কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি MCQ & SAQ || নবম শ্রেণীর বাংলা

কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি MCQ & SAQ || নবম শ্রেণীর বাংলা

 পড়াশোনা(ParaSuna):- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মে মাসের মধ্যেই নবম শ্রেণীর ইউনিট টেস্ট পরীক্ষা নিতে হবে ।আশাকরি ইতিমধ্যে তোমাদের বাংলা সিলেবাস সম্পর্কে ধারনা হয়েছে । তাই তোমাদের কথা ভেবে নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তরে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা(Parasuna.com) নিয়ে এসেছি কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি MCQ & SAQ / নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর / নবম শ্রেণীর বাংলা ছোটো প্রশ্ন ও উত্তর  / কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি ছোটো প্রশ্ন ও উত্তর / কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি MCQ / কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি SAQ / কালিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার নামকরণ / কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার বিষয়বস্তু / কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার উৎস প্রভৃতি আলোচনা করা হলো। বাংলায় নৈর্ব্যক্তিক প্রশ্ন (MCQ)থাকে 10টি এবং SAQ থাকে পাঁচটি ।তোমরা যাতে 20র মধ্যে 20 পাও তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি।

** বর্তমান পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহের কারনে সরকার ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।তাই বিদ্যালয় খোলার পর প্রথম ও দ্বিতীয় ইউনিট টেস্ট নেবে। সুতরাং এই ছুটির মধ্যে ইউনিট দুটির প্রস্তুতি যাতে তোমরা সঠিকভাবে নিতে পারো তারজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 



নবম শ্রেণীর বাংলা কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার গুরুত্বপূর্ণ MCQ




 

বিষয় বাংলা 
শ্রেণী নবম 
অদ্য পাঠঃ কালিঙ্গদেশে ঝড়বৃষ্টি 
আলোচ্য প্রশ্ন MCQ & SAQ
প্রশ্ন সংখ্যা MCQ 22 & SAQ 10 
মান ১ নম্বর 

Q ➤ চন্ডীমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি কে?


Q ➤ 'না পায় দেখিতে কেহ'- কী দেখতে পায়নি?


Q ➤ 'মেঘে কৈল অন্ধকার'- এর ফলে কী হয়েছিল?


Q ➤ চন্ডীমঙ্গল কাব্যে নবগঠিত রাজ্য টির নাম কী ছিল?


Q ➤ কে ঝড়-বৃষ্টির আদেশ দিয়েছিলেন?


Q ➤ চণ্ডীর আদেশ পান"- কে চণ্ডীর আদেশ পেয়েছিলেন?


Q ➤ কতদিন ধরে কলিঙ্গে বৃষ্টি হয়েছিল?


Q ➤ কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে?


Q ➤ চন্ডীমঙ্গল কাব্যের অপর নাম কী?


Q ➤ ' মেঘে কৈল অন্ধকার'- এর ফলে কী হয়েছিল?


Q ➤ কোন দিকে মেঘ উড়েছিল?


Q ➤ প্রজাদের বিষাদের কারণ কী ছিল?


Q ➤ 'চারি মেঘে বরিষে'- মেঘ কীভাবে বর্ষণ করছে?


Q ➤ ' প্রজা চমকিত'- প্রজার চমকিত হওয়ার কারণ কী?


Q ➤ 'সঘনে চিকুর পড়ে'- কেমন করে?


Q ➤ কলিঙ্গবাসী কী দেখতে পাইনি?


Q ➤ কলিঙ্গবাসীর ঘরের চাল ভাঙ্গার কারণ কী ছিল?


Q ➤ কলিঙ্গরাজ্যে সাতদিন ধরে কী হয়েছিল?


Q ➤ কলিঙ্গবাসী কাকে স্মরণ করেছিল?


Q ➤ ' ঘনঘন শুনি'- ঘনঘন কী শোনা যায়?


Q ➤ ঈশান কথার অর্থ কী?


