকাতা পৌরসভার 144 টি ওয়ার্ড 15 টি বরোতে বিভক্ত হয়েছে।


15- পৌরসভার আয়ের উৎস কী কী?


 উত্তর- (এক) নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত অর্থ ।(দুই) রাজ্য সরকারের দেওয়া আর্থিক সহায়তা।


16- খুদে জেলাশাসক কাকে বলা হয়?


 উত্তরঃ- খুদে জেলাশাসক বলা হয় মহকুমা শাসককে(SDO)।


17- পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহকুমা কোনটি?


 উত্তরঃ- পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহাকুমা হল ব্যারাকপুর মহকুমা।


18- মেয়র কাকে বলে ?


উত্তর- মিউনিসিপাল কর্পোরেশনের প্রধানকে মেয়র বলা হয়।


19- কলকাতা কর্পোরেশনের বর্তমানে মোট কতজন কাউন্সিলর রয়েছেন?


 উত্তর- 2017 সালের হিসাব অনুযায়ী কলকাতা কর্পোরেশনে 144 জন কাউন্সিলর রয়েছে।


20- মেয়রের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর?


 উত্তর- মেয়রের সাধারণ কার্যকালের মেয়াদ পাঁচ বছর।


আরো পড়ো-

রাষ্ট্রবিজ্ঞান ভারতের আইন বিভাগ mcq

Post a Comment

0 Comments