***মাধ্যমিক বাংলা সাজেশন 2022||Madhyamik Bangla Suggestion 2022

 মাধ্যমিক বাংলা সাজেশন-2022:- HELLO,আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা অনেকেই সাজেশনের জন্য অনুরোধ করেছো আমাদেরকে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা মাধ্যমিকের বাংলা সাজেশন 2022 প্রকাশ করলাম।


■ তোমরা অনেকেই খুঁজে চলেছো-মাধ্যমিক বাংলা সাজেশন 2022, Madhyamik Bangla Suggestion 2022,মাধ্যমিক বাংলা সাজেশন 2022 answer,মাধ্যমিক বাংলা সাজেশন 2022 উত্তর,মাধ্যমিক সাজেশন 2022 pdf,মাধ্যমিক বাংলা সাজেশন 2022 mcq,madhyamik bengali Suggestion 2022 pdf download, মাধ্যমিক সাজেশন 2022 বাংলা,মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2022 প্রভৃতি। 


মাধ্যমিকের শিক্ষার্থীদের কথা ভেবেই আমরা মাধ্যমিক বাংলা সাজেশন 2022 প্রকাশ করলাম। সাজেশনের মধ্যে দেওয়া অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের www.parasuna.com এ। এছাড়াও Suggestion  এর কোন প্রশ্নের উত্তর পেতে চাইলে ওয়েবসাইটের নিচে দেওয়া আমাদের Telegram গ্রুপে যুক্ত হয়ে সম্পূর্ণ বিনামূল্যে নোট সংগ্রহ করতে পারবে।


2022 সালের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক বাংলা সাজেশন 2022



Exam NameWB Madhyamik  Examination-2022 
BOARDWBBSE
EXAM DATE7TH March
TopicBANGLA SUGGESTIONS 
Common99%

 গল্প

1** জ্ঞানচক্ষু (মান-3)

i. " রত্নের মূল্য জহুরির কাছে"- জহুরি শব্দের অর্থ কী? এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে?

ii. " শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে"- কে সংকল্প করে? তার সংকল্প করার কারণ কী? 

iii. সারা বাড়িতে শোরগোল পড়ে যায়"- সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কী?


 **রচনাধর্মী প্রশ্ন (মান- 5)

I. 

i."তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।"- আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কী?

ii.'জ্ঞানচক্ষু'- গল্পের কেন্দ্রীয় চরিত্র কে ? তার চরিত্রের বর্ণনা দাও।

iii. " নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের"-কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্তিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কীভাবে?


2.বহুরূপী (মান- 3)

i." সে ভয়ানক দুর্লভ জিনিস"- এখানে 'সে' বলতে কী বোঝানো হয়েছে? তাকে দুর্লভ বলার কারণ ব্যাখ্যা করো।

ii. হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন? তিনি কীভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়ে ছিলেন?

iii. "এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন"- সন্ন্যাসী কতদিন ছিলেন সন্ন্যাস এর সংক্ষিপ্ত পরিচয় দাও।

☆☆☆রচনাধর্মী প্রশ্ন (মান 5)

i. "আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো"- বক্তা কে? তিনি যে খেলা দেখিয়েছিলেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও।

ii. " হরিদ্বার জীবনে সত্যিই নাটকীয় বৈচিত্র আছে"- পাঠ্য গল্প অবলম্বনে হরিদার নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও।


3. পথের দাবী ( মান-3)

i. "বাবুজি এসব কথা বলার দুঃখ আছে"- বক্তা কে? কোন প্রসঙ্গে সে একথা বলেছে?

ii. "এত বড় বন্ধু "- কাকে কেন এত বড় বন্ধু বলা হয়েছে?

iii. " বুড়ো মানুষের কথাটা শোনো"- বুড়ো মানুষটি কে? তার কোন কথা শুনতে বলা হয়েছে?

iv. " আমি বাবু ধর্মভীরু মানুষ"- বক্তা কে? কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন?

রচনাধর্মী প্রশ্ন ( মান-5)

i. "বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে"- বাবুটি কে? তার পোশাক ও সাজ-সজ্জার পরিচয় দাও।

ii. 'পথের দাবী'- গল্প অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো।


কবিতা

1** অসুখী একজন (মান-3)

i. "আমি তাকে ছেড়ে দিলাম"- কাকে কবি ছেড়ে দিলেন? কেন তাকে ছেড়ে দিলেন?

ii. "শিশু আর বাড়িরা খুন হলো"- শিশু আর বাড়িরা বলতে কবি কী বুঝিয়েছেন? কেন তারা খুন হল?

iii. "তারা আর স্বপ্ন দেখতে পারলো না"- কারা স্বপ্ন দেখতে পারলো না ?তাদের স্বপ্ন দেখার তাৎপর্য কী?

