দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান তৃতীয় অধ্যায়||রাশিবিজ্ঞান থেকে MCQ & SAQ উত্তরসহ

দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায়

বি:দ্রঃ- দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান এর তৃতীয় অধ্যায়ঃ রাশিবিজ্ঞানের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ এই অধ্যায় থেকেই একটি 8 মার্কের অংক আসে । যা করতে পারলে ফুল মার্কস পাওয়া যায় ।

● শিক্ষাবিজ্ঞানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় নিয়ে প্রশ্নপত্রে গ্রুপ "A" থাকে । যেখানে রচনাধর্মী প্রশ্ন দেওয়া থাকে তিনটি। এর মধ্যে প্রথম অধ্যায় থেকে একটি , দ্বিতীয় অধ্যায়ঃ থেকে একটি এবং রাশিবিজ্ঞান, তৃতীয় অধ্যায় থেকে একটি অংক থাকে ।

● তুমি যদি অংক বাদ দাও, তাহলে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের উপরে নির্ভর করে পরীক্ষায় বসতে হবে। কোনো কারণবশত যদি প্রশ্ন কমন না পড়ে তাহলে 8 মার্কের একটি উত্তর ছেড়ে আসতে হবে । তাই যাতে তোমাদের প্রশ্ন ছাড়া না পরে তার জন্য সঠিক অনুশীলন ও চর্চা প্রয়োজন। 

তৃতীয় অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্নও যেমন থাকে তেমনি MCQ ও SAQ ও থাকে। তাই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে যাতে । অল্প কিছুদিনের মধ্যেই আমরা অংক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।


 দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান তৃতীয় অধ্যায় থেকে সম্ভাব্য MCQ        মান- 1



1- রাশিবিজ্ঞান একপ্রকার কী?


 উত্তর -গণিত ।


2-STATISTICS শব্দটি কোন শব্দ থেকে এসেছে? 


 উত্তর-ইতালীয় STATISTA.


3-যেসব তথ্যকে কেবলমাত্র গুণের দিক থেকে পৃথক করা যায় সেগুলোকে কী বলা হয়?


ত্তর -গুণগত তথ্য।


উত্তরঃ-- যেসব তথ্যকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেগুলোকে কী বলা হয় ?


উত্তর -পরিমাণগত তথ্য। 


4- যে সব তথ্যকে মূল উৎস থেকে সংগ্রহ করা হয় ,সেগুলো কে কী বলা হয় ?


উত্তর -প্রাথমিক তথ্য।


5- রাশিবিজ্ঞানে "/"চিহ্ন দ্বারা কী বুঝানো হয়?


 উত্তর- ট্যালিমার্ক।


6- একটি অবিচ্ছন্ন জলের উদাহরণ দাও।


উত্তর:- ছাত্রের ওজন ।


7-স্কেল কী?


 উত্তর - পরিমাপের কৌশল।


8- হিস্টোগ্রাম অঙ্কনের সময় X অক্ষ যদি 60 হয় তবে Y অক্ষ কত হবে?


 উত্তর -45 


9- শ্রেণী 40 থেকে 45 এর সীমানা কত?


উত্তর- 39.5 - 45.5 


10-যে শ্রেণীতে দুটি স্কেলের মধ্যবর্তী ব্যবধানে কোন ক্ষুদ্রতম অংশ থাকে না তাকে কী বলে?


 উত্তর- বিচ্ছিন্ন শ্রেণি ।


11-(95-99 )এর প্রকৃত সীমা কত?


উত্তর- 94.5


12- পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজের X অক্ষে কী স্থাপন করা হয়?


 উত্তর- শ্রেণীর মধ্যবিন্দু ।


13-পরিসংখ্যা বহুভুজ একধরনের কী?


 উত্তর -রৈখিকলেখচিত্র ।


14-আয়ত লেখচিত্র অঙ্কনে ছক কাগজের X অক্ষে কী স্থাপন করা হয়?


 উত্তর- শ্রেণীর নিম্নসীমা ।

15-আয়তলেখচিত্র অঙ্কনে ছক কাগজের Y অক্ষে কী বসানো হয় ?


উত্তর- শ্রেণী পরিসংখ্যা।


16- 75% সূত্র অনুসারে X ও Y অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত?


উত্তর-4:3


17-15,10,5,20,15 এর গড় কত?


উত্তর-13


18-(40-60)-এর মধ্যবিন্দু কত? 


উত্তর-50


19-A.Mএর পুরো অর্থ কী?


উত্তর-Assumed Mean.


20-স্কোরমান ও কল্পিত গড়ের পার্থক্যকে কী বলে?


উত্তর:-চ্যুতি।



দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় এর সম্ভাব্য SAQ       মান 1


1- পরিসংখ্যা কাকে বলে ?



উত্তর-কোনো রাশিমালায় মোট স্কোরসমূহের মধ্যে কোনো স্কোরের পুনরাবৃত্তির সংখ্যাকে পরিসংখ্যা বলে।



2- পরিসংখ্যা বন্টন কাকে বলে?



 উত্তর- প্রাপ্ত স্কোরসমূহকে ক্রমানুসারে  সাজিয়ে পরিসংখ্যার সঙ্গে যুক্ত করে, সেগুলিকে পরিসংখ্যা বন্টনের তালিকাভুক্ত করা হয় তখন তাকে পরিসংখ্যা বন্টন বলে।


3- শ্রেণি ব্যবধান কাকে বলে?




উত্তর- যখন কোনো স্কোরগুচ্ছে অনেকগুলি স্কোর থাকে তখন কাজের সুবিধার জন্য স্কোরগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণীতে ভাগ করে নেওয়া হয় এভাবে ভাগ করাকেই শ্রেণি ব্যবধান বলে ।



4-পরিসংখ্যা বিভাজন কয় প্রকার ও কী  কী? 


 উত্তর- পরিসংখ্যা বিভাজন দুই প্রকার। যথা- (1 )একক স্কোর ভিত্তিক পরিসংখ্যা বন্টন (2) শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক পরিসংখ্যা বন্টন।



5- শ্রেণী সীমানা কাকে বলে?


 উত্তরঃ- যখন কোন অবিচ্ছিন্ন চলক বিবেচনা করা হয় তখন পর্যবেক্ষণগুলিকে কোনো একটি নির্দিষ্ট মানে প্রকাশ করা হয়, একে বলা হয় শ্রেণী সীমানা।


6- লেখচিত্র কাকে বলে?


উত্তর- রাশি তথ্যকে মোটামুটিভাবে সহজে বোধগম্য করার জন্য যে বিশেষ লেখএর মাধ্যমে তা প্রকাশ করা হয়, তাকে লেখচিত্র বলে ।


7- স্কোর কী?


 উত্তর -কোনো তথ্য বা বৈশিষ্ট্য সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে স্কোর বলে।


 8-স্কোর কয় প্রকার ও কী কী?


উত্তর-দুই প্রকার ।যথা- বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন স্কোর ।


 9-প্রসার কাকে বলে?


উত্তর:- কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোর এর মধ্যে যে ব্যবধান থাকে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে প্রসার বলে।


10- কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে?


 উত্তর- কেন্দ্রীয় প্রবণতা অর্থ হল কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক।  এক গুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলে তাদের ভরকেন্দ্রে যাওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে ।


11-গড় কাকে বলে?


উত্তর- সমজাতীয় রাশিমালার অন্তর্ভুক্ত রাশি গুলির সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে গড় বলে।


12- কল্পিত গড় কাকে বলে?


 উত্তর -দ্রূত  নির্ণয় পদ্ধতিতে রাশিমালা বন্টনের মধ্যে অবস্থিত কোনো রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসেবে ধরা হয়, তখন তাকে কল্পিত গড় বলে।


13- মধ্যম মান কাকে বলে?


উত্তর- যখন স্কোরগুলি অবিন্যস্ত অবস্থায় থাকে তখন স্কোরগুলিকে মানের উর্ধ্বক্রমে বা অধঃক্রমে প্রথমে সাজিয়ে নিতে হবে তারপর যে স্কোরটি ঠিক মাঝখানে থাকবে সেটি হল মধ্যমমান।


14- চল কাকে বলে?


 উত্তর- যে কোনো পরিবর্তনশীল  মানই হলো চল।


15- কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি বর্তমানে কয়টি আছে ?


উত্তর-কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি রয়েছে  তিনটি ।যথা- গড়, মধ্যমা এবং 

ভূয়িষ্ঠ।



 দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় এর উপর quiz practice 


Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 

উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন পেতে CLICK HERE 


উচ্চমাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান অনুশীলন করতে CLICK HERE 


Post a Comment

1 Comments