মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃMCQ & SAQ || সংঘবদ্ধতার গোড়ার কথাঃবৈশিষ্ট ও বিশ্লেষণ

 ড়াশোনাঃ-মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়ঃ সংঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে বাছাই করা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর ( MCQ & SAQ) দেওয়া হল। এছাড়াও ব্যাখ্যা -বিবৃতি , শুদ্ধ- অশুদ্ধ,স্তম্ভ মেলাও, সংক্ষিপ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে । নিবিড় অনুশীলন করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। 

Parasuna. com  এর আর্টিক্যাল কেন পড়বে???

কারণ সাজেশন অনুযায়ী বাছাই করা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর সাজানো হয়েছে। 

(i) অজানা নতুন বহু প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। 

(ii) অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা প্রশ্ন ও উত্তর বাছাই করা হয়েছে। 

(iii) পরীক্ষায় কমন আসে 90% ।

(iv) অতি সহজ সরল ভাষায় উত্তরগুলি লেখা হয়।


মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ- MCQ

1-ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে?

উত্তরঃ-  1858 সালে।

2- মহারানীর ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে কবে প্রকাশিত হয়?

উত্তরঃ- 1858 সালের পয়লা নভেম্বর ।

3-মিরাটে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়?

উত্তরঃ- 1857 সালের 10 মে।

4- ঝাঁসির রানীর মহাবিদ্রোহের বিরুদ্ধে নেতৃত্ব কে দিয়েছিলেন?

 উত্তরঃ- স্যার হিউরোজ।

5- "বিদ্রোহে বাঙালি"- গ্রন্থটির রচয়িতা কে?

 উত্তরঃ- দুর্গাদাস বন্দ্যপাধ্যায়।

6- কুনওয়ার সিং 1857 সালের বিদ্রোহে কোন অঞ্চলে নেতৃত্ব দান করেছিলেন?

 উত্তরঃ- বিহারের আরা জেলায়।

7- যুদ্ধরত অবস্থায় রানী লক্ষ্মীবাঈ-এর মৃত্যু হয় কত সালে?

উত্তরঃ- 1858 সালের 18 জুন। 

8- সিপাহী বিদ্রোহে রানী লক্ষ্মীবাঈ কোন অঞ্চলের নেতৃত্ব দান করেন?

 উত্তরঃ-ঝাসিঁ।

9- কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

 উত্তরঃ-নানাসাহেব।

10- দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তরঃ-  বকত্ খান।

11- মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর বংশধরদের নৃশংসভাবে হত্যা করেন কোন ইংরেজ সেনাপতি?

 উত্তরঃ- হডসন ।

12- শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর মৃত্যু কবে হয়েছিল?

 উত্তরঃ- 1862 সালে ।

13- শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

 উত্তরঃ- দ্বিতীয় বাহাদুর শাহ ।

14- সিপাহী বিদ্রোহকে প্রথম 'জাতীয় বিদ্রোহ' কে বলেছিলেন?

 উত্তরঃ- ডিসরেলি।

15- শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসনে পাঠানো হয়েছিল কোথায়?

 উত্তরঃ- রেঙ্গুনে ।

16- তাতিয়া টুপির আসল নাম কী ছিল?

উত্তরঃ- রামচন্দ্র পান্ডু রঙ্গ ।

17- সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

উত্তরঃ- মঙ্গল পান্ডে ।

18- মহাবিদ্রোহের সময় মুঘল বাদশাহ কে ছিলেন?

উত্তরঃ- দ্বিতীয় বাহাদুর শাহ।

19- সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ- লর্ড ক্যানিং।

20- মঙ্গল পান্ডের ফাঁসি কবে হয়?

উত্তরঃ- 1857 সালের 28 শে এপ্রিল।

21- সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন ?

উত্তরঃ-  সাভারকার ।

22- সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল?

 উত্তরঃ-মিরাটে ।

23- উনিশ শতককে 'সভা সমিতির যুগ'- কে বলেছিলেন?

উত্তরঃ- ডঃ অনিল শীল।

24- 'ভাইসরয়'- শব্দটির অর্থ কী?

 উত্তরঃ- রাজপ্রতিনিধি।

25- ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?

 উত্তরঃ-  লর্ড ক্যানিং ।

26- মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেন?

 উত্তরঃ-  রানী ভিক্টোরিয়া।

27- বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ-1836 সালে।

28- ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?

 উত্তরঃ- বঙ্গভাষা প্রকাশিকা সভা ।

29- জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় ?

 উত্তরঃ-1836 সালে ।

30- জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?

 উত্তরঃ- রাধাকান্ত দেব ।

31- জমিদার সভার প্রাণপুরুষ কাকে বলা হয়?

 উত্তরঃ-  দ্বারকানাথ ঠাকুরকে।

32- বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

 উত্তরঃ- দ্বারকানাথ ঠাকুর।

33- বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- 1836 সালে।

34-  হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- 1867 সালে ।

35- হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ-  নবগোপাল মিত্র।

36-  হিন্দু মেলার অপর নাম কী ছিল?

 উত্তরঃ- চৈত্র মেলা।

37- ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

 উত্তরঃ- সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

38- ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়?

 উত্তর-  1876 সালে।

39- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?

 উত্তরঃ- 1878 সালে।

40- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাস করেন?

