রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর pdf।।সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসন বিভাগ

পড়াশোনা:-দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান,সপ্তম অধ্যায়-'ভারতের শাসন বিভাগ'- থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর দেওয়া হলো। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন-উত্তরগুলো সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তর-গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের শাসন বিভাগ থেকে চারটি MCQ ও দুটি SAQ অথবা একটি রচনাধর্মী প্রশ্ন থাকবে, মোট12 নম্বর।


 ⃞গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলেও এবছর কিন্তু পরীক্ষা নেবে।তাই মনোযোগ ধরে রাখতে হবে।পরীক্ষা হয়ত স্থগিত হয়ে যেতে পারে,যদি ওমিক্রন এর প্রভাব ক্রমশ বাড়তেই থাকে।কিন্তু কোনমতেই পরীক্ষা বাতিল হবে না।তাই আমাদের হাতে সময় খুব কম।এই অল্প সময়ের মধ্যে সঠিক প্রিপারেশন নিতে হবে।রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন উত্তর pdf ফাইল আকারে তোমাদের দেওয়া হলো। যা তোমাদের প্রস্তুতি নিতে অনেক সহায়তা করবে। 


দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান, সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসন বিভাগ থেকে ছোটো প্রশ্ন উত্তর pdf সহ


1. ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে কে আছেন?


 উত্তরঃ- রাষ্ট্রপতি।


2. ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে?


 উত্তরঃ- রাষ্ট্রপতি।


3. রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর?


উত্তরঃ- পাঁচ বছর।


4. রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতি কে কী বলা হয়?


 উত্তরঃ- কোটা।


5. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা?


 উত্তরঃ- একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থার দ্বারা। 


6. ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কত নং ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?


 উত্তরঃ- 360 নং।


7- জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে?


 উত্তরঃ- রাষ্ট্রপতি।


8. ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন?


 উত্তরঃ- তিন ধরনের।


9. ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ভিটো প্রয়োগ করতে পারেন?


 উত্তরাঃ- তিন ধরনের।


10. কার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না ?


উত্তরঃ- রাষ্ট্রপতি।


11. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের কোন সদস্যরা অংশ নিয়ে থাকেন?


 উত্তরঃ- নির্বাচিত।


12. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?


উত্তরঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ।


13. ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়?


 উত্তর:- রাষ্ট্রপতিকে।


14. "ব্রিটিশ সংবিধানের রাজা যেরূপ পদমর্যাদা ভোগ করেন আমাদের রাষ্ট্রপতিও অনুরূপ পদমর্যাদা সম্পন্ন"- এ কথা কে বলেছেন?


 উত্তরঃ- আম্বেদকর।


15. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?


 উত্তরঃ- উপরাষ্ট্রপতি।


16. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?


 উত্তরঃ- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।


17. ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কত দিন আগে নোটিশ দিতে হয়?


 উত্তরঃ-14 দিন।


18. কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য নিযুক্ত হন কার দ্বারা?


 উত্তরঃ- রাষ্ট্রপতি।


19. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন?


 উত্তরঃ- রাষ্ট্রপতি।


20. প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম কত বয়স দরকার ?


উত্তরঃ- 25 বছর।


21. ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে?


 উত্তরঃ- প্রধানমন্ত্রী।


22. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?


 উত্তরঃ- জওহরলাল নেহেরু।


23. মন্ত্রীদের দপ্তর বন্টন ও পুনর্গঠন এর দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে?


 উত্তরঃ- প্রধানমন্ত্রী ।


24.বাজেট কে পেশ করেন?


 উত্তরঃ- অর্থমন্ত্রী।


25- রাজ্যপালকে "সোনার খাঁচায় বন্দি পাখি"- কে বলেছেন?


 উত্তর সরোজিনী নাইডু।


26. রাজ্যপাল কে শপথ বাক্য কে পাঠ করান?


 উত্তর: হাইকোর্টের প্রধান বিচারপতি।


27. মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?