Q ➤ 'বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়'- রড় কথাটির অর্থ কী?






নবম শ্রেণীর বাংলা কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার সম্ভাব্য SAQ


1. কলিঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার কারণ কী? 


Ans- কালকেতুর জন্য প্রতিষ্ঠিত গুজরাট নগরে কলিঙ্গের প্রজাদের আনতে চেয়েছিলেন দেবী চণ্ডী। তাই কলিঙ্গে ঝড়-বৃষ্টির আয়োজন করেছিলেন।



2. "দেখিতে না পায় কেহ"- কেউ কিছু দেখতে পারছিল না কেন?


Ans:- কলিঙ্গের আকাশ চারিদিকে ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছিল । সেই মেঘের রং এত কালো ছিল যে সূর্যের আলো দেখা যায়নি। তাই প্রজারা কেউ কারো অঙ্গ দেখতে পারছিল না।


3. "ডাকে উচ্চনাদে"- কে কোথায় উচ্চ নাদে ডেকেছিল?


Ans- কলিঙ্গে ধেয়ে আসা মেঘ উচ্চনাদে  অর্থাৎ প্রচণ্ড গর্জনে তার আগমনী বার্তা জানিয়ে দিয়েছিল।


4. " কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি"- 'জৈমিনি'- কে?


Ans- জৈমিনি হলেন ব্যাসের শিষ্য। তার রচিত মহাভারত  'জৈমিনি মহাভারত' নামে পরিচিত ।তার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।


5. "উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত"- প্রজাদের 'চমকিত' হওয়ার কারণ কী? 


Ans- অকালে ঝড়-বৃষ্টিতে কলিঙ্গদেশ ভেসে গিয়েছিল। সমস্ত ফসল নষ্ট হয়েছিল। যা দেখে প্রজারা চমকিত  হয়েছিল।


6. "চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ"- অষ্টগজরাজ কিভাবে জল দেয়?


Ans- মুকুন্দ চক্রবর্তী প্রকৃতিকে নানান উপমা ও চিত্রকল্পের সাহায্যে উপস্থাপন করেছেন। এখানেও চারিদিকে মেঘের বৃষ্টিপাতকে অষ্ট গজরাজের জল দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।


7." গর্ত ছাড়ি ভুজঙ্গ"- ভুজঙ্গের গর্ত ছাড়ার কারণ কী?


Ans- প্রচন্ড জলের স্রোতে কলিঙ্গদেশের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। জলের তলায় ডুবে গিয়েছিল ভুজঙ্গের গর্ত অর্থাৎ সাপের গর্ত । তাই সে গর্ত ত্যাগ করেছিল।


8. চণ্ডীর আদেশে নদনদীগণ কী করেছিল?


Ans- চণ্ডীর আদেশে অশান্ত নদনদীগণ প্রবল স্রোতসহ কলিঙ্গদেশের মধ্যে প্রবেশ করেছিল। ফলে সেখানে সবকিছু প্লাবিত হয়েছিল।


9. " কারো কথা শুনতি না পায় কোনো জন"- এর কারণ কী? 


Ans- কলিঙ্গে এত ভয়ঙ্কর শব্দে মেঘের গর্জন হচ্ছিল যে কারো কথা কেউ শুনতে পাচ্ছিলেন না। ফলে প্রজারা  ভেবেছিল মহাপ্রলয় আরম্ভ হয়েছে।


10. " পথ হইল হারা"-  পথ কীভাবে হারাল?


Ans- প্রবল বৃষ্টিতে কলিঙ্গ নিমজ্জিত হয়েছিল। স্থলপথ জলমগ্ন হয়েছিল। ফলে পথ হারিয়ে গিয়েছিল।



READ MORE ....


কলিঙ্গদেশে ঝরবৃষ্টি  Free Online mock test. 

 





Post a Comment

2 Comments

  1. Thank's for the MCQ q: answer

    ReplyDelete
  2. এখানে আটটি হাতির নাম কি

    ReplyDelete