দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf

 

পড়াশোনা:-দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf - মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন - উত্তর  সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে - মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022 / দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় / জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন উত্তর 2022 / মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় mcq & saq / wbbse class 10 life science chapter 1 question answer / class 10 life science question answer in bengali 1st chapter / life science class 10 chapter 1 mcq / life science class 10 in bengali 1st chapter প্রভৃতি


■ নির্দিষ্ট সূচীতেই নির্দিষ্ট সময়েই পরীক্ষা হবে। গরমের ছুটির পরেই প্রিটেস্ট পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের কথা ভেবেই আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর দেওয়া হলো। প্রশ্নের উত্তরের PDF দেওয়া হলো। বার্ষিক পরীক্ষায় 99% সম্ভাবনা আসার। 

বিষয় জীবন বিজ্ঞান 
অধ্যায় প্রথমঃ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। 
প্রশ্নের ধরণMCQ & SAQ ।
প্রশ্ন সংখ্যা  MCQ - 102
SAQ - 15 
প্রশ্নের মান 1


মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উওর mcq


1.মানবদেহে হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?

রক্ত।

2.উদ্ভিদে গ্যালভানোট্যাকটিক চলন কীসের প্রভাবে দেখা যায় ?

তড়িৎশক্তি।

3.ত্বকের অনুভূতি সংগ্রাহক কোনটি ?

এপিডার্মিস।

4.রাসায়নিকভাবে ইনসুলিন প্রকৃতিতে কীরূপ ?

পেপটাইড।

5.দুটি নিউরোনের সংযোগস্থলকে কী বলে ?

সাইন্যাপ্স।

6.যে যোগকলা আবরণী কেন্দ্রীয় স্নায়ুকে রক্ষা করে সেটিকে কী বলা হয় ?

মেনিনজেস।

7.বৃদ্ধি নিয়ন্ত্রণ ,উদ্ভিদের বিভিন্ন অংশের বয়ঃবৃদ্ধিকে হ্রাস করে কোন হরমোন ?

সাইটোকাইনিন।

8.পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত ?

১.৩৬ কিগ্ৰা।

9.অগ্ন্যাশয় থেকে নিঃসৃত কোনটি দেহের শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে ?

ইনসুলিন।

10.আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোশ থেকে নিঃসৃত হয় কোন হরমোন ?

ইনসুলিন।

11.জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে জিনের প্রভাব ঘটে কীসের মাধ্যমে ?

প্রোটিন সংশ্লেষ।

12.মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কী বলে ?

CSF

13.মানবদেহের তাপমাত্রা নীম্নের কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

হাইপোথ্যালামাস।

14.অলফ্যাক্টরি স্নায়ু নীম্নের কোন কাজে সাহায্য করে ?

ঘ্রান।

15.নর এপিনেফ্রন আমাদের কী বাড়িয়ে দেয় ?

রক্তচাপ।

16.ঘ্রান অনুভূতি গৃহীত হয় মস্তিষ্কের কোন অংশ দ্বারা ?

অলফ্যাক্টরি লোব দ্বারা।

17.স্টেরয়েড হরমোন পাওয়া যায় কী থেকে ?

কোলেস্টেরল থেকে।

18.দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি কী ?

হাইপোথ্যালামাস।

19.কোন হরমোন রক্তে Ca এর মাত্রা নিয়ন্ত্রণ করে ?

প্যারাথাইরয়েড।

20.নীম্নের হারমোনগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয় ?

প্রোস্টাগ্ল্যান্ডিন।

21.নিম্নের কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

থাইরক্সিন।

22.BMR এর ওপর থাইরক্সিনের প্রভাব কী ?

বৃদ্ধি পায়।

23.নিম্নের কোন হরমোনটি BMR বৃদ্ধি করে ?

থাইরক্সিন।

24.সবথেকে দীর্ঘ করোটীয় স্নায়ু কী ?

ভেগাস।

25.ভ্রূণমুকুলাবরনীতে কোন হরমোন পাওয়া যায় ?

