নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় mcq & saq

 

পড়াশোনা:- নবম শ্রেণীর জীবন বিজ্ঞান , জীববিদ্যা ও মানবকল্যাণ MCQ & SAQ। নবম শ্রেণীর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন - উত্তর  সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীরা খুজে চলেছে - নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় mcq & saq / নবম শ্রেণির জন্য জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ও মানব / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন ও উত্তর / west Bengal class 9 life Science question & answer  প্রভৃতি

■ নির্দিষ্ট সূচীতেই নির্দিষ্ট সময়েই পরীক্ষা হবে। গরমের ছুটির পরেই প্রিটেস্ট পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের কথা ভেবেই আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর দেওয়া হলো। প্রশ্নের উত্তরের PDF দেওয়া হলো। বার্ষিক পরীক্ষায় 99% সম্ভাবনা আসার। 

বিষয় জীবন বিজ্ঞান (নবম শ্রেণী)
অধ্যায় চতুর্থ অধ্যায়ঃ জীব বিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্নের ধরণMCQ & SAQ ।
প্রশ্ন সংখ্যা  MCQ - 65
SAQ - 7
প্রশ্নের মান 1


 নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ mcq 


1. বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটির নাম কী ?

Ans : টিটেনাস ।

2. মানুষের দেহে প্লাসমোডিয়ামের সংক্রমণ ঘটে কোন রোগে ?

Ans : ম্যালেরিয়া ।

2. নিম্নের কার দ্বারা মেনিনজাইটিস ঘটে ?

Ans : ভাইরাস মেনিন ।

3. মাম্পস নামক রোগটি ঘটে কিসের দ্বারা ?

Ans : ভাইরাস দ্বারা ।

4. স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগটির নাম কী ?

Ans : ডেঙ্গু ।

5. AIDS রোগের ভাইরাস HIV কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে ?

Ans : RNA ।

6.ক্যাপসিড বিহীন ভাইরাস কাকে বলা হয় ?

Ans : ভাইরয়েড ।

7.ব্যাকটেরিয়া কোশে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন ?

Ans : লেডারবার্গ ও জীনডার।

8.ব্যাকটেরিওফাজ এর 'ফাজ' কথাটির অর্থ কী ?

Ans : ভক্ষক ।

9.যোগ কলার অন্তর্গত নিম্নলিখিত কোন কোশটি এন্টিবডি গঠন করে ?

Ans : প্লাজমা কোশ ।

10.টিকাকারণ পদ্ধতি কে প্রথম আবিষ্কার করেন ?

Ans : এডওয়ার্ড জেনার ।

11.নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয় ?

Ans : AIDS ।

12.গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন ?

Ans : এডওয়ার্ড জেনার ।

13.নিম্নের কোন রোগটি দেহতরল দ্বারা সংক্রমিত হয় ?

Ans : হেপাটাইটিস - B ।

14.একটি পরজীবীর ওপর অবস্থানকারী অন্য একটি পরজীবীকে কী বলে ?

Ans : হাইপারপ্যারাসাইট ।

15.যখন একজোড়া বৃত্তাকার ব্যাকটেরিয়া একত্রে থাকে তখন তাকে কী  বলা হয় ?

Ans : ডিপ্লোকক্কাস ।

15.'লং-জ' এর অন্য নাম কী ?

Ans : টিটেনাস ।

16.কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে ?

Ans : প্লাজমোডিয়াম ।

17.'World Cancer Day'  কোন দিনটিতে পালন করা হয় ?

Ans : 4 ফেব্রুয়ারী ।

18.নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ ?

Ans : পোলিও ।

19.ঘুম রোগের বাহক নিম্নের কোনটি ?

Ans : সিসি মাছি ।

20. নিম্নের কোন রোগটি অদ্যপ্রাণী ঘটিত ?

Ans : ম্যালেরিয়া ।

21. ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার আকৃতি কীরূপ ?

Ans : কমা আকৃতির ।

22. TMV ভাইরাসের আবিস্কারক কে ?

Ans : স্ট্যানলি ।

23. সংক্রমক রোগের প্রতিরোধে নিম্নের কোন ঔষুধটি ব্যবহৃত হয় ?

Ans : সালফাথিয়াজোল ।

24. চিকুনগুনিয়া রোগের বাহক কে ?

