***একাদশ শ্রেণীর দর্শন সাজেশন2022 ||CLASS XI PHILOSOPHY SUGGESTIONS 2022

দর্শন সাজেশন 2022:- পরীক্ষার শেষ মুহূর্তে একাদশ শ্রেণীর দর্শন সাজেশন। তোমরা অনেকেই খুঁজে চলেছো একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2022, Class  XI Philosophy Suggestion 2022, একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2022 pdf, একাদশ শ্রেণীর PHILOSOPHY SUGGESTIONS 2022।তাই তোমাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

■ ছোট প্রশ্ন উত্তরের জন্য আমাদের ওয়েবসাইটে ধারাবাহিকভাবে যেসকল কন্টেন আপলোড করা হয়েছে অধ্যায়ভত্তিক সেগুলি পড়লেই হবে ।তাই আলাদা করে MCQ, SAQ বা সংক্ষিপ প্রশ্ন ও উত্তর এর সাজেশন দেওয়া হলো না।

Topicএকাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2022
BoardWBCHSE
Year2022
Common 99%
Exam Date11 th March



একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2022

পাশ্চাত্য দর্শন 

দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের স্বরূপ ও মতবাদঃ-


1. জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয়? বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো।


2. জ্ঞানের উৎস ও স্বরূপ বিষয়ে লকের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো।


3. জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো।


4. বুদ্ধিবাদীদের মূল বক্তব্যগুলি কী  কী? এই মতবাদের ত্রুটিগুলি আলোচনা করো।


চতুর্থ অধ্যায়, কার্যকারণ সম্বন্ধঃ-


1. প্রসক্তি সম্বন্ধ কী? কারণ ও কার্যের সম্বন্ধ কী প্রসক্তি সম্বন্ধ আলোচনা করো।


2. হিউম কীভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন? এই ব্যাখ্যা কী যথাযথ?


3. কার্য ও কারণের মধ্যেকার প্রসক্তি সম্বন্ধের স্বরূপ কী প্রকার? এই বিষয়ে বুদ্ধিবাদীদের বক্তব্য সমালোচনাসহ উল্লেখ করো।


ভারতীয় দর্শন

দ্বিতীয় অধ্যায়, চার্বাক দর্শনঃ-


1. চার্বাক দর্শনকে নিদর্শন কেন বলা হয়? চার্বাক জড়বাদ কী সমর্থন যোগ্য আলোচনা করো। 


2. চার্বাক দেহাত্মবাদ ব্যাখ্যা করো । এটি কী গ্রহণযোগ্য?


3. কর্মবাদ কী? কর্মবাদ সম্পর্কে আলোচনা করো।


4. অনুমান কোনো প্রমাণ নয় কেন? চার্বাকরা কীভাবে অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন তা আলোচনা করো।


চতুর্থ অধ্যায়ঃ ন্যায় দর্শন


1. অনুমিতি কাকে বলে? অনুমিতির ক্ষেত্রে পক্ষ, সাধ্য ও হেতু পদের ভূমিকা উল্লেখ করো।


2. সন্নিকর্ষ কাকে বলে? দৃষ্টান্তসহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ গুলি আলোচনা করো।


3. নির্বিকল্পক ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কীভাবে জানা যায়?


ষষ্ঠ অধ্যায়, সমসাময়িক ভারতীয় দর্শনঃ


1. রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো।


2. মানবতাবাদ কী? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানবধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো।



পড়াশোনাঃ-  একাদশ শ্রেণীর দর্শন সাজেশন থেকে 99% কমন পাওয়ার সম্ভাবনা আছে । তাই তোমরা সাজেশনটি অবশ্যই ফলো করবে । তোমাদের সুবিধার্থে সাজেশনটির পিডিএফ দেওয়া হল।


একাদশ শ্রেণীর দর্শন সাজেশনটির পিডিএফ CLICK HERE DOWNLOAD PDF  

একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় 

একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান  প্রশ্ন ও উত্তর 


এক


আড় পড়ো





Post a Comment

0 Comments