একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান || দশম অধ্যায় ||MCQ & SAQ

পড়াশোনা- একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, দশম অধ্যায়, আধুনিক শিক্ষার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীঃ প্রাক স্বাধীনতার যুগ অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হল। 2022 সালে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় বসবে তাদের জন্য সম্ভাব্য সাজেশন ভিত্তিক প্রশ্ন-উত্তরগুলি সেট করা হয়েছে। অধ্যায়টি মূলত তিনবার রিডিং পড়ার পর আমাদের দেওয়া প্রশ্ন-উত্তরগুলি তোমরা ভালোভাবে পড়বে।

শিক্ষাবজ্ঞানের গ্রুপ সি তে যে সকল MCQ আসে তার মধ্যে  দশম অধ্যায়ঃ থেকে দুটি  MCQ আসবে এবং দুটি SAQ আসবে। তোমাদের সহযোগিতায় পড়াশোনা সর্বদা পাশে আছে।



বিষয়ঃশিক্ষাবিজ্ঞান 
অধ্যায়ঃ দশম:- আধুনিক শিক্ষার পরিপ্রেক্ষিতে
 গুরুত্বপূর্ণ ঘটনাবলি: প্রাক্- স্বাধীনতা 
প্রশ্নের ধরনMCQ & SAQ
MCQ30 টি।
SAQ10 টি।


একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ mcq



 1. মাধ্যমিক শিক্ষা বিস্তারে 'A' কোর্স বলা হয় কোনটিকে?


Ans- সাধারণ শিক্ষাকে।


2. 'Grant-in-Aid'- দেওয়ার সুপারিশ করা হয়েছিল কোন কমিশনে?


Ans:- উডের ডেসপ্যাচ।


3.GCPI  গঠিত হয় কত সালে ?


Ans:- 1833 সালে।


4. ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার অ্যাক্ট কত বছর অন্তর নবীকরণ করার নিয়ম ছিল?


Ans:- 20 বছর অন্তর।


5. হিন্দু বিদ্যালয়ের প্রথম পরিকল্পনা কে করেন?


Ans:- ডেভিড হেয়ার।


6. 'উডের ডেসপ্যাচ'- কবে প্রকাশিত হয়েছিল?


Ans:- 1854 সালে।


7. ওয়ার্ধার শিক্ষা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?


Ans:- 1937 সালে।


8. সনদ আইন কবে পাস হয়?


Ans:- 1813 সালে।


9. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়? 


Ans:- 1904 সালে।


10. সিমলা শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?


Ans:- 1901 সালে ।


11. মাধ্যমিক স্তরে B কোর্স বলা হয় কোন শিক্ষাকে ?


Ans:- বৃত্তি শিক্ষাকে।


12. মাধ্যমিক শিক্ষা বিস্তারে A এবং B কোর্সের প্রস্তাব করা হয়েছিল কোন কমিশনে?


Ans:- হান্টার কমিশন।


13. প্রাথমিক বিদ্যালয়গুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য কোন প্রথা চালু হয়?


Ans:- সার্কেল।


14. সর্বপ্রথম কোন কমিশন মাধ্যমিক শিক্ষার 10+2 কাঠামো প্রতিষ্ঠার কথা বলে ?


Ans:-সার্জেন্ট রিপোর্ট।


15. মেকলে মিনিট কবে প্রকাশিত হয়?


Ans:- 1835 সালে।


16. স্যাডলার কমিশনের অপর নাম কী ?


Ans:- কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন।


17. উডের ডেসপ্যাচ কত সালে ভারতে পাশ হয় ?


Ans:- 1854 সালে।


18. শিক্ষার খাতে বার্ষিক 1 লক্ষ টাকার অনুদান বরাদ্দ হয়েছিল কার মাধ্যমে?


Ans:-  1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে।


19. ইন্টারমিডিয়েট কোর্সের সুপারিশ করে কোন কমিশন?


Ans- স্যাডলার কমিশন।


20. প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?


Ans - W.W. হান্টার।


21. ছাত্র মঙ্গল সংস্থা স্থাপনের প্রস্তাব দিয়েছিল কোন কমিশন?


Ans- স্যাডলার কমিশন।


22. উডের ডেসপ্যাচকে 'ম্যাগনাকার্টা'র সঙ্গে তুলনা করেছিলেন কে?


