গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু || গুরুত্বপূর্ণ MCQ & SAQ||একাদশ শ্রেণীর বাংলা

 পড়াশোনা- একাদশ শ্রেণির বাংলা গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হল । বিগত বছরগুলোতে এসেছে এমন সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি যেমন দেওয়া হয়েছে। তেমনই আরো গুরুত্বপূর্ণ  নতুন প্রশ্নাবলি দেওয়া হয়েছে । তোমরা গ্যালিলিও প্রবন্ধটি ভালোভাবে পড়ার পর, আমাদের ওয়েবসাইটে দেওয়া প্রশ্নাবলি অনুশীলন করবে।

■ ওমিক্রণের প্রভাবে পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে বলে অনেকে দুশ্চিন্তা করছে । তবে বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত চেষ্টা চালানো হচ্ছে সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার জন্য। তাই অযথা পরীক্ষা স্থগিত হয়ে যাবে এমনটা না ভেবে, নিজের প্রস্তুতি তোমরা চালিয়ে যাও। যতদূর খবর আছে পরীক্ষা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির যথাসময়ে হবে।



একাদশ শ্রেণির বাংলা "গ্যালিলিও" সত্যেন্দ্রনাথ বসু- গুরুত্বপূর্ণ MCQ

1.সত্যেন্দ্রনাথ বসুর "গ্যালিলিও"- কী জাতীয় প্রবন্ধ?

Ans:-জীবনকথা।

2.গ্যালিলিওর জন্ম কবে হয়?

Ans:- 15 ই ফেব্রুয়ারি 1564 সালে।

3.গ্যালিলিও কোথায় জন্মগ্রহণ করেন?

Ans:- পিসাতে।

4.গ্যালিলিওর পিতা কোন বিষয়ে পারদর্শী ছিলেন?

Ans:-পুরান সাহিত্যে।

5. গ্যালিলিওর পিতা কি ভালো বাজাতে পারতেন?

Ans:- লিউট(lute)।

6.গ্যালিলিওকে শেষ পর্যন্ত মঠ ছাড়তে হয়েছিল কেন?

Ans-তার পিতার আপত্তি এবং তার দৃষ্টিশক্তি ক্ষীণতার জন্য।

7.গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হন কত সালে?

Ans- 1581 সালে। 

8. গ্যালিলিও কত বছর বয়সে ডাক্তারিতে ভর্তি হন?

Ans:-17 বছর বয়সে।

9."গ্রিক দার্শনিকের কথা সকলে মাথা পেতে নেয় নির্বিচারে"- কোন দার্শনিক?

 Ans-অ্যারিস্টটল।

10.ফ্লোরেন্সে এসে গ্যালিলিও কোন কোন বিষয় চর্চা শুরু করেন?

Ans-গণিত ও পদার্থবিদ্যা।

11. পিসা বিশ্ববিদ্যালয় গ্যালিলিওর আয় কত ছিল?

Ans-60 Scudy.

 12.গ্যালিলিওর পিতার মৃত্যু হয় কবে ?

Ans- 1591 সালে।


13-গ্যালিলিওর ছোটো ভাইয়ের নাম কী ছিল?

Ans-মাইকেল এঞ্জেলো।

14. তাসকান ছেড়ে পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও যোগ দেয় কত সালে?

Ans-1592 সালে।

15. "1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার"- নতুন ব্যাপারটা কী?

Ans- দূরবীন আবিষ্কার।

16. "তার বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরির কারুশালা"- কার বাড়ি?

Ans:- গ্যালিলিওর।

17. গ্যালিলিওর প্রিয় ছাত্র কে ছিল?

Ans- কসমো।

18. তাসকিনের ডিউক গ্যালিলিওকে কত বেতন দিতেন?

Ans:- 1000 স্কুডি।

19. গ্যালিলিওর হিতাকাঙ্খী ও সুহৃদ কে ছিলেন? 

Ans:- বেলারিমিন।

20. গ্যালিলিও কত তারিখে কারারুদ্ধ হন ?

