***Wb primary Tet practice set -6|| পরিবেশ বিদ্যা

 

WB PRIMARY TET practice set-6

Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা অনেকেই wb primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো।  এমনকি ওয়েবসাইটেও বহু ব্লগার প্রাইমারি টেট পরীক্ষার মক টেস্ট/ প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছে। শতাধিক মক টেস্টগুলির মধ্যে সঠিক সিলেবাস অনুযায়ী মক টেস্ট বেছে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে। এমনকি বহু ব্লগার অপ্রয়োজনীয় বিষয় থেকেও মক টেস্ট তুলে দিচ্ছে। যা সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত। অনেক সময় ভুল উত্তর সম্বলিত মক টেস্টের মুখোমুখি  হচ্ছো। তাই  তোমাদের কথা ভেবেই আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন উত্তরের উপরে wb primary Tet practice set- 6 / wb primary Online mock test পর্ব শুরু করলাম। এই পর্ব গুলি নিয়মিত আমাদের ওয়েবসাইটে অনুশীলন করলে আমরা আশাবাদী তোমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। তোমাদের সাফল্যেই আমাদের গর্ব।

■ অনেকের স্বপ্ন সরকারি চাকরি পাওয়া। কিন্তু পরীক্ষায় বসলেই চাকরি পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি। আজকে তোমাদের সহযোগিতার জন্যই মকটেস্ট আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।   

                      

WB PRIMARY TET practice set :-part-6 


Parasuna Practice set -6
Exam name Wb primary TET 
 Subject  Environment studys
Q.Type MCQ 
Number of question 25
Time30 minute 



পরিবেশ ব্যবস্থাপনা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
 
                        Practice set-6


1. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
A. 4 এপ্রিল
B. 5 জুন
C. 6 আগস্ট
D. 2 এপ্রিল
উত্তর:- 5 জুন।

2. দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরির জন্য ব্যবহৃত হয়?
A. রেনিন
B. কেসিন
C. ল্যাকটোজ
D. ফাটি এসিড
উত্তর:- কেসিন।

3. ভারতের কোথায় forest research institute অবস্থিত?
A. দিল্লিতে
B. দেরাদুনে
C. কাশ্মীরে
D. কলকাতায়
উত্তর:- দেরাদুনে।

4. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কর্তৃক ভূপৃষ্ঠস্থ জল সংরক্ষণের কোন প্রকল্প ঘোষিত হয়েছে?
A. সজল ধারা
B. জলশ্রী
C. জলসাথী
D. জল ধরো জল ভরো
উত্তর:- জল ধরো জল ভরো।

5. চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন?
A. সুন্দরলাল বহুগুন
B. মেধা পাটেকর
C. ইন্দিরা গান্ধী
D. মহাত্মা গান্ধী
উত্তর:- সুন্দর লাল বহুগুনা।

6. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কী ?
A. পাওয়ার পোভার্টি প্রোগ্রাম
B. পপুলেশন প্রপার্টি প্রোগ্রাম
C. পপুলেশন পোভার্টি পলিউশন
D. কোনোটিই নয়
উত্তর:- পপুলেশন পোভার্টি পলিউশন।

7. কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে?
A. নাগার্জুন সাগর
B. ফারাক্কা
C. ভাকরা-নাঙ্গাল
D. তিলপাড়া
উত্তর:- ভাকরা-নাঙ্গাল।

8. বিশ্বের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে?
A. গঙ্গা
B. আমাজন
C. নীল
D. পীত
উত্তর:- আমাজন।

9. গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম কী?
A. গঙ্গা একশন প্ল্যান
B. গঙ্গা পিওর প্ল্যান
C. গঙ্গা অ্যাকচুয়াল বেসিন
D. কোনোটি নয়
উত্তর:- গঙ্গা অ্যাকশন প্ল্যান।

10. পশ্চিমবঙ্গের কোন জেলায় 'যৌথ বন পরিচালন ব্যবস্থা' প্রথম শুরু হয়?
A. পশ্চিম মেদিনীপুর
B. বর্ধমান
C. বীরভূম
D. নদীয়া
উত্তর:- পশ্চিম মেদিনীপুর।

11. তাজমহল কার প্রভাবে বিপন্ন?
A. Cl2
B. S02
C. O2
D . H2
উত্তর:- S02

12. BOD - শব্দটি কোন দূষণের সঙ্গে জড়িত?
A. মৃত্তিকা দূষণ
B. বায়ু দূষণ
C. শব্দ দূষণ
D. জল দূষণ
উত্তর:- জলদূষণ।
13. পৃথিবীর উষ্ণতাবর্ধক গ্যাস নয় কোনটি?
A. সালফার ডাই অক্সাইড
B. কার্বন ডাই অক্সাইড
C. মিথেন
D. সবকটি
উত্তর:- সালফার ডাই অক্সাইড।

14. পানীয় জলে দ্রবীভূত অপরিহার্য মৌল কোনটি?
A. নাইট্রোজেন
B. অক্সিজেন
C. আর্সেনিক
D. বিসমার্ক
উত্তর:- অক্সিজেন
15. 'নর্মদা বাঁচাও'- আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন?
A. মিরা নায়ার
B. অরুন্ধতী চৌধুরী
C. মেধা পাটেকর
D. আন্না হাজারে
উত্তর:- মেধা পাটেকর।

16. রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল?
A. জলাভূমি
B. কৃষি ভূমি
C. মরুভূমি
D. পতিত ভূমি
উত্তর:- জলাভূমি।

17. স্টকহম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল?
A. 1972
B. 1982
C . 1920
D . 1962
উত্তর:- 1972 সালে।

18. ভারতবর্ষে 'বন সংরক্ষণ আইন'- প্রচলন হয় কোন সালে?
A. 1990
B. 1980
C. 1970
D. 1995
উত্তর:- 1980

19. ভয়াবহ ভূপাল গ্যাস বিপর্যয় কত খ্রিস্টাব্দে হয়েছিল?
A. 1984
B. 1995
C. 1980
D . 1988
উত্তর:- 1984 

20. পানীয় জলে ক্ষারকের মান কত?
A. 2000 mg/lit
B. 1000 mg/lit
C. 100 mg/lit
D. 200 mg/lit
উত্তর:- 200 mg/lit

21. শব্দের তীব্রতা সূচক এককের নাম কী?
A. ডেসিবেল
B. পেপেএম
C. হর্স
D. মেগা ওয়াট
উত্তর: ডেসিবেল।

22. গ্রীন বেঞ্চ কী?

A. পার্কে ভ্রমণকারীদের বসার স্থান
B. কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক বেঞ্চ
C. চা বাগানে ব্যবহৃত নতুন প্রযুক্তি
D. পরিবেশ রক্ষা বিষয়ক কমিটি
উত্তর :- কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক বেঞ্চ।

23. পারমাণবিক সম্পদ ব্যবহারের ফলে কোন দূষণ ঘটে?
A. জল দূষণ ঘটে
B. শব্দ দূষণ ঘটে
C. বায়ু দূষণ ঘটে
D. বিকিরণ জনিত দূষণ ঘটে
উত্তর:- বিকিরণ জনিত দূষণ ঘটে।

24. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
A. কয়লা
B. পেট্রোলিয়াম
C. কাঠ
D. সবকটি
উত্তর:- কাঠ।

25. কীটনাশক আইন কবে চালু হয়?
A. 1976
B. 1968
C. 1999
D. 1998
উত্তর:-1968

file name:- Environment

type:pdf

location: google drive

size:- 89.8 kb


সম্পূর্ণ  pdf পেতে click karo - download




Post a Comment

0 Comments