দ্বাদশ শ্রেণীর ইতিহাস | প্রথম অধ্যায় ছোট প্রশ্ন উত্তর | অতীতকে স্মরণ

 ড়াশোনাঃ- দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় " অতীত স্মরণ "থেকে অতি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন-উত্তর তুলে ধরা হলো। অতীত স্মরণ অধ্যায় থেকে MCQ থাকবে 3 টি এবং SAQ থাকবে    3 টি এবছরের পরীক্ষায়। নতুন ঘোষিত সিলেবাস অনুযায়ী অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন থাকবে না।


● অপ্রোজনীয় অতিরিক্ত প্রশ্ন দিয়ে কন্টেন্ট পূরণ করা হয়নি। একমাত্র পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য বাছাই করা mcq গুলি দেওয়া হয়েছে। আবার বাছাই করা সম্ভাব্য SAQ দেওয়া হয়েছে।


● উচ্চমাধ্যমিকের ইতিহাসে ভালো রেজাল্ট করার অন্যতম উপায় হল mcq ও saqএর উপর অধিক গুরুত্ব দেওয়া। যদি চব্বিশটি mcq ও 16 টি saq সঠিকভাবে উত্তর দেওয়া যায়। তাহলে 50% নাম্বার এমনিতেই পাওয়া হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই ইতিহাসের ছোট প্রশ্ন উত্তরের উপরে গুরুত্ব দেবে।


দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট প্রশ্ন উত্তর(MCQ)


1➤ মিউজিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

2➤ " ছেড়ে আসা গ্রাম'"- কার লেখা?

3➤ 'হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচয়িতা কে?

4➤ ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে

5➤ পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়?

6➤ "জীবনের জলসাঘরে"- কী ধরনের রচনা?

7➤ "সব ইতিহাসই সমকালীন ইতিহাস"- এটি কার উক্তি?

8➤ 'দ্য প্রিন্স অব ওয়েলস'- মিউজিয়াম কোথায় অবস্থিত?

9➤ "দেশভাগ"- গ্রন্থের লেখক কে?

10➤ "জাতি গর্বের তত্ত্ব"- কে তুলে ধরেছেন?

11➤ "হোয়াট ইজ হিস্ট্রি"- গ্রন্থের লেখক কে?

12➤ 'মিথ'- শব্দটি এসেছে 'মিথোস'- থেকে এটি কোন ভাষার শব্দ?

13➤ "রাজতরঙ্গিনী"- গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?

14➤ "ইতিহাস একটি বিজ্ঞান এর কম নয়, আবার বেশিও নয়"-বক্তা কে?

15➤ রাজ তরঙ্গিনী কার লেখা?

16➤ "একাত্তরের ডায়েরী"- স্মৃতিকথার লেখক কে?

17➤ "পঞ্চতন্ত্র"- কার লেখা?

18➤ "ছেড়ে আসা গ্রাম"- গ্রন্থটির লেখক কে?

19➤ মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

20➤ পৃথিবীর কোথায় সর্বাধিক জাদুঘর আছে?




"অতীত স্মরণ " উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর

1- ভারতে কে প্রথম জনশ্রুতির সংকলন গ্রন্থ প্রকাশ করেন?


 উত্তর:-  1892 সালে উইলিয়াম কেরি সর্বপ্রথম জনশ্রুতির সংকলন গ্রন্থ 'ইতিহাসমালা' প্রকাশ করেন।


2- মৌখিক ঐতিহ্য কাকে বলা হয় ?


উত্তর:? দীর্ঘকালব্যাপী লোকমুখে প্রচলিত এবং এক প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতির প্রবাহকে মৌখিক ঐতিহ বলা হয়।


3- কবে লুভর মিউজিয়াম নির্মিত হয় ?


উত্তর- 1793 সালে লুভর মিউজিয়াম নির্মিত হয়।


4- জনশ্রুতি বলতে কী বোঝো ?


উত্তর- যে সকল অতীত ঘটনা বংশপরম্পরায় লোক মুখে ছড়িয়ে পড়ে তা জনশ্রুতি নামে পরিচিত ।এই সকল ঘটনাগুলোতে তারিখের যথার্থতা থাকেনা ।


5- পৌরাণিক কাহিনী বা মিথ কাকে বলে ?


উত্তরঃ- গ্রিক শব্দ Muthos  থেকে Myth শব্দটি এসেছে। প্রাচীনকালে মানুষ বিভিন্ন অলৌকিক ঘটনা বা কাহিনী রচনা করে এবং পরবর্তী সময়ে সেগুলি প্রজন্মব্যাপী প্রচারিত হতে থাকে । এগুলিকে পৌরাণিক কাহিনী বা উপ কথা বলা হয়।


6- গীতিকা বলতে কী বোঝো?


 উত্তরঃ- নাটকীয় ভঙ্গিতে শুরু করে গাওয়া গল্পগুলি গীতিকা নামে পরিচিত। ইংরেজিতে গীতিকা ব্যাল্যাড নামে পরিচিত।


7- চলমান জাদুঘর কাকে বলে ?


উত্তরঃ- কোনো সময় যখন কোনো যন্ত্রের সাহায্যে বিভিন্ন ঐতিহাসিক নির্দেশনা নানান জায়গায় দর্শকের সামনে প্রদর্শন করা হয়,তখন তাকে চলমান জাদুঘর বলা হয়।



8- মিথ এবং স্মৃতিকথার মধ্যে একটি পার্থক্য লেখো।


 উত্তরঃ- মিথের কাহিনীগুলি অধিকাংশই কল্পকথা। কিন্তু স্মৃতিকথার কাহিনীগুলি আসলে অতীতের বাস্তব ঘটনা সমূহ।


9- কার আমলে রাজকীয় সংরক্ষণ প্রথম বিকাশ লাভ করে?


 উত্তরঃ- হাঙ্গেরির রাজা প্রথম ম্যাথিয়াসের আমলে রাজকীয় সংরক্ষণ প্রথম বিকাশ লাভ করে।


10- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি এবং এটি কোথায় প্রতিষ্ঠিত হয়?


 উত্তর এননিগালদি নান্নার মিউজিয়ামকে পৃথিবীর প্রাচীনতম জাদুঘর বলা হয় ।এটি মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) প্রতিষ্ঠিত হয়েছিল।


আরো পড়ো.....






উচ্চমাধ্যমিকের ইতিহাসের নাম্বার বিভাজন জানতে CLICK HERE  -HISTORY MARK OF DISTRIBUTION 

Post a Comment

2 Comments