Ans- 12ই এপ্রিল।

21. গ্যালিলিও কত বছর বয়সে মারা যান ?

Ans- 77 বছর।

22. বিচারকদের সামনে গ্যালিলিও কোন রঙের পোশাক পড়েছিলেন ?

Ans- সাদা রংয়ের।

23. গ্যালিলিও কত সালে দেহত্যাগ করেন?

Ans- 1642 সালের 8 ই জানুয়ারি।

24. তাসকানির বৃদ্ধ ডিউক মারা যান কত সালে?

Ans:- 1609 সালে। 

25. 1616 সালে কোথায় গ্যালিলিওর ডাক পড়েছিল?

Ans:- রোমে।


একাদশ শ্রেণির বাংলা "গ্যালিলিও"- সত্যেন্দ্রনাথ বসু গুরুত্বপূর্ণ SAQ



1- কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন গ্যালিলিও?


উত্তরঃ- গ্যালিলিও প্রথমে 13 বছর বয়সে vallam brosar বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে শিক্ষা লাভ করেন। তারপর 1581 সালে 17 বছর বয়সে পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে আসেন।

2. কত বছর ধরে গ্যালিলিও মঠে কী  কী  অধ্যয়ন করেন?


উত্তরঃ- গ্যালিলিও দুই বছর ধরে সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন।


3. "1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার"- কোন নতুন ব্যাপারের কথা বলা হয়েছে?


উত্তরঃ- 1609 সালের একটি বিশেষ ঘটনার উল্লেখ করা হয়েছে। হল্যান্ডে একজন কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে রেখে দেখলেন দূরের জিনিস বড় দেখায়, মনে হয় কাছে এগিয়ে এসেছে। গ্যালিলিও এ ভাবনা থেকে দূরবীন তৈরি করলেন।


4- গ্যালিলিও বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখেছিলেন?


উত্তরঃ- গ্যালিলিও বৃহস্পতির চারটি উপগ্রহ দেখেছিলেন।


5- 15 বছর বয়সে গ্যালিলিওকে মঠ ছাড়তে হয়েছিল কেন?


উত্তরঃ- কেননা গ্যালিলিওর বাবার আশঙ্কা ছিল যে ছেলে সন্ন্যাসী হয়ে যেতে পারে।


6- গ্যালিলিওর ছোটভাই মাইকেল এঞ্জেলোর কয়টি সন্তান ছিল?


উত্তরঃ- গ্যালিলিওর ছোটভাই মাইকেল এঞ্জেলোর সাতটি ছেলে মেয়ে ছিল।


7. কারা গ্যালিলিওর যশ ও প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে উঠেছিল?


উত্তরঃ-  ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রেরা যারা গ্যালিলিওর নতুন মত মানতে পারতেন না তারা ঈর্ষান্বিত হয়ে উঠেছিল।


8. প্রথম জীবনে গ্যালিলিওকে অর্থকষ্টে ভুগতে হয়েছিল কেন?


উত্তরঃ- গ্যালিলিও আশানুরূপ বেতন পেতেন না, তাই প্রথম জীবনে তাকে অনেক অর্থকষ্টে ভুগতে হয়েছিল।


9-গ্যালিলিওর বিরুদ্ধে কারা সরব হয়েছিলেন?


উত্তরঃ- আচার্য সত্যেন্দ্রনাথ বসুর লেখা 'গ্যালিলিও' প্রবন্ধ থেকে জানা যায় যে সনাতনীরা গ্যালিলিওর বিরুদ্ধে সরব হয়েছিলেন।


10- "ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন"- কার সম্পর্কে এই মন্তব্য?


উত্তরঃ- বিজ্ঞান সাধক সত্যেন্দ্রনাথ বসু প্রণীত "গ্যালিলিও" প্রবন্ধে এই মন্তব্য করেছেন গ্যালিলিও। পোপ পদে যিনি অধিষ্ঠিত হয়েছিলেন, তার সম্বন্ধে এই মন্তব্য।


More related post.....


একাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ and SAQ 

একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় MCQ & SAQ 

Post a Comment

0 Comments