IAA 

26.নিম্নের কোনটি পশ্চাদমস্তিষ্কে পাওয়া যায় না ?

লঘু মস্তিস্ক।

27.কুঁড়ি থেকে ফুল ফোটে কী ধরনের চলন ?

ন্যাস্টিক চলন।

28.মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি ?

সায়াটিক নার্ভ।

29.মানুষের মস্তিষ্কের আবরনীর নাম কী ?

মেনিনজেস।

30.কানের ভারসাম্য রক্ষা করে নিম্নের কোন অঙ্গ ?

অলেটালিথ।

31.ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে নিম্নের কোনটি ?

থাইরক্সিন।

32.জাইগ্যান্টিজম কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে ঘটে ?

STH

33.নিম্নের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ ?

অগ্ন্যাশয়।

34.নিম্নের কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয়রূপে কাজ করে ?

হরমোন।

35.ACTH এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?

কুশিং রোগ।

36.নিচের কোনটি লোকাল হরমোন ?

টেস্টোস্টেরন।

37.কেঁচোর গমন অঙ্গের নাম কী ?

সিটা।

38.TSH এর উৎপত্তি স্থল কোথায় ?

পিটুইটারি।

39.মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে হয় ?

থাইরক্সিন।

40.অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?

ক্ষনপদ।

42.সোয়ান কোশ নিম্নলিখিত কোন অংশে দেখা যায় ?

অ্যাক্সন।

43.প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি ?

HCG

44.দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি ?

ভেগাস।

45.কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে ?

থাইরক্সিন।

46.ব্যাঙের শিকার ধরা নিম্নের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া ?

জটিল প্রতিবর্ত।

47.ডাবের জল নিম্নের কোন প্রকৃতির ?

টিপ্লয়েড।

48.মানব অক্ষি গোলকের মেলানিন রঞ্জক দ্বারা গঠিত স্তরটি কী ?

কোরয়েড।

49.'প্রতিবর্ত ক্রিয়া' কে আবিষ্কার করেন ?

পাভলভ।

50.নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে ?

ইথিলিন।

51.মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত ?

৩১ জোড়া।

52.মূত্রে জলের পরিমান কোন হরমোন নিয়ন্ত্রণ করে ?

ADH

53.হাইপেরমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টির দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয় ?

সমতল।

54.একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষু দান করা উচিত ?

৪-৬ ঘন্টা।

55.একটি দীর্ঘ স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ কোনটি ?

এন্ডনিউরিয়াম।

56.মস্তিষ্কের কোন অংশ দেহের যৌন আবেগ নিয়ন্ত্রণ করে ?

হাইপোথ্যালামাস।

57.পিটুইটারি গ্রন্থি থেকে নিম্নের কোন হরমোন ক্ষরিত হয় না ?

ইনসুলিন।

58.পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত ?

চক্ষু।

59.নর-এপিনেফ্রিনের প্রধান কাজ কী ?

রক্তচাপ বৃদ্ধি করা।

60.চোখের রড কোশে আলোক সুবেদি প্রোটিন রঞ্জকটি কী ?

রোডপসিন।

61.চোখের রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থলকে কী  বলে ?

অন্ধ বিন্দু।

62.নিম্নের কোন প্রাণীর দেহে সর্বপ্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে ?

হাইড্রা।

63.নিম্নের কোন পাখির দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় ?

পায়রা।

64.অশ্রুতে উপস্থিত ব্যাকটিরিও লাইটেক উৎসেচকটি কী ?

লাইসোজাইম ভিট্রিয়াস।

65.হাঁপানির শ্বাস কষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় ?

ইনসুলিন।

66.কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলে ?

অ্যাবসিসিক অ্যাসিড।

67.পারকিনসনস রোগ নিম্নলিখিত কোন অংশের স্নায়ু কোশের ক্ষয় দেখে চিহ্নিত করা হয় ?

Substantia Nigra

68.সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে কী বলা হয় ?

স্মৃতি ক্ষয়।

69.'বীজহীন কলা ' কীসের উদাহরণ ?

