পড়াশোনাঃ- দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় " অতীত স্মরণ "থেকে অতি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন-উত্তর তুলে ধরা হলো। অতীত স্মরণ অধ্যায় থেকে MCQ থাকবে 3 টি এবং SAQ থাকবে 3 টি এবছরের পরীক্ষায়। নতুন ঘোষিত সিলেবাস অনুযায়ী অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন থাকবে না।
● অপ্রোজনীয় অতিরিক্ত প্রশ্ন দিয়ে কন্টেন্ট পূরণ করা হয়নি। একমাত্র পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য বাছাই করা mcq গুলি দেওয়া হয়েছে। আবার বাছাই করা সম্ভাব্য SAQ দেওয়া হয়েছে।
● উচ্চমাধ্যমিকের ইতিহাসে ভালো রেজাল্ট করার অন্যতম উপায় হল mcq ও saqএর উপর অধিক গুরুত্ব দেওয়া। যদি চব্বিশটি mcq ও 16 টি saq সঠিকভাবে উত্তর দেওয়া যায়। তাহলে 50% নাম্বার এমনিতেই পাওয়া হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই ইতিহাসের ছোট প্রশ্ন উত্তরের উপরে গুরুত্ব দেবে।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট প্রশ্ন উত্তর(MCQ)
2➤ " ছেড়ে আসা গ্রাম'"- কার লেখা?
3➤ 'হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচয়িতা কে?
4➤ ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে
5➤ পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়?
6➤ "জীবনের জলসাঘরে"- কী ধরনের রচনা?
7➤ "সব ইতিহাসই সমকালীন ইতিহাস"- এটি কার উক্তি?
8➤ 'দ্য প্রিন্স অব ওয়েলস'- মিউজিয়াম কোথায় অবস্থিত?
9➤ "দেশভাগ"- গ্রন্থের লেখক কে?
10➤ "জাতি গর্বের তত্ত্ব"- কে তুলে ধরেছেন?
11➤ "হোয়াট ইজ হিস্ট্রি"- গ্রন্থের লেখক কে?
12➤ 'মিথ'- শব্দটি এসেছে 'মিথোস'- থেকে এটি কোন ভাষার শব্দ?
13➤ "রাজতরঙ্গিনী"- গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?
14➤ "ইতিহাস একটি বিজ্ঞান এর কম নয়, আবার বেশিও নয়"-বক্তা কে?
15➤ রাজ তরঙ্গিনী কার লেখা?
16➤ "একাত্তরের ডায়েরী"- স্মৃতিকথার লেখক কে?
17➤ "পঞ্চতন্ত্র"- কার লেখা?
18➤ "ছেড়ে আসা গ্রাম"- গ্রন্থটির লেখক কে?
19➤ মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
20➤ পৃথিবীর কোথায় সর্বাধিক জাদুঘর আছে?
"অতীত স্মরণ " উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর
1- ভারতে কে প্রথম জনশ্রুতির সংকলন গ্রন্থ প্রকাশ করেন?
উত্তর:- 1892 সালে উইলিয়াম কেরি সর্বপ্রথম জনশ্রুতির সংকলন গ্রন্থ 'ইতিহাসমালা' প্রকাশ করেন।
2- মৌখিক ঐতিহ্য কাকে বলা হয় ?
উত্তর:? দীর্ঘকালব্যাপী লোকমুখে প্রচলিত এবং এক প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতির প্রবাহকে মৌখিক ঐতিহ বলা হয়।
3- কবে লুভর মিউজিয়াম নির্মিত হয় ?
উত্তর- 1793 সালে লুভর মিউজিয়াম নির্মিত হয়।
4- জনশ্রুতি বলতে কী বোঝো ?
উত্তর- যে সকল অতীত ঘটনা বংশপরম্পরায় লোক মুখে ছড়িয়ে পড়ে তা জনশ্রুতি নামে পরিচিত ।এই সকল ঘটনাগুলোতে তারিখের যথার্থতা থাকেনা ।
5- পৌরাণিক কাহিনী বা মিথ কাকে বলে ?
উত্তরঃ- গ্রিক শব্দ Muthos থেকে Myth শব্দটি এসেছে। প্রাচীনকালে মানুষ বিভিন্ন অলৌকিক ঘটনা বা কাহিনী রচনা করে এবং পরবর্তী সময়ে সেগুলি প্রজন্মব্যাপী প্রচারিত হতে থাকে । এগুলিকে পৌরাণিক কাহিনী বা উপ কথা বলা হয়।
6- গীতিকা বলতে কী বোঝো?
উত্তরঃ- নাটকীয় ভঙ্গিতে শুরু করে গাওয়া গল্পগুলি গীতিকা নামে পরিচিত। ইংরেজিতে গীতিকা ব্যাল্যাড নামে পরিচিত।
7- চলমান জাদুঘর কাকে বলে ?
উত্তরঃ- কোনো সময় যখন কোনো যন্ত্রের সাহায্যে বিভিন্ন ঐতিহাসিক নির্দেশনা নানান জায়গায় দর্শকের সামনে প্রদর্শন করা হয়,তখন তাকে চলমান জাদুঘর বলা হয়।
8- মিথ এবং স্মৃতিকথার মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তরঃ- মিথের কাহিনীগুলি অধিকাংশই কল্পকথা। কিন্তু স্মৃতিকথার কাহিনীগুলি আসলে অতীতের বাস্তব ঘটনা সমূহ।
9- কার আমলে রাজকীয় সংরক্ষণ প্রথম বিকাশ লাভ করে?
উত্তরঃ- হাঙ্গেরির রাজা প্রথম ম্যাথিয়াসের আমলে রাজকীয় সংরক্ষণ প্রথম বিকাশ লাভ করে।
10- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি এবং এটি কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর এননিগালদি নান্নার মিউজিয়ামকে পৃথিবীর প্রাচীনতম জাদুঘর বলা হয় ।এটি মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) প্রতিষ্ঠিত হয়েছিল।
আরো পড়ো.....
2 Comments
PDF
ReplyDeleteNice
Delete