উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান |মুদালিয়র কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন |MCQ & SAQ WITH PDF

 পড়াশোনাঃ উচ্চমাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ঃ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র শিক্ষা কমিশন থেকে MCQ,SAQ ও রচনাধর্মী প্রশ্ন আসে। তাই তোমাদের কথা ভেবেই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর গুলি তুলে ধরা হয়েছে।


● উচ্চমাধ্যমিকের পাঠ্য কমিশন গুলি গ্রুপ-বি এর অন্তর্ভুক্ত।এই গ্রুপে 9 টি MCQ এবং 5টি SAQ থাকে। অর্থাৎ মোট 14 নম্বর ।আমাদের লক্ষ তোমরা যাতে 14 তে 14 তুলতে পারো। তার জন্যই আমাদের এই প্রচেষ্টা।


● তোমাদের পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে। তাই অযথা সময় নষ্ট না করে MCQ, SAQ ও রচনাধর্মী প্রশ্ন-উত্তরগুলি পড়া শুরু করে দাও । তোমরা আমাদের দেওয়া ওয়েব সাইট থেকে প্রশ্ন-উত্তর গুলির পিডিএফ ডাউনলোড করে রাখতে পারো।


● কোন প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকলে বা জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে জিজ্ঞাসা করতে পারো।



উচ্চমাধ্যমিকের ষষ্ঠ অধ্যায়ঃ মাধ্যমিক শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ 


1- মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

উত্তরঃ- ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র।

2- মুদালিয়র কমিশনের সম্পাদক কে ছিলেন?

 উত্তর:- অনাথ নাথ বসু ।

3- মুদালিয়র কমিশনের অপর নাম কি ?

উত্তরঃ-মাধ্যমিক শিক্ষা কমিশন ।

4- মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য কতজন ছিলেন?

 উত্তরঃ- 9 জন ।

5- মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কয়জন ছিলেন?

 উত্তরঃ- দুইজন ।

6- মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদি শিক্ষার মেয়াদ কত বছরের হবে?

 উত্তরঃ- 4 বা 5 বছর।

7- মাধ্যমিক শিক্ষা কমিশন ঐচ্ছিক বিষয় গুলিকে কয়টি প্রবাহে বিভক্ত করেছেন ?

উত্তরঃ- সাতটি প্রবাহ।

8-  মাধ্যমিক শিক্ষা কমিশনের সঙ্গীত ও নৃত্য কোন বিষয়ের অন্তর্ভুক্ত?

 উত্তর চারুকলা।

9-  কমিশনের সুপারিশ অনুযায়ী পুষ্টি ও রন্ধন শিক্ষা কোন বিষয়ের অন্তর্ভুক্ত?

 উত্তরঃ- গার্হস্থ্য বিজ্ঞান বিষয়।

10- স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত কমিটির নাম কী?

উত্তরঃ- তারাচাঁদ কমিটি ।

11- মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়

উত্তরঃ-1952 সালে।

12- শ্রীমতি হংস মেহেতা কোন কমিশনের সদস্য ছিলেন?

উত্তরঃ- মাধ্যমিক শিক্ষা কমিশন ।

13- মুদালিয়র কমিশনের বিদেশী শিক্ষাবিদ কে ছিলেন?

 উত্তরঃ- জন কৃষ্টি।

14- মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কী?

উত্তরঃ- রাজ্যের শিক্ষা আধিকারিক।

15- মুদালিয়র কমিশনের প্রতিবেদন কবে সরকারের কাছে পেশ করা হয়?

 উত্তরঃ- 1953 সালে ।

16-মুদালিয়ার কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি কীরূপ?

 উত্তরঃ- 5+3+3= 11 বছর।

17- কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের কথা বলেন ?

উত্তর মুদালিয়ার কমিশন।

18- মাধ্যমিক পরীক্ষায় নম্বরের পরিবর্তে সাংকেতিক পদ্ধতির কথা কোন কমিশন বলে ?

উত্তরঃ- মাধ্যমিক শিক্ষা কমিশন ।

19- কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা কয়টি ভাষা শিখবে ?

উত্তরঃ- দুইটি ।

20- মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা পছন্দমত প্রবাহ নির্বাচনের সক্ষম ছিল ?

উত্তরঃ- নবম শ্রেণী।

21- মুদালিয়র কমিশনের মতে নিম্ন মাধ্যমিক শিক্ষা কাল কয় বছরের হবে?

 উত্তরঃ তিন বছরের।



মুদালিয়র শিক্ষা কমিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়



বিষয়  তথ্য 
মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন1952 সালের 23 শে সেপ্টেম্বর । 
মোট সদস্য 9 জন।
বিদেশি সদস্য 2জন।(1) ডঃ কিনেথ রাস্ট উইলিয়াম,(2)জন ক্রিস্টি।
ভারতীয় সদস্য (1)ডঃ কৃষ্ণস্বামী মুদালিয়র(সভাপতি) ,(2)ডঃ অনাথ নাথ বসু(সম্পাদক),
(3) শ্রী হংস মেহেতা(4) ডক্টর কে.এস .শ্রীমানী,
(5)শ্রী জে এ তারপরভেলা,(6)শ্রী এস টি ব্যাস,
(7)শ্রী কে জি সঙ্গদিয়ান
কমিশনের রিপোর্ট 311 পৃষ্ঠা। অধ্যায়:-16 টি
কমিশনের লক্ষ্য সুনাগরিক তৈরি করা ।



 উচ্চমাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর -

1- মুদালিয়ার কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য উল্লেখ করো।


উত্তরঃ-  মুদালিয়র কমিশন কর্তৃক মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল- (1) প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য সুনাগরিক গড়ে তোলা এবং (2) যুবসমাজের চরিত্র গঠন করা।


2-AICTE-এর পুরো কথাটি লেখো।


উত্তরঃ- All India Council For Technical Education. 


3- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মুদালিয়র কমিশন কোন কোন বিষয়ে পড়ানোর সুপারিশ করেছিল?


উত্তরঃ- মুদালিয়ার কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে যে সকল বিষয় পড়ানো সুপারিশ করেছিল সেগুলি হল - ভাষা, সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত, কলাবিদ্যা, শিল্প এবং শারীর বিজ্ঞান ।


4- মাধ্যমিক শিক্ষায় সপ্ত প্রবাহ কী?


 উত্তরঃ মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার বিষয় হিসেবে যা যা উল্লেখ করেছেন , সেগুলিকে সপ্ত প্রবাহ বলা হয়।


5- ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়র কমিশন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত বলেছিল?


উত্তরঃ- ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়র কমিশন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত স্থির করে 1:40 ।


6- মুদালিয়ার কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে কী কী ভাষা শেখার সুপারিশ করেছিল?


 উত্তরঃ- মুদালিয়র কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে দুটি ভাষা শেখার সুপারিশ করেছিল । যথা-(এক) মাতৃভাষা এবং (দুই) হিন্দি বা ইংরেজি বা সংস্কৃত।


7- নারী শিক্ষা বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশ কী ছিল?


উত্তরঃ- মুদালিয়ার কমিশনের মতে মেয়েদের শিক্ষা ছেলেদের সঙ্গে সমান ভাবে চলবে। তাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞানের সুপারিশ করা হয়, সেই সঙ্গে বিশেষ করে অনুন্নত অঞ্চলগুলিতে সরকারি তরফে পৃথক বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়।


8- মুদালিয়ার কমিশন শিক্ষক-শিক্ষণের জন্য কি সুপারিশ করে?

 উত্তরঃ- মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ শিক্ষক-শিক্ষিকার জন্য শিক্ষণের কাল দুই বছর এবং স্নাতক শিক্ষকদের জন্য এক বছরের শিক্ষণ কোর্সের প্রস্তাব দিয়েছিল।


9- মুদালিয়ার কমিশনের প্রস্তাবে বহুমুখী বিদ্যালয় বলতে কী বোঝানো হয়েছে?


 উত্তরঃ- মুদালিয়র কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, যে সমস্ত বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রুচি, সামর্থ্য ও প্রবণতা অনুযায়ী সাধারণ ও বিশেষধর্মী শিক্ষা লাভ করতে পারে, তাদের বহুমুখী বিদ্যালয় বলা হয়।


10- মাধ্যমিক শিক্ষাবোর্ড কেন গঠন করা হয়?


 উত্তরঃ- মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য প্রতিটি রাজ্যের শিক্ষা অধিকর্তার সভাপতিত্বে কারিগরি ও বৃত্তি শিক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়।


11-Cumulative Record Card - কী?


উত্তরঃ- মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীর মানোন্নয়ন সম্পর্কে যে বিবরণ পত্র লেখা হতো তাকে CRC বা Cumulative Record Card বলা হয়।


12- কতজন সদস্য নিয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়?


 উত্তর:- 10 জন কারিগরি ও বৃত্তি শিক্ষা বিষয়ে 25 জন বিশেষজ্ঞ ব্যক্তিকে নিয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়।


13- মুদালিয়র কমিশন পরীক্ষায় নম্বর প্রদানের জন্য কোন পদ্ধতি চালু করে?


 উত্তরঃ- মুদালিয়র কমিশন পরীক্ষায় নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছিল ।যেমন 'A' অতি উত্তম ,'B' উত্তম ,'C' সাধারণ, 'D' মন্দ, 'E' অতিমন্দ ।


CLICK HERE  DOWNLOAD PDF 



Read more.....

চব্বিশটি শিক্ষা বিজ্ঞান এর mcq

শিক্ষাবিজ্ঞানের মক টেস্ট

শিক্ষা বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ঃ রাশিবিজ্ঞান

Post a Comment

0 Comments