রচনাধর্মী প্রশ্ন (মান-5)

i. 'অসুখী একজন'- কবিতায় যুদ্ধের যে বীভৎসতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো।


2.আয় আরো বেঁধে বেঁধে থাকি (মান-3)

i. "আমাদের ইতিহাস নাই"-কে কেন এ কথা বলেছেন?

ii. " আয় আরো বেঁধে বেঁধে থাকি"- কবি কাদের ডেকেছেন? বেঁধে বেঁধে  থাকার প্রয়োজনীয়তা কোথায়?

iii. "আমরা ভিখারি বারো মাস"- কারা কেন বারো মাস ভিখারি?


রচনাধর্মী প্রশ্ন (মান-5)

i. আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মমার্থ লেখো।


3. আফ্রিকা(মান-3)

i." সংগ্রহ করছিলেন দুর্গম এর রহস্য"- তাৎপর্য বিশ্লেষণ করো।

ii. "হায় ছায়াবৃতা"- কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে?

iii." এল ওরা লোহার হাতকড়ি নিয়ে"- কারা এল? তাদের এভাবে আসার কারন কি?


রচনাধর্মী প্রশ্ন (মান-5)

i. "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।"- কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

ii. "এসো যুগান্তরের কবি"- যুগান্তরের কবি কে? কবি কেন যুগান্তরের কবিকে আহবান করেছেন?


4. অভিষেক (মান-3)

i. " জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া"- কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কী? 

ii. বিদায় হবে দেহ, বিধুমুখী "-  কাকে বিধুমুখী বলা হয়েছে ?কেন বিদায় চাওয়া হয়েছে?


রচনাধর্মী প্রশ্ন (মান 5)

i. অভিষেক কবিতার ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো।

ii. " সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি"- পাঠ্যাংশ অবলম্বনে রাবণের রণসজ্জার পরিচয় দাও।


5. প্রলয়োল্লাস(মান-3)

i. " বজ্রশিখার মশাল চলে আসছে ভয়ঙ্কর"- ভয়ংকরের হাসার কারণ কী?

ii. " ভেঙে আবার গড়তে জানে সেই চিরসুন্দর"- কারা? কিভাবে ভেঙে আবার গড়তে জানে?


প্রবন্ধ

** হারিয়ে যাওয়া কালি কলম

i. 'ফাউন্টেন' পেনের বাংলা নাম কে দিয়েছেন? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সংক্ষেপে লেখ?

ii. 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধের লেখক তার প্রথম কলম কেনার যে অভিজ্ঞতার কথা বলেছেন, তা সংক্ষেপে লেখো।

iii." আমাদের সহজ কালি তৈরীর পদ্ধতি"- লেখকের সহজ কালি তৈরির পদ্ধতির বর্ণনা দাও।

 

নাটক

** সিরাজদৌল্লা 

i. সিরাজদৌল্লা নাটক অবলম্বনে সিরাজদৌল্লা চরিত্রটি   আলোচনা করো।

ii. ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো।

iii. "পলাশী! রাক্ষসী পলাশী!" -বক্তা কে? এ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো।


কোনি

i. 'কোনি' উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ এর চরিত্রটি বিশ্লেষণ করো।

ii. এটা বুকের মধ্যে পুষে রাখুক"- কী পুষে রাখার কথা বলা হয়েছে ?কী কারনে পুষে রাখা?

iii. ' আজ বারুণী"- রারুণী তিথিতে গঙ্গা ঘাটের দৃশ্যের বর্ণনা দাও।

iv. " ফাইট কোনি ফাইট"- দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে জীবনসংগ্রাম তা সংক্ষেপে আলোচনা করো।

v. " কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে"- বক্তা কে? কোন প্রসঙ্গে এ উক্তি? এই উক্তিতে বক্তারা কীরূপ মনোভাব ফুটে উঠেছে?


প্রতিবেদন রচনা(মান-5)

i. জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়।

ii. রক্তদান শিবির।

iii. টানা বৃষ্টিতে তোমার অঞ্চলের জনজীবন বিপর্যস্ত।

iv. তোমার বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত।

অথবা

সংলাপ রচনা

i. পেট্রল পণ্যের মূল্য বৃদ্ধি।

ii. বৃক্ষরোপনের উপযোগিতা।

iii. মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক।


প্রবন্ধ রচনা

i. দৈনন্দিন জীবনের বিজ্ঞান।

ii. বিজ্ঞান ও কুসংস্কার।

iii. বাংলার উৎসব।

iv. অতিমারি করোনা ও বর্তমান বিশ্ব মানব সভ্যতা।

v. তোমার জীবনের লক্ষ্য।

vi. চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা।


( বঙ্গানুবাদ সংসদের দেওয়া টেস্ট পেপারের গুলো দেখবে )



Read More....


হারিয়ে যাওয়া কালি কলম mcq & saq


সিরাজদৌল্লা নাটকের বড়ো প্রশ্ন ও উত্তর 

Post a Comment

0 Comments