Ans : এডিস ইজিপ্টাই প্রজাতির মশা ।

25. নিচের অসুখগুলির মধ্যে কোনটিকে 'সাইলেন্ট কিলার' বলা হয় ?

Ans : উচ্চ রক্তচাপ ।

26. ভ্রূণকোশের ক্যান্সারকে কী বলে ?

Ans : ব্লাসটোমা ।

27. কৃত্রিম ভাবে উইরিয়া কে প্রথম আবিষ্কার করেন ?

Ans : হার্ভে ।

28. নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ ?

Ans : ব্লাইট ।

29. জৈবসার প্রস্তুতিতে কোন অণুজীবটি ব্যবহৃত হয় ?

Ans : রাইজোবিয়াম ।

30. রেডিও থেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে ?

Ans : ক্যান্সার ।

31. 'Father of Virology' কাকে বলা হয় ?

Ans : স্ট্যানলি ।

32. কোনটি কিউলেক্স মশা বাহিত রোগ নয় ?

Ans : ফাইলেরিয়েসিস ।

33. হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতি গ্রস্থ হয় ?

Ans : যকৃৎ ।

34.রোগ সৃষ্টিকারী জীবাণুকে কী বলে ?

Ans : প্যাথোজেন ।

35.আন্ত্রিক রোগের জীবাণুর নাম কী ?

Ans : সিগেলা ডিসেন্টেটি ।

36.ELISA  কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?

Ans : AIDS ।

37. ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকার ঘাটতি হয় ?

Ans : লোহিত রক্ত কণিকা ।

38. 'Azolla' একটি জৈব সার - ইহা আসলে একটি ?

Ans : ফার্ন ।

39. নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ নয় ?

Ans : আর্থ্রাইটিস ।

40.গোল কৃমি মানুষের কোন অঙ্গে পাওয়া যায় ?

Ans : ক্ষুদ্রান্ত্র ।

41.'ফাইটোপথোরা' কোন রোগের জীবাণু ?

Ans : আলুর ধ্বস রোগের ।

42.কোন ভাইরাস সাধারণ ঠান্ডা লাগার জন্য দায়ী ?

Ans : রিনো ভাইরাস ।

43.আলু গাছে ধসা রোগ প্রতিকারে কী ব্যবহার করা উচিত ?

Ans : তামা চূর্ণ ।

44.শরীরে Y আকৃতির পলিপেপটাইড শৃঙ্খলকে কী  বলে ?

Ans : এন্টিবডি ।

45.ব্যাকটেরিওলাইসিন একপ্রকার কী  ?

Ans : এন্টিবডি ।

46.এন্টিজেনের যে অংশে এন্টিবডি যুক্ত থাকে তাকে কী  বলে ?

Ans : এপিটোপ ।

47.এন্টিবডির যে অংশে এন্টিজেন যুক্ত থাকে তাকে কী  বলে ?

Ans : প্যারাটোপ ।

48.T - লিম্ফোসাইটের পরিণতিতে সাহায্যকারী হরমোনটি কী ?

Ans : থাইমোসিন ।

49.হ্যাপ্টেন একপ্রকার কী ?

Ans : অসম্পূর্ণ এন্টিজেন ।

50.মানবদেহে প্লীহাকে কেটে বাদ দিলে কী ঘটতে পারে ?

Ans : ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধি পাবে ।

51.প্রাকৃতিক কিলার কোশ কাকে বলা হয় ?

Ans : লিম্ফোসাইট ।

52.T -হেল্পার কোশ নিঃসৃত কোন পদার্থটি T  কোশের সংখ্যা বৃদ্ধিকে ত্বরাণ্বিত করে ?

Ans : সাইটোকাইন ।

53.নিম্নের কোনটি অটোইমিউন ডিজিজ বলে পরিচিত ?

Ans : মায়েসথেনিয়া গ্রেভিস ।

54.নিম্নের কোন ভাইরাসটি জল বাহিত ?

Ans : হেপাটাইটিস E ।

55.কোশের মিউটেশন ও ক্যান্সারের জন্য দায়ী ক রশ্মি ?

Ans : গামা।

56.ডিপথেরিয়া রোগের জীবাণুর প্রকৃতি কিরূপ ?

