উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক||গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন ও উত্তর

 বি:দ্র:- পর্ষদের ঘোষিত নতুন Reduce সিলেবাস অনুযায়ী উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায় থেকে এ বছরের বার্ষিক (2022) পরীক্ষায় 4 টি নৈর্ব্যক্তিক প্রশ্ন(MCQ) ও 4 টি সংক্ষিপ প্রশ্ন(SAQ) থাকবে। 

●এছাড়াও এই অধ্যায়ের উপর Quiz Set দেওয়া হল। যা অনুশীলন করে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।

● আমরা এই "আন্তর্জাতিক সম্পর্ক" অধ্যায়ের  গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর তৈরি করলাম তোমাদের কথা ভেবে। তোমরা উপকৃত হলে আমাদের পরিশ্রম অবশ্যই সার্থক হবে। 


 দেখে নাও গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন ও উত্তর "রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক" অধ্যায় থেকে 



■ Mcq                                      মান 1


 📚দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে ?


উত্তর -ম্যাকিয়াভেলি।


📚" অর্থশাস্ত্রের"- রচয়িতা কে ?


উত্তর -কৌটিল্য ।


📚"জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্র নীতির মুখ্য ধারণা"- বক্তা কে?


উত্তর -জোসেফ ফ্রাঙ্কেল


📚  বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কবে গঠিত হয়?


 উত্তর 1995 সালে।


📚 আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে কোনটি?


 উত্তর- সার্বভৌম রাষ্ট্র ।


📚 বিশ্বায়নের মাধ্যমে মুক্ত দুনিয়ার স্বপ্ন দেখেছেন কে?


 উত্তর- উদারপন্থীরা ।


📚 বিশ্বায়নকে "দারিদ্র্যের বিশ্বায়ন" বলে অভিহিত করেছেন কে ?


উত্তর-জোসেফ স্টিগলিৎস্।


📚 বিশ্বায়ন কথাটি চালু হয়েছে কোন সময়ে?


 উত্তর -নয়ের দশক থেকে ।


📚 আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতিকে সমার্থক বলে মনে করতেন কে ?


উত্তর -হ্যান্ডস জে মরগেনথাউ। 


📚  দ্বিমেরু রাজনীতির অবসান কবে ঘটে ?


উত্তর- 1991 সালে।


📚  দ্য গ্রেট ইলিউশন গ্রন্থটির রচয়িতা কে?


 উত্তর- নর্মান এঞ্জেল।


📚 ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটির লেখক কে?


 উত্তর -এন.জে.প্যাদেলফোর্ড ও জি. এন. লিংকন।


📚"ওয়েস্টফেলিয়া" চুক্তি কবে স্বাক্ষরিত হয়?


 উত্তর- 1648 সালে ।


📚 মার্কিন রাষ্ট্রপতি উইলসনের 14 দফা প্রস্তাব কবে উত্থাপিত হয়?


 উত্তর-1918 সালের 8 ই জানুয়ারি ।


📚 আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কে?


 উত্তর -কেনেথ ওয়ালজ।


📚জোসেফ ফ্রাঙ্কেল জাতীয় শক্তির উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করেছেন?


 উত্তর -ছয় ভাগে। 


📚 জাপান কবে রাশিয়ার মতো বড় রাষ্ট্রকে পরাজিত করেছিল ?


উত্তর -1904 সালে ।


📚 চীনে কত সালে কমিউনিস্টরা ক্ষমতায় আসে?


 উত্তর 1949 সালে ।


📚 পাকিস্তান সিয়াটোর সদস্যপদ কত সালে লাভ করে?


 উত্তর -1954 সালে ।


📚 আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কে ?


উত্তর- মরগেনথাউ ।


📚 জাতিসংঘ কবে গড়ে ওঠে?


 উত্তর-  1920 সালে। 


📚 হেগ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?


উত্তর-1931 সালে ।


📚 সোভিয়েত ইউনিয়নের পতনের পর কীরূপ বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে?


 উত্তর- একমেরুকেন্দ্রিক।


📚 "রাজনীতি শক্তিনির্ভর"- বক্তা কে ?


উত্তর -ই.এইচ .কার।


📚 ঠান্ডা লড়াইয়ের উদ্ভব কবে হয়?