পার্থেনোকার্পি।

70.'অন্ধ বিন্দু' দেহের কোথায় থাকে ?

চোখে।

71.জিভের তেতো স্বাদ গ্রহণকারী অংশ কোনটি ?

জিভের গোড়া।

72.জিয়াটিন কী ?

প্রাকৃতিক ইথিলিন।

73.নিম্নলিখিত কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধক হিসেবে কাজ করে ?

ABA

74.নার্ভকোশ বিভাজিত হয় না কারণ কী ?

সেন্ট্রোজোম থাকে না।

75.নার্ভ কোশের অ্যাকশন পোটেনশিয়াল কত ?

৬০mv

76.নিম্নে কার ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে ?

মাছ।

77.সারকোলেমা কীসের আবরণী ?

পেশি তন্তুর।

78.অগ্রস্থ প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকৃতির হরমোনের সাথে যুক্ত ?

অক্সিন।

79.পতঙ্গের শরীরে করপোড়া অ্যালাটা থেকে নিঃসৃত হয় কোন হরমোন ?

মোলটিং হরমোন।

80.সাইন্যাপটিক ভেসিকল মধ্যস্থ জৈব রাসায়নিক পদার্থটি কী ?

ডোপামিন।

81.স্পাইনাল কর্ড কার মধ্য দিয়ে যায় ?

নিউরাল ক্যানাল।

82.কোন অঙ্গটি স্বয়ং ক্রিয় স্নায়ু কোশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না ?

চক্ষু।

83.নিকটবদ্ধ দৃষ্টিজনিত ত্রুটি সংশোধন করা হয় কত দ্বারা ?

কনকেভ লেন্স।

84.ভ্রুনের কোন অংশ থেকে স্নায়ু কোশ উৎপন্ন হয় ?

একটোডার্ম।

85.করোটির যে ছিদ্র দিয়ে সুষুম্নাকাণ্ড মেডেলা অবলংগাটা থেকে নির্গত হয় ,তাকে কী  বলে ?

ফোরামেন ম্যাগনাম।

86.চোখের রেটিনা অংশে কোন ছবি গঠিত হয় ?

রিয়েল এন্ড ইনভার্টেড।

87.কোন পেশিকে স্বেচ্ছায় নিয়ন্ত্রিত করা যায় ?

রেখাঞ্জিত ঐচ্ছিক।

88.স্তন্যপায়ীদের সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?

৭টি।

89.নিম্নের কোনটি দেহের সবচেয়ে কঠিন অংশ ?

এনামেল।

90.কোলেস ভঙ্গুর সাথে কী যুক্ত থাকে ?

রেডিয়াস।

91.গয়টার নিম্নের কোনটির অভাবে হয় ?

আয়োডিন।

92.রাসায়নিকভাবে হরমোন কী ?

প্রোটিনস।

93.নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক অক্সিন ?

IAA

94.নিম্নের কোন রোগটি ADH এর প্রভাবে ঘটে ?

ডায়াবেটিস ইনসিপিডাস।

95.কোন উদ্ভিদ হরমোনটি বার্ধ্যকের জন্য দায়ী ?

ইথিলিন।

96.নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় ?

লালা গ্রন্থি।

97.পাকা ফলে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় ?

ইথিলিন।

98.আরশোলার গমন অঙ্গের নাম কী ?

বক্ষদেশ।

99.আরশোলার ডানার সংখ্যা কত ?

দুই জোড়া।

100.জেলিফিশের গমন অঙ্গের নাম কী ?

কর্ষিকা।

101.তারা মাছের গমন পদ্ধতিকে কী  বলা হয় ?

ক্রিপিং।

102.পাখির লেজের পালকগুলিকে কী বলা হয় ?

রেক্টিসেস।  


জীবজগতে নিয়ন্ত্রণ  ও  সম্বন্বয় থেকে গুরুত্বপূর্ণ   বাছাই করা প্রশ্ন ও উত্তর saq


1. চলন বা সঞ্চালন কাকে বলে?