Ans:- জেমস সাহেব।


23. চুইয়ে পড়া নীতির কথা বলা হয় কোথায়?


Ans- মেকলে মিনিটে।

 

24. হান্টার কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল?


Ans- কুড়ি জন।


25. DPI-  কথাটির পুরো নাম কী ?


Ans:- ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন।


26. আনন্দমোহন বসু কোন কমিশনের সদস্য ছিলেন?


Ans:- হান্টার কমিশন।


27. হান্টার কমিশন কে গঠন করেন?


Ans:- ভাইসরয় লর্ড রিপন। 


28. কোন কমিশন ধর্ম শিক্ষার বিষয়ে 'ধর্মনিরপেক্ষ নৈতিক শিক্ষা' দানের সুপারিশ করেন?


Ans:- হান্টার কমিশন।


29. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়?


Ans:-  1917 সালে।


30. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন?


Ans:- মাইকেল স্যাডলার।



একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানঃ দশম অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ  SAQ


1.চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো?


উত্তর - চুইয়ে পড়া নীতি বলতে উপরতলার কতিপয় শিক্ষার মাধ্যমে জনসাধারণের জন্য ছিটেফোঁটা শিক্ষাকে বোঝায়।


2. GRANT-IN-AID বলতে কী বোঝায়?


উত্তরঃ - উড সাহেবের দলিলের ঘোষণা মতো কিছু শর্তসাপেক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে সরকারি সাহায্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এই সাহায্যদানকে বলা হয় GRANT-IN-AID ।



3.উডের ডেসপ্যাচের যেকোনো একটি গুরুত্বপূর্ণ সুপারিশ লেখ।


উত্তরঃ -উডের ডেসপ্যাচ বলা হয় ভারতে স্ত্রী শিক্ষার প্রসার ঘটেনি অথচ উপযুক্ত স্ত্রী শিক্ষা প্রসার ছাড়া জন  শিক্ষার উন্নতি সম্ভব নয়, তাই অধেক বালিকা বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।


4.হান্টার কমিশনের সুপারিশে A এবং B কোর্সের  প্রসঙ্গে কী বলা হয়েছে?


উত্তরঃ -হান্টার কমিশনের সুপারিশে বলা হয়েছে এ কোর্সের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রবেশের প্রস্তুতির জন্য তথ্যমূলক শিক্ষা গ্রহণ করবে শিক্ষার্থীরা ব্যবহারিক বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে।


5.লর্ড কার্জনের শিক্ষানীতি কত সালে পাস হয়?


উত্তরঃ - লর্ড কার্জন 1904 সালের 11 ই মার্চ একটি সরকারি সিদ্ধান্তের আকারে তার শিক্ষানীতি প্রকাশ করেন।


6.কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের দুজন ভারতীয় ও দুজন বিদেশি সদস্যের নাম লেখ?


উত্তরঃ -কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের দুইজন ভারতীয় সদস্য হলেন- স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর জিয়াউদ্দিন আহমদ। আবার দুইজন বিদেশী সদস্য হলেন- ড গ্রেগোরি ও  অধ্যাপক মুর ।



7.CABE এর পুরো নাম কী? 


উত্তরঃ- CABE এর পুরো নাম হলো Central Advisory board of Education. 


8. " ম্যাগনাকার্টা"-  কী? 


উত্তরঃ- ম্যাগনাকার্টা হলো ইংল্যান্ডের অধিবাসীদের একটি অধিকারপত্র।


9. সার্জেন্ট পরিকল্পনায় 'একাডেমি স্কুলে' কোন কোন শাখায় পাঠদানের কথা বলা হয়?


উত্তরঃ- সার্জেন্ট পরিকল্পনায় "একাডেমিক স্কুল"  বিশুদ্ধ কলা ও বিশুদ্ধ বিজ্ঞান শাখায় পাঠদানের কথা হয়।


10. লর্ড কার্জন কত সালে বড়লাট হয়ে ভারতে আসেন?


উত্তরঃ- লর্ড কার্জন 1899 সালে বড়লাট হয়ে ভারতে আসেন। 


READ MORE....


একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় MCQ & SAQ


সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর কর্তার ভূত


একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়MCQ & SAQ


Post a Comment

0 Comments