 উত্তরঃ- লর্ড নর্থব্রুক ।

41-ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

 উত্তর :- 1875 সালে।

42- ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

 উত্তরঃ- অ্যালান অক্টোভিয়ান হিউম।

43- ইলবার্ট বিল কবে পাস হয়?

উত্তরঃ- 1883 সালে।

44- ইলবার্ট বিল আইন পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

 উত্তরঃ-লর্ড রিপন ।

45- বাংলার মুকুটহীন সম্রাট কাকে বলা হয়?

 উত্তরঃ-  সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ।

46- ভারতের রাষ্ট্রগুরু কাকে বলা হয়?

 উত্তরঃ-  সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ।

47- জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

 উত্তরঃ- উমেশচন্দ্র ব্যানার্জি।

48- 'আনন্দমঠ' উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

49- বন্দেমাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত?

 উত্তরঃ- আনন্দমঠ ।

50- বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম সঙ্গীতটি কবে রচিত হয়েছিল?

 উত্তরঃ-  1875 সালে ।

51- 'বর্তমান ভারত'-গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

 উত্তরঃ- উদ্বোধনে।

52- 'বর্তমান ভারত'- গ্রন্থটির রচয়িতা কে?

 উত্তরঃ- স্বামী বিবেকানন্দ।

53- গোরা উপন্যাসটির রচয়িতা কে ?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

54- গোরা উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

 উত্তরঃ- 1910 সালে ।

55- ভারতমাতা চিত্রটি কে অঙ্কন করেন?

 উত্তরঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর ।

56- কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়?

 উত্তরঃ- গগনেন্দ্রনাথ ঠাকুর কে।

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ SAQ


1- কে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করেন? 

উত্তরঃ- সিপাহী মঙ্গল পান্ডে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করেন। 

2-কে স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন?

উত্তরঃ-গভর্নর লর্ড ডালহৌসি 'স্বত্ব বিলোপ ' নীতি প্রবর্তন করেন। 

3-কোন গভর্নর জেনারেল প্রথম দুর্ভিক্ষ নীতি গ্রহণ করেন? 

উত্তরঃ-স্যার জন লরেন্স 'প্রথম দুর্ভিক্ষ নীতি গ্রহণ করেন। 

4-ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তরঃ-ভারত সচিবের সদর দপ্তর ছিল লন্ডনে।

5-হিন্দু মেলার প্রথম সম্পাদক ও সহ সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ-হিন্দু মেলার প্রথম সম্পাদক ও সহ সম্পাদক ছিলেন-গগনেন্দ্রনাথ ঠাকুর ও নবগোপাল মিত্র। 

6-কাকে 'ন্যাশনাল মিত্র' বলা হত? 

উত্তরঃ- নবগোপাল মিত্রকে 'ন্যাশনাল মিত্র'-বলা হত। 

7-কোন প্রতিষ্ঠান দ্বারা 'জাতীয় ভান্ডার'-গড়ে উঠে?

উত্তরঃ- ভারত সভা দ্বারা 'জাতীয় ভান্ডার' গড়ে উঠে।

8- কত খ্রিস্টাব্দে "বন্দেমাতরম সংগীতটি"- প্রথম গীত হয়?

উত্তরঃ- 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দেমাতরম সংগীতটি প্রথম গীত হয়। 

9- কাকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়?

উত্তর- লর্ড ডালহৌসিকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়।

10- কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

উত্তরঃ- 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।


মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো।

1- মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি।

 উত্তরঃ- ভুল।( ক্যানিং)

2- লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়।

 উত্তরঃ ঠিক ।

3- আনন্দমঠ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

 উত্তরঃ- ভুল।( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় )

4- গগেন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক চিত্রকলার জনক বলা হয়।

 উত্তরঃ- ভুল ।(অবনীন্দ্রনাথ ঠাকুর)

5-গোরা উপন্যাসটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ।

উত্তরঃ-ঠিক।

6-'আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যাঙ চিত্রের জনক' বলা হয় নন্দলাল বসুকে।

 উত্তর- ভুল ।(গগনেন্দ্রনাথ ঠাকুর)

7- গৌরীশঙ্কর ভট্টাচার্য ছিলেন জমিদার সভার সভাপতি।

 উত্তর- ভুল ।(বঙ্গভাষা প্রকাশিকা সভা)

8- 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ডিসরেলি।

উত্তর :-ঠিক।

9- ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন।

 উত্তর- ঠিক।

10- ভগিনী নিবেদিতা অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতার নাম রাখেন ভারতমাতা।

 উত্তর- ঠিক।


বিবৃতি গুলির সঙ্গে ব্যাখ্যা মেলাও:-

বিবৃতিঃ- ভারতের সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে ।

ব্যাখ্যাঃ এনফিল্ড রাইফেলের টোটা আবরণটি গরু ও শূকরের চর্বি মিশ্রিত যা দাঁত দিয়ে  ছিড়তে হতো।।

বিবৃতিঃ- 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।

ব্যাখ্যাঃ- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে।

বিবৃতিঃ- 1857 সালের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলেছেন।

 ব্যাখ্যাঃ- সিপাহী বিদ্রোহ শুরু করেছিল ও মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল সিপাহীরা।

 বিবৃতিঃ-শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে।

 ব্যাখ্যাঃ- তারা মনে করতেন ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর ।

Read more. ......




Post a Comment

0 Comments