পিএসসি ফুড এস আই প্র্যাকটিস সেট -৪

 পড়াশোনা:- Hello, আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমরা কেমন আছো ? আশা করছি বেশ ভালোই আছো ।তোমাদের পড়াশোনাও হয়তো দ্রুতগতিতে এগিয়ে চলছে। তোমরা ইতিমধ্যে WBPSC FOOD SI পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো। তোমাদের সহযোগিতা করার জন্যই আমরা নিয়মিত পিএসসি ফুড এস আই প্র্যাকটিস সেট -৪ আপলোড করে চলেছি। এগুলি নিয়মিত অনুশীলন করলে তোমাদের প্রশ্নের ধারণা গড়ে উঠবে ও প্রস্তুতি সহজ হবে।


**বলা হয় ভাগ্য আর চেষ্টাতেই ফল পাওয়া যায়। তাই ভাগ্য ভালো থাকলেই হবে না ,তার সাথে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পরীক্ষায় সফলতা অর্জনের জন্য। তোমাদের সাফল্যই আমাদের পরিচয় এনে দেবে। ধন্যবাদ লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য।


পিএসসি ফুড এস আই প্র্যাকটিস সেট-৪




1➤ 'জীবনে জলসাঘর' গ্রন্থটি কার লেখা?

ⓐ মান্না দে
ⓑ দক্ষিণা রঞ্জন বসু
ⓒ সুফিয়া কামাল
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

2➤ বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কে নেন?

ⓐ লর্ড ক্যানিং
ⓑ লর্ড কার্জন
ⓒ লর্ড ওয়েলেসলি
ⓓ লট রিপন

3➤ পলাশীর যুদ্ধ কবে হয়?

ⓐ ১৭৫৭ সালে
ⓑ ১৭৫৮ সালে
ⓒ ১৭৫৯ সালে
ⓓ ১৭৬২ সালে

4➤ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

ⓐ মঙ্গল পান্ডে
ⓑ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
ⓒ কুনওয়ার সিং
ⓓ ভগত সিং

5➤ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?

ⓐ ১৯০৫ সালে
ⓑ ১৯০৭ সালে
ⓒ ১৯১১ সালে
ⓓ ১৯১৫ সালে

6➤ বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

ⓐ মীর কাসিম
ⓑ সিরাজদৌল্লা
ⓒ মীরজাফর
ⓓ আকবর

7➤ শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

ⓐ দ্বিতীয় আকবর
ⓑ ঔরঙ্গজেব
ⓒ দ্বিতীয় বাহাদুর শাