দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান|| অষ্টম অধ্যায়|| জাতীয় শিক্ষানীতি|| MCQ & SAQ

পড়া শোনা - দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান- অষ্টম অধ্যায়ঃ 'জাতীয় শিক্ষানীতি' থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা সম্ভাব্য MCQ & SAQ দেওয়া হল। শিক্ষাবিজ্ঞানে ভালো রেজাল্ট করার অন্যতম উপায় হলো ছোটো প্রশ্ন-উত্তরের উপর জোর দেওয়া। তাই আমাদের ওয়েবসাইটে শিক্ষাবিজ্ঞানের ধারাবাহিকভাবে প্রকাশিত প্রশ্ন-উত্তরগুলি পড়লে অবশ্যই 90% কমন পাবে ।

● অমিক্রণের প্রভাবে পরীক্ষা নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা ইতিমধ্যে বোর্ড ঘোষণা করে উড়িয়ে দিয়েছে। পরীক্ষা যথাসময়ে হবে। বন্ধ রাখার বা পিছিয়ে দেওয়ার যে জল্পনা চলছিল, তা পুরোপুরি উড়িয়ে দিলেন বোর্ড।বোর্ডের  ঘোষণা অনুযায়ী উচ্চমাধ্যমিকের পরীক্ষা 2 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত চলবে। সুতরাং আমাদের হাতে সময় খুবই সীমিত। এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সকলকে আদাজল খেয়ে নামতে হবে।


দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান- অষ্টম অধ্যায়ঃ "জাতীয় শিক্ষানীতি" থেকে গুরুত্বপূর্ণ MCQ


১.রামমূর্তি কমিটি কবে গঠিত হয়?


Ans- 1990 সালে। 


২. জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়?


Ans- 1992 সালে।


৩. জাতীয় শিক্ষানীতি(1986) এর প্রস্তাব কে দিয়েছিলেন?


 Ans- রাজীব গান্ধী। 


৪. জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশিত হয়?


 Ans- 21 এপ্রিল 1986 সালে। 


৫. 1992 জাতীয় শিক্ষানীতি কার নেতৃত্বে জনার্দন কমিটি গঠিত হয়?


Ans- মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং এর। 


৬. অপারেশন ব্ল্যাকবোর্ড কী ?


Ans- একটি প্রস্তাব। 


৭. নবোদয় বিদ্যালয় গঠনের কথা বলা হয় কোন কমিশনে ?


Ans- জাতীয় শিক্ষানীতি(1986) ।


৮. নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী ?


Ans-পেস সেটিং স্কুল। 


৯. নবোদয় বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম কী ?


Ans- ইংরেজি ও  হিন্দি।


১০. 'সাম্যের জন্য শিক্ষা'- কোন কমিশনের সুপারিশ?


Ans- জাতীয় শিক্ষানীতি (1986)।


১১. নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে ?


Ans- এক-তৃতীয়াংশ। 


১২. 'চাকরি থেকে ডিগ্রীকে আলাদা করা'র কথা বলা হয়েছে কোন কমিশনে?


 Ans- জাতীয় শিক্ষানীতি (1986)।


১৩. অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি যুক্ত কোন শিক্ষার সঙ্গে?


Ans- প্রাথমিক শিক্ষার সঙ্গে। 


১৪. নবোদয় বিদ্যালযয়ে তপশিলি জাতিদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে?


Ans- 15% ।


১৫. স্বশাসিত কলেজ গঠনের কথা বলা হয়েছে কোন কমিশনে?


Ans- জাতীয় শিক্ষানীতি (1986)।


১৬. কোন দুটি কমিটির প্রস্তাবে 1992 সালের শিক্ষানীতি রূপায়িত হয়?


 রামমূর্তি ও জনার্দন রেড্ডি কমিটি। 


১৭.ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?


Ans- 1985 সালে। 


১৮. নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য কী ?


 Ans- মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা দান। 


১৯. কমন স্কুল এর উদ্দেশ্য কী ?


Ans- সকলের জন্য শিক্ষার  ব্যবস্থা করা। 


দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান-অষ্টম অধ্যায়ঃ জাতীয় শিক্ষানীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম


NLM-  National Literacy Mission.


NPE- National Policy of Education.


CABE-  Central Advisory Board of Education.


PAO - Program of Action.


NIEP- National Institute of Education Planning.


NCTE- National Council of Teacher Education.


ICCW- Indian Council of Child Welfare.


MLL- Minimum Level of Learning.


ITI- Industrial Training Institute.


IGNOU- Indira Gandhi National Open University.


দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান- অষ্টম অধ্যায়ঃ জাতীয় শিক্ষানীতি থেকে বাছাই করা SAQ


১.অপারেশন ব্ল্যাকবোর্ড কাকে বলে?


Ans- সমগ্রদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানের যে নীতি, তাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলে। জাতীয় শিক্ষানীতি(1986)এই প্রস্তাব দেয়।


২.কমন স্কুল কাকে বলে?


Ans-জাতি, ধর্ম , বর্ন, মেধাবী ও অমেধাবী সব ধরনের শিক্ষার্থীদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তাকে কমন স্কুল বলে।


৩. বয়স্ক শিক্ষা কাকে বলে?


Ans-জাতীয় শিক্ষার লক্ষ্য 15 থেকে 35 বছর বয়স্ক মানুষদের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তির জন্য কেন্দ্র সরকার যে কর্মসূচি গ্রহণ করেছিল, তাকে বয়স্ক শিক্ষা বলে ।


৪.ECCE কী বোঝো?


Ans- জাতীয় শিক্ষানীতি(1986) অনুযায়ী প্রত্যেক শিশুর একবার সামগ্রিক বিকাশের লক্ষ্যে শৈশবকালীন কালীন যত্ন ও শিক্ষার যে কর্মসূচি নেওয়া হয়, তাকে ECCE বলে।


৫.দলছুট বা ড্রপ আউট কাদের বলা হয়?


Ans-নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা ভর্তি হলেও দারিদ্রতা, সামাজিক সমস্যা প্রভৃতির কারণে পড়াশোনা বন্ধ করে বিদ্যালয় ছেড়ে দেয়। তারা ধারাবাহিক শিক্ষা থেকে বঞ্চিত হয়, এদেরকেই দলছুট বা বিদ্যালয় ছুট বা ড্রপআউট বলে।


৬.নবোদয় বিদ্যালয় কাকে বলে?


Ans- মাধ্যমিক শিক্ষার সংখ্যাগত মান অপেক্ষা গুণগতমান বৃদ্ধির উদ্দেশ্যে মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ-সুবিধা প্রদানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি(1986) যে বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলে, তাকে নবোদয় বিদ্যালয় বলে।


৭. প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি(1986) কোন কর্মসূচি সুপারিশ করে?


Ans-জাতীয় শিক্ষানীতি(1986) প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি সুপারিশ করে।


৮.মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুল বলতে কী বোঝো?


Ans-  উচ্চশিক্ষা দেওয়ার সুযোগে কর্মরত বয়স্ক শিক্ষার্থীরা বাড়িতে বসে শিক্ষা নিতে পারবে যে বিদ্যালয় থেকে তাকে মুক্ত বিদ্যালয় ওপেন স্কুল বলে।


৯. ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?


Ans- ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়।


১০. দূরশিক্ষা কাকে বলে?


Ans- যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী সরাসরি শিক্ষক- শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে পারে না,ইলেকট্রনিক মাধ্যমে কাগজের সাহায্যে দূর থেকে শিক্ষক-শিক্ষিকার সাহায্য ছাড়াই শিক্ষা গ্রহণ করে, তাকে দূরশিক্ষা বলে।


আরো পড়ো..........


উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022


উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022


Post a Comment

0 Comments