ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন ও উত্তর ||MADHYAMIK GEOGRAPHY

 ড়াশোনাঃ- মাধ্যমিকের আঞ্চলিক ভূগোল, পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ: ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এই অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন, শুদ্ধ-অশুদ্ধ, শূন্যস্থান পূরণ করো , এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যা মূলক প্রশ্ন ও রচনাধর্মী প্রশ্ন আসে।

■ আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ও  ব্যাখ্যা মূলক প্রশ্ন-উত্তর দেওয়া হল।  যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সংশয় থাকে, তাহলে আমাদের Telegram  গ্রুপে যুক্ত হয়ে অভিযোগ করতে পারো।


মাধ্যমিক ভূগোল ভারতের স্বাভাবিক উদ্ভিদের গুরুত্বপূর্ণ mcq



Q ➤ শ্বাসমূল ও ঠেসমূল কোন জাতীয় উদ্ভিদ দেখা যায়?


Q ➤ ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?


Q ➤ ভারতে ভাসমান অভয়ারণ্য টি কোথায় অবস্থিত?


Q ➤ ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়?


Q ➤ ভারতের রাজ্যগুলির মধ্যে বনভূমির পরিমাণ বেশি কোথায়?


Q ➤ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?


Q ➤ ভারতে বনভূমির শতকরা পরিমাণ কত?


Q ➤ ভারতের কোন স্থানে আদ্র পর্ণমোচী বৃক্ষের আধিক্য দেখা যায়?


Q ➤ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি তে প্রধানত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?


Q ➤ ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?


Q ➤ একটি চিরসবুজ বৃক্ষের নাম লেখ।


Q ➤ বনভূমি সর্বাধিক দেখা যায় কোন রাজ্যে?


Q ➤ হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে কোন উদ্ভিদ জন্মায়?


Q ➤ চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে?


Q ➤ রোজ উড গাছ জন্মায় কোন অরণ্যে?


Q ➤ সামাজিক বনসৃজনের উপযুক্ত গাছ কোনটি?


Q ➤ একটি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের নাম লেখো।


Q ➤ বনভূমির পরিমাণ বেশি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে?


Q ➤ প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কাকে?


Q ➤ ওক কোন ধরনের উদ্ভিদ?


Q ➤ সুন্দরী, গরান, গেওয়া, হোগলা ও হেতাল কোন ধরনের উদ্ভিদ?


Q ➤ কোন অরন্যকে বাদাবন বলা হয়?




মাধ্যমিক ভূগোল, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর- 


■ এক বাক্যে উত্তর দাও :-


1- ভারতে মোম, মধু, ঔষধ সংগ্রহ করা হয় কোন অরণ্য থেকে?


উত্তর- ভারতে ম্যানগ্রোভ অরণ্য থেকে মোম, মধু ও ঔষধ সংগ্রহ করা হয়।


2- কোনো বনভূমির ভূমিভাগ নানা ধরনের লতাপাতা দ্বারা আবৃত থাকে?


উত্তর -চিরহরিৎ অরন্যের ভূমি ভাগ নানা ধরনের লতাপাতা দাঁড়া আবৃত থাকে।


3- চিরহরিৎ অরণ্য জন্মানোর জন্য কতটা বৃষ্টিপাতের প্রয়োজন হয়?


উত্তর - চিরহরিৎ অরন্যের জন্য বার্ষিক 200 থেকে 250 সেমি বা তার অধিক বৃষ্টিপাত প্রয়োজন হয়।


4- বাষ্পমোচন রোধের জন্য মরু উদ্ভিদে কী কী অভিযোজন ঘটে?

উত্তরঃ- (i) কান্ড ও পাতা কিউটিকল যুক্ত জাতীয় পদার্থে ঢাকা থাকে। (ii) পাতাগুলি স্বল্প ক্ষেত্রফল বিশিষ্ট হয়।


5- পূর্ব হিমালয়ের এক হাজার থেকে তিন হাজার মিটার উচ্চতাবিশিষ্ট অঞ্চলে কি জাতীয় অরণ্য দেখা যায়?


উত্তর - হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতা বিশিষ্ট অঞ্চলে চিরহরিৎ ও পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়।


6- বনভূমি কাকে বলে?


উত্তর - একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে একইসঙ্গে এক ধরনের বা বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাবেশকে বনভূমি বলে  ।


7- চিরহরিৎ বৃক্ষের বনভূমি কাকে বলে?


উত্তর - যে বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায় না, সারা বছরেই পাতা সবুজ থাকে, তাকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলে।


8- পুনর্বনসৃজন কাকে বলে?


উত্তর - যেসব অঞ্চলে বনভূমি ধ্বংস করা হয়েছে, সেখানে কৃত্রিম উপায়ে মানুষের প্রচেষ্টায় পুনরায় বন বা অরণ্য তৈরি করার প্রচেষ্টাকে পুনর্বনসৃজন বলে  ।


9- অরণ্য সংরক্ষণ কাকে বলে?


উত্তর - যদি বিচার-বিবেচনার সাথে পরিকল্পনা অনুযায়ী বনভূমিকে ব্যবহার করা হয় এবং ভবিষ্যতের জন্য বনভূমিকে রক্ষা করা হয়, তবে তাকে অরণ্য সংরক্ষণ বলে।



10- অভায়ারণ্য কাকে বলে? 


উত্তর- যে অরণ্যে প্রাণীকুল যাতে নির্ভয়ে জীবনধারণ করতে পারে, এমন ব্যবস্থা করাকে অভয়ারণ্য বলে।



সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নোত্তর-

1- কৃষি বনসৃজন কাকে বলে?


কৃষি বনসৃজনঃ- কৃষকেরা নিজেদের জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি ফলমূল, সবুজ সার, ঔষধ, শিক্ষা, কাঠ ইত্যাদি উৎপাদনের উদ্দেশ্যে গাছপালা রোপন করাকে কৃষি বনসৃজন বলে। এক্ষেত্রে কৃষকেরা জমির আল, পতিত জমি, পুকুরপাড়, বাড়ির পাশের ফাঁকা জায়গা ইত্যাদিতে সুপারি ,নারকেল, আম, জাম, লেবু প্রভৃতি গাছ লাগায়।


2 সামাজিক বনসৃজন বলতে কী বোঝো?


 সামাজিক বনসৃজনঃ- নির্দিষ্ট অরণ্য সীমানার বাইরে, অব্যবহৃত পতিত জমিতে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করে বন সৃষ্টির উদ্যোগকে সামাজিক বনসৃজন বলে। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী সাহ বলেছেন- "গ্রামীণ জনসাধারণের চাহিদা পুরন, যেকোনো সংস্থার মাধ্যমে যে কোনো জমিতে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করাকে, সামাজিক বনসৃজন বলা হয়।"


3- সামাজিক বনসৃজন এর দুটি উদ্দেশ্য লেখ?


সামাজিক বনসৃজন এর উদ্দেশ্যঃ- সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য হলো- (1) পতিত বা অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে গ্রামের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিক সংস্থান করা।

(2) জ্বালানির কাঠ, পশুপালন, ফলমূলের যোগান ইত্যাদির পাশাপাশি জীব বৈচিত্র এবং বাস্তুতন্ত্রকে বজায় রাখা। এছাড়াও পরিবেশকে দূষণমুক্ত করা।


Read more.......


ভারতের জলবায়ু MCQ &  SAQ

ভারতের জলবায়ু রচনাধর্মী প্রশ্ন-উত্তর

মাধ্যমিক পরীক্ষার রুটিন ও শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেবে জানতে Click here 


Post a Comment

0 Comments