Ans- যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে দেহের কোন অঙ্গ সঞ্চালন করে তাকে চলন বা সঞ্চালন বলে ।

2. গমন কাকে বলে?

Ans- যে প্রক্রিয়ায় জীব স্বয়ংক্রিয়ভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্যত্র স্থান পরিবর্তন করতে পারে তাকে গমন বলে।

3. স্নায়ু কয় প্রকার ও কি কি?

Ans- গঠন অনুসারে নার্ভ বা স্নায়ু দুই প্রকার।যথা -i. নন মেডুলেটেড স্নায়ু।  ii. মেডুলারি আবরণবিহীন স্নায়ু ।


4. সিসমোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও?

Ans - স্পর্শ, আঘাত ,ঘর্ষন বা বায়ু প্রবাহ ইত্যাদি উদ্দীপকের তীব্রতার ফলে উদ্ভিদ দেহে যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোন্যাস্টিক চলন বলে। যেমন লজ্জাবতী গাছের পাতা স্পর্শের মাধ্যমে সাড়া দিয়ে নুয়ে পড়ে।


5. ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর মধ্যে পার্থক্য লেখ।


Ans- ট্রপিক চলনে উদ্ভিদ সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে না কিন্তু ট্যাকটিক চলনে উদ্ভিদ সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে।


6.জিওট্রপিক চলন কাকে বলে?


Ans- উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে জিওট্রপিক চলন বলে । যেমন— উদ্ভিদের মূল অভিকর্ষের টানে মাটির গভীরে প্রবেশ করে ।

7. প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো ।

Ans- প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য হল- (i) খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয় । (ii) বাসস্থান খোঁজার জন্য প্রাণীদের গমন হয় ।

8.সিলিয়ারি গমন কাকে বলে ? উদাহরণ দাও ।

Ans- সিলিয়ার আন্দোলনের সাহায্যে যে গমন তাকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে| যেমন -প্যারামিসিয়ামের গমন ।  

9. মাছের গমনে পুচ্ছ পাখনার ভূমিকা কী ?

Ans-  পুচ্ছ পাখনা গমনকালে মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে ।

10. নিওপ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস কাকে বলে ?

Ans- করা ছাড়া প্রোটিন, ফ্যাট ইত্যাদি উপাদান থেকে গ্লাইকোজেন বা গ্লুকোজ উৎপাদনকে নিওপ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলে।

11. অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলার কারণ কী ?

Ans-  অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্রগ্রন্থি বলা হয়।

12. শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত একটি করে হরমোনের নাম ও তাদের কাজ উল্লেখ করো ।

Ans- শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন, যা পুরুষদেহে গৌণ যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে। ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন, যা নারীদেহে গৌণ যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে।

13. অ্যাড্রিনালিনের উৎস ও কাজ উল্লেখ করো ।

Ans- অ্যাড্রিনালিন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা থেকে নিঃসৃত হয়। খাড়া হতে সাহায্য করে। এই হরমোন অণুর গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে এবং ত্বকের রোম খাড়া হতে সাহায্য কর।

14.শুক্রাশয় কোথায় অবস্থিত ?

Ans-শুক্রাশয় পুরুষ মানুষের দেহগহ্বরের বাইরে ফ্লোটাম নামক থলির মধ্যে অবস্থিত।

15. ADH-এর পুরো নাম উৎস ও কাজ উল্লেখ করো ।

Answer : ADH- এর পুরো নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এর উৎস পিটুইটারির পশ্চাদভাগ। এটি বৃক্কীয় নালির পুনঃশোষণে। সহায়তা করে।

সম্পূর্ণ ফাইলটি পেতে নীচের লিঙ্কে ক্লিক করো---

File details..

File format- pdf

File size- 378.0 Kb

File location- Google Drive 

CLICK HERE- DOWNLOAD PDF 



আরো পড়ো......


নার্সিং পরীক্ষার Online mock test 


জীবন বিজ্ঞান 100 mcq with PDF 


জীবন বিজ্ঞান মকটেস্ট 


WBJEE ANM and GNM পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস 


Post a Comment

0 Comments