 উত্তরঃ- রাজ্যপাল।


28. ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?


উত্তরঃ- রাষ্ট্রপতি।



দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান, সপ্তম অধ্যায়ঃ 'ভারতের শাসন বিভাগ'- থেকে ছোটো প্রশ্ন উত্তর pdf সহ


1. ভারতের শাসন বিভাগ একক পরিচালক না বহু পরিচালক?


 উত্তরঃ- ভারতের শাসন বিভাগ বহু পরিচালক বিশিষ্ট।


2. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?


 উত্তরঃ- ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে।


3. ভারতের নামসর্বস্ব শাসক কাকে বলা হয়?


উত্তরঃ- রাষ্ট্রপতিকে ভারতের নামসর্বস্ব শাসক বলা হয়।
 কারণ প্রকৃত শাসন কর্য পরিচালনা করেন প্রধানমন্ত্রী।


4.ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?


 উত্তর:- ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থার দ্বারা পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন।


5. কোটা কী?


উত্তরঃ- রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সকল প্রার্থীর প্রথম পছন্দের ভোট সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে, ভাগফলের সঙ্গে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে, তাকে কোটা বলা হয়।


6. ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা যায়?


উত্তরঃ- সংবিধানের 61 নং ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। 


7. ইমপিচমেন্ট পদ্ধতি কী? 


 উত্তরঃ- সংবিধান ভঙ্গের অপরাধে ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট বলা হয়।


8. রাষ্ট্রপতি কাদের পদচ্যুত করতে পারেন?


 উত্তরঃ- রাষ্ট্রপতি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ভোগ করার সাথে সাথে পদচ্যুত সংক্রান্তও ক্ষমতা ভোগ করে থাকেন। যেমন অ্যাটর্নি জেনারেল, পিএসসির সদস্য এবং পার্লামেন্টের প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারককে পদচ্যুত করতে পারেন।


9 . রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কাকে বলে?


 উত্তরঃ- রাজ্য বিধানসভায় গৃহীত কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার্থে রাজ্যপাল প্রেরণ করলেন রাষ্ট্রপতি সেই বিলকে সম্মতি দিতে অস্বীকার করলে, তাকে ভেটো ক্ষমতা বলা হয়।


10. রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কত প্রকার ও কী  কী?


 উত্তরঃ- রাষ্টপতির হাতে তিন ধরনের ভেটো ক্ষমতা রয়েছে।যথা- (1) চরম ভেটো। (2) স্থগিতকারী ভেটো (3) পকেট ভেটো।


 11. পকেট ভেটো ক্ষমতা কী?


 উত্তরঃ- যে সব বিলে রাষ্ট্রপতি সম্মতি না দিয়ে অথবা পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য বিলটিকে আটকে রাখেন, তাকে রাস্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলে ।


12. রাষ্ট্রপতি কী  কী জরুরি অবস্থা ঘোষণা করেন?


 উত্তরঃ- ভারতের রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেন।যথা- (1) জাতীয় জরুরি অবস্থা (2) রাজ্যসমূহের সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা (3) আর্থিক জরুরি অবস্থা।


13. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে?


 উত্তর:- রাজা বা রানী আইনগতভাবে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে জনগণই সেখানে প্রকৃত শাসক, তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে।


14. ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন?


 উত্তরঃ- পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থার দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।


15. ভারতের প্রধানমন্ত্রীর যেকোনো দুটি ক্ষমতা উল্লেখ করো।


 উত্তরঃ- ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো- (i) ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করা, (ii) রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সংযোগকারীর ভূমিকা পালন করেন। 


16.ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন?


 উত্তর:- ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল।



 এই সকল প্রশ্নোত্তরের  PDF দেওয়া হলো। PDF টি পাওয়ার জন্য CLICK HERE- 👇👇👇



আরো দেখো .....



পরীক্ষা সংক্রান্ত আরো বিশদ জানতে CLICK HERE 




Post a Comment

0 Comments