![]() |
Gk mock test-6 |
GK for gnm nursing in bengali
Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো । ইতিমধ্যে অনেকে সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিলাপ করেছো, তবে এর জন্য তোমাদের CAT পরীক্ষায় বসতে হবে। গতবছর থেকে WEST BENGAL ANM & GNM NURSING JOINT ENTRANC EXAMINATION BOARD এই পরীক্ষার আয়োজন করছে।
■ অনেকের স্বপ্ন এই সমস্ত সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার। তাই অনেকেই ভর্তি পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছো। কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি। তাই আজকে আমরা নার্সিং পরীক্ষার জেনারেল নলেজ mcq in bengali / GK gnm nursing in bengali / gnm anm mcq প্রশ্ন আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।
WWW.PARASUNA.COM এর সহযোগিতায় প্রস্তুতি :-
নার্সিং এডমিশন টেস্ট নেওয়া হবে জুন মাসে। সেই মতো আমাদের হাতে সময় আছে মাত্র বিশ দিন। আমরা নিয়মিত MOCK TEST প্রকাশ করছি। এগুলি অনুশীলন করলে তোমাদের প্রস্তুতি অনেকটাই এগিয়ে যাবে। এছাড়াও বিষয় ভিত্তিক সম্ভাব্য MCQ & SAQ প্রতিদিন প্রকাশ করা হবে। ২০২২ সালের সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি অনুযায়ী নোট ও মক টেস্ট দেওয়া হবে। যেগুলো অনুশীলন করলে অবশই সফল হবে।
MOCK TEST দেওয়ার নিয়মাবলী :- ১. প্রথমে START QUIZ বোতামে ক্লিক করবে। এরপর তোমরা এক নম্বর প্রশ্ন দেখতে পাবে যার চারটি বিকল্প দেওয়া থাকবে। সঠিক বিকল্পটি বেছে নিতে হবে।
২. সঠিক উত্তর হলে সবুজ রঙ দেখাবে, ভুল হলে লাল রঙ দেখাবে অপশনটিতে। এরপর NEXT বোতামে ক্লিক করতে হবে।
৩. এইভাবে প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার পর নিজেদের স্কোর দেখতে পাবে এবং প্রস্তুতি কত পারসেন্ট হয়েছে তা দেখতে পাবে।
GK for gnm nursing in bengali
Topic | Free mock test |
Exam | Wbjee anm & gnm |
Subject | General knowledge |
Question | 30 |
Mark | 1/ question |
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
আরো পড়ো......
নার্সিং পরীক্ষার Online mock test
1 Comments
খুব ভালো লাগছে
ReplyDelete