উত্তর-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।


উচ্চমাধ্যমিক "রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক" প্রথম অধ্যায়ের সংক্ষিপ প্রশ্ন ও উত্তর       মান- 1

 


■ এক বাক্যে উত্তর দাও            মান 1

📖 বিশ্বায়ন কাকে বলে?


 উত্তর -জসেফ স্টিগলিৎসের মতে- বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে নিবিড় সংযোগ সাধনের প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।


📖 ক্ষমতা  বা শক্তি কাকে বলে?


উত্তর- জোসেফ ফ্রাঙ্কেল -এর মতে অন্যের মন ও কাজকে নিয়ন্ত্রণ করে কাঙ্খিত সামর্থ্য  লাভকে ক্ষমতা বা শক্তি বলে।


📖 ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো।


 উত্তর -ক্ষমতার একটি বৈশিষ্ট্য হলো ক্ষমতার সঙ্গে শুধুমাত্র বলপ্রয়োগের মত নেতিবাচক ধারণা জড়িত থাকে না ।


📖 প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কী বোঝো?


 উত্তর -সাধারণভাবে যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টিকে জাতীয় স্বার্থ বলে।


📖 আন্তর্জাতিক রাজনীতি কী?


 উত্তর- আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ পামার এবং পারকিনসের মতে আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সমাজের রাজনীতি। 


 📖 কূটনীতি কাকে বলে?


 উত্তর -জাতীয় রাষ্ট্রগুলি যে নীতির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভূমিকা নির্ধারণ করে তাকে কূটনীতি বলা হয়।


📖  ঠান্ডা লড়াই কী?


 উত্তর -দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক দেশগুলির মধ্যে উত্তেজনা অবিশ্বাস এবং মনস্তাত্ত্বিক বিরোধের ফলে যে চরম পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে ঠান্ডা লড়াই বলে। 


📖 WTO এর পুরো নাম কী? 


উত্তর ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন। 


📖 IMF এর পুরো নাম কী?


উত্তর- ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড।


📖 NATO- এর পুরো নাম কী?


উত্তর-নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।

📖 গৌণ জাতীয় স্বার্থ কাকে বলে?


 উত্তর- একটি জাতির অস্তিত্ব রক্ষা সঙ্গে জড়িত না হলেও যেসব স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য বলে বিবেচিত হয় সেগুলি হল গৌণ জাতীয় স্বার্থ।


📖 বিশ্বায়ন ধারণার প্রবর্তক কে?


উত্তর- বিশ্বায়ন ধারণার প্রবর্তক হলেন রোনাল্ড রবার্টসন। 


আন্তর্জাতিক সম্পর্ক Online mock test 2022


MOCK TEST দেওয়ার নিয়মাবলী:- 

1- প্রথমে  Start quiz বোতামে চাপ দিতে হবে। 

2- তোমাদের সামনে যে প্রশ্ন খুলে যাবে, তাতে চারটি বিকল্প দেওয়া আছে। 


3-সঠিক বিকল্পটি বেছে নিয়ে Next question এ ক্লিক করতে হবে। 


4- তোমার প্রশ্নের উত্তর সঠিক হলে নীল রং দেখাবে। আর যদি ভুল হয় তাহলে লাল রং দেখাবে। 


5-প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা 50 সেকেন্ড সময় পাবে। সেই সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 


6-মোট 10 টি প্রশ্নের জন্য 10 নম্বর আছে। সবার শেষে নিজেদের স্কোর দেখতে পাবে।



Para Suna নিয়ে এসেছে তোমাদের জন্য "রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক" অধ্যায়ের উপর Online mock test. মকটেস্ট কেন দেওয়া প্রয়োজন?

কারণঃ-1-নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। 

2-ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাসের পাশাপাশি অধ্যায় অনুযায়ী মকটেস্ট দেওয়ার সুযোগ। 

3- পড়াশোনার গতি বা বিস্মৃতি যাতে না আসে।

4- মকটেস্ট দিলে পড়াশোনার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। 


"আন্তর্জাতিক সম্পর্ক " অধ্যায়ের   মকটেস্ট কেন দেওয়া প্রয়োজন 


1-অধ্যায়টির প্রস্তুতি কেমন হয়েছে জানার জন্য। 

2-রাষ্ট্রবিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। 

3-এই অধ্যায় থেকেই 4টি MCQ  আসবে।

4- রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে Fullmarks পাওয়ার জন্য। 

            



                 রাষ্ট্রবিজ্ঞান Quiz 






Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 আরো পড়ো-

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর


Post a Comment

0 Comments