Ans : ব্যাকটেরিয়া ।

57.ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ম্যালেরিয়া জীবাণু সবথেকে ভালো পাওয়া যায় কোন সময়ে ?

Ans : কাঁপুনির সময় ।

58.রবার্ট ওয়েস্টার তার কোন কাজের জন্য পরিচিত ?

Ans : ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ।

59.কোন রোগটি ছত্রাক ঘটিত কারণে হয় ?

Ans : ডার্মাটাইটিস ।

60.AIDS  রোগের কারণ কী ?

Ans : ভাইরাস।

 61.পরিণত ফাইলেরিয়া কৃমি মানুষের দেহের কোথায় বাস করে ?

Ans : লসিকাবাহে ।

62.নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ ?

Ans : এনকেফেলাটাইটিস ।

63.লিসমেনিয়া ডোনোভ্যানির গৌণ পোষক হল ?

Ans : স্যান্ড ফ্লাই ।

64.ভাইরাস ঘটিত রোগ হল -?

Ans : পীতজ্বর ।

65.নিম্নের কোনটি ম্যালেরিয়ার ফলে হয় ?

Ans : সিপ্লনোমেগালি হয় ।

66.নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ?

Ans : ডিপথেরিয়া ।

67. ধানের পাতা দাগ রোগের কারণ কী ?

Ans :ছত্রাক  ।

68.আলুর কালো হৃদয় রোগের কারণ কী  ?

Ans : অক্সিজেনের অভাব ।

69.ব্যাকটেরিয়া কে প্রথম আবিষ্কার করেন ?

Ans : লিউয়েন হক ।


নবম শ্রেণীর জীবন বিজ্ঞান অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ saq

1.AIDS রোগের লক্ষণ গুলি কি কি?

Ans- i.দ্রুত ওজন কমে যাওয়া। ii. সপ্তাহব্যাপী ডায়রিয়া.iii. ঘন ঘন জ্বর আসা. iv. যৌনাঙ্গে ও পায়ুতে ঘাস হওয়া। 

2. টিকা বা ভ্যাকসিন কাকে বলে?

Ans- যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোনো একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা জন্মাতে সাহায্য করে তাকে টীকা বা ভ্যাকসিন বলে।

3. অ্যান্টিজেন কাকে বলে?

Ans- দেহের বাইরে থেকে আগত গণপ্রতিরোধ সিস্টেমকে সক্রিয়কারী এক ধরনের প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট অথবা লিপিড দ্বারা নির্মিত বস্তুকে এন্টিজেন বলে।


4. অ্যান্টিবডি কাকে বলে?

Ans:- রক্ত কোষে তৈরি এক প্রকার রোগ প্রতিরোধক প্রোটিন যৌগ, যা অ্যান্টিজেন দ্বারা সৃষ্ট রোগের হাত থেকে মানব দেহকে রক্ষা করে, একেই অ্যান্টিবডি বলে।


5. অ্যান্টি বডি কয় প্রকার ও কি কি?

Ans- অ্যান্টি বডি মূলত 5 প্রকার। যথা- lgA, lgE, lgG, lgM ও Ltd


6. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে দুটি পার্থক্য লেখো।


Ans- i. অ্যান্টিজেন দেহে রোগ সৃষ্টি করে কিন্তু অ্যান্টি বডি রোগ প্রতিরোধ করে।

ii. অ্যান্টিজেন দুই প্রকার দেহে উৎপন্ন অ্যান্টিজেন ও বহিরাগত অ্যান্টিজেন। বিদ্যুৎ অ্যান্টি বডি 5 প্রকার। 


7. ইমিউনিটি বা অনাক্রম্যতা কাকে বলে?


Ans- কোন প্যাথোজেনিক অনুজীবের বিকাশ রোধ করার মাধ্যমে উৎপাদিত বস্তুর প্রভাবগুলি প্রতিরোধের মাধ্যমে একটি বিশেষ রোগ প্রতিরোধ করতে সক্ষম হওয়ার অবস্থাকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে।


আরো পড়ো......


নার্সিং পরীক্ষার Online mock test 


জীবন বিজ্ঞান 100 mcq with PDF 


জীবন বিজ্ঞান মকটেস্ট 


WBJEE ANM and GNM পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস 






Post a Comment

0 Comments