পড়াশোনাঃ- উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের অষ্টম অধ্যায়ঃ- "জাতীয় শিক্ষানীতি "থেকে আলোচনা করা হলো- গুরুত্বপূর্ণ প্রশ্ন-" অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় বলতে কী বোঝো ?এদের সংক্ষিপ্ত বর্ননা দাও। " এই প্রশ্নের উত্তরে রয়েছে দশটি পয়েন্ট। যেহেতু এটি 8 নম্বরের প্রশ্ন, তাই তোমরা চাইলে 6 টি পয়েন্ট লিখে মূল্যায়ন পয়েন্টে লিখতে পারো।
■ জাতীয় শিক্ষানীতি (১৯৮৬) - অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে । তাই এই অধ্যায়ের প্রত্যেকটি সম্ভাব্য রচনাধর্মী প্রশ্ন আমরা আপলোড করে চলেছি। তোমরা উত্তরের PDF ডাউনলোড করে রাখতে পারবে । তোমরা যদি পরীক্ষায় সাফল্য পাও, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে ।
অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় বলতে কী বোঝো ?এদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা দাও।
অপারেশন ব্ল্যাকবোর্ড:- সমগ্রদেশের প্রাথমিক শিক্ষারমান উন্নয়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটি হল ব্ল্যাকবোর্ড। 'ব্ল্যাকবোর্ড' শব্দটির দাঁড়া প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে বোঝানো হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড এর সংক্ষিপ্ত পরিচয় নিম্নে দেওয়া হল-
অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ:- অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। যেমন- (এক) বিদ্যালয়ে গৃহের অভাব (দুই) শিক্ষক-শিক্ষিকার অভাব (তিন) শিক্ষা উপকরণের অভাব (চার) মেয়েদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা অভাব প্রভৃতি কারণের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়।
উদ্দেশ্য:- অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য গুলি হল-
মান উন্নয়নঃ- প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন করা এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
উপযুক্ত কাঠামো:- প্রতিটি বিদ্যালয়ে ক্লাসরুমের ব্যবস্থা করা, বসার ব্যবস্থা ,বাথরুম নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার ব্যবস্থা রাখা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
পরিবেশ:- উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ, যেমন মডেল, চার্ট, পেন্সিল প্রভৃতির সাহায্যে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আকর্ষণ বোধ করে।
কর্মসূচি:- অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় ,সেগুলি হল-(১)দুটি বড় বড় শ্রেণিকক্ষ নির্মাণ,(২) অন্তত দুই জন শিক্ষকের ব্যবস্থা এদের মধ্যে একজন অবশ্যই মহিলা। এছাড়াও পানীয় জল ও খেলার সরঞ্জাম এর ব্যবস্থা করা এই কর্মসূচির লক্ষ্য।
নবোদয় বিদ্যালয়:- 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো নবোদয় বিদ্যালয় গ্রামীণ অঞ্চলে মাধ্যমিক শিক্ষার গুণগত উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয়।
উদ্দেশ্য:- প্রধানত গ্রামের মেধাবী শিক্ষার্থী, বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতিদের একত্রে বেঁচে থাকার শিক্ষা দেওয়া. সামাজিক ন্যায় প্রদান প্রভৃতি ছিল এই বিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য।
বৈশিষ্ট্য:- নবোদয় বিদ্যালয় এর কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন :-
প্রবেশিকা পরীক্ষা:- নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ব্যবস্থা থাকবে। মেধাবী শিক্ষার্থীরা পাশ করলে ভর্তির সুযোগ পাবে। যারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারবে।
অবৈতনিক শিক্ষা:- প্রতিটি নবোদয় বিদ্যালয় অবৈতনিক ভাবে শিক্ষাদান করবে। অর্থাৎ শিক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ, বইপত্র, খাওয়ার খরচ প্রভৃতির ব্যবহার সরকার বহন করবে।
পাঠ্যক্রম:- নবোদয় বিদ্যালয়ের পাঠ্যক্রম হবে কলা, বিজ্ঞান, বাণিজ্য, সমাজবিদ্যা, শারীর শিক্ষা, উৎপাদন মূলক কাজ প্রভৃতি।
অন্যান্য বৈশিষ্ট্য:- এই বিদ্যালয়ে শিক্ষার্থীকে তিনটি ভাষা শিখতে হবে, আধুনিক শিক্ষা উপকরণের ব্যবস্থা থাকে ,পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ, মূল্যায়নের ব্যবস্থা, শিক্ষণ পদ্ধতি আবিষ্কার ও প্রয়োগ প্রভৃতি হলো নবোদয় বিদ্যালয় এর বৈশিষ্ট্য।
মন্তব্য:- নবোদয় বিদ্যালয়ের কর্মসূচির মাধ্যমে যেমন মধ্যবিত্ত শিক্ষার গতি তীব্র হয়েছে ,তেমনি অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মাধ্যমে প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন ঘটেছে।
FAQ ON- অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়
১. অপারেশন ব্ল্যাকবোর্ড কী ?
উত্তরঃ - একটি প্রস্তাব।
২. নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী ?
উত্তরঃ - পেস সেটিং স্কুল।
৩. নবোদয়ের শিক্ষার মাধ্যম কী ?
উত্তরঃ -ইংরেজি ও হিন্দি।
৪. অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা বলা হয় কোন কমিশনে ?
জাতীয় শিক্ষানীতি (১৯৮৬) তে।
৫. অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি যুক্ত কোন শিক্ষার সঙ্গে ?
উত্তরঃ - প্রাথমিক শিক্ষা।
আরো পড়ো ...........
দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২২
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২
0 Comments