ভারতের রাষ্ট্রপতির নামের তালিকা||Name Of The President Of India

 Name Of The President:- ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের সর্বোচ্চ স্তরে রয়েছে রাষ্ট্রপতি। লোকসভা, রাজ্যসভার সদস্য,বিধানসভার বিধায়ক দ্বারা এবং পরোক্ষ ভোটদানের পদ্ধতিতে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার দ্বারা পরিচালিত হন রাষ্ট্রপতি।তাই ভারতের রাষ্ট্রপতিকে বলা হয় 'নামসর্বস্ব শাসক'। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন রামনাথ কোবিন্দ। 2017 সালের 25 জুলাই চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন তিনি। 


ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা উচিত? জেনে নিন এক নজরে -


যোগ্যতাঃ- ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কী কী যোগ্যতা দরকার তা ভারতের সংবিধানের 58 নং ধারায় উল্লেখ করা হয়েছে। যেমন-

(এক) ভারতের নাগরিক হতে হবে।


(দুই) কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে।


(তিন) লোকসভার সদস্য হওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে।


 (চার) কেন্দ্র ও রাজ্য আইনসভার সদস্য পদে থাকতে পারবেন না ।


(পাঁচ) তিনি কোনো রকম সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।


(ছয়) রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম 50 জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত এবং 50 জন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে।


(সাত) প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 15000 টাকা ফি বাবদ জামানত হিসেবে দিতে হবে ।




ভারতের রাষ্ট্রপতির নামের তালিকা। দেখে নিন এক ঝলকে-




রাষ্টপতির নামকার্যভার গ্রহণকার্যভার ত্যাগ
রাজেন্দ্র প্রসাদ26 জানুয়ারি 195012 মে 1962
সর্বপল্লী রাধাকৃষ্ণাণ13 মে 196213 মে 1967
জাকির হোসেন13 মে 19673 মে 1969
ভি ভি গিরি(অস্থায়ী)3 মে 196920 জুলাই 1969
মহম্মদ হিদায়েতুল্লা(অস্থায়ী)20 জুলাই 196924 আগস্ট 1969
ভি ভি গিরি24 আগস 196924 আগস্ট 1974
ফখরুদ্দিন আলি আহমেদ11 ফেব্রুয়ারি 197411 ফেব্রুয়ারি 1977
বি ডি জাট্টি (অস্থায়ী)11 ফেব্রুয়ারি 197725 জুলাই 1977
এন এস রেড্ডি25 জুলাই 197725 জুলাই 1982
জৈল সিং25 জুলাই 198225 জুলাই 1987
আর ভেঙ্কট রামন25 জুলাই 198725 জুলাই 1992
শংকর দয়াল শর্মা25 জুলাই 199225 জুলাই 1997
কে আর নারায়ণন25 জুলাই 199725 জুলাই 2002
এ পি জে আবদুল কালাম25 জুলাই 200225 জুলাই 2007
প্রতিভা পাটিল25 জুলাই 200725 জুলাই 2012
প্রণব মুখোপাধ্যায়25 জুলাই 201225 জুলাই 2017
রামনাথ কোবিন্দ25 জুলাই 2017বর্তমান
পঞ্চদশ রাষ্ট্রপতিনির্বাচিত হননিনির্বাচিত হননি

 


দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান "ভারতের রাষ্ট্রপতির নামের তালিকা" থেকে কেমন প্রশ্ন আসতে পারে? তার নমুনা দেওয়া হলো নিম্নে -


1. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ।

2. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?

 উত্তরঃ- প্রতিভা পাটিল।

3. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ- কে আর নারায়ণন।

4. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন?

 উত্তরঃ- প্রণব মুখোপাধ্যায়।

5. কত সালে রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন?

 উত্তর:- 2017 সালে 25 শে জুলাই।


More Related Post- 








Post a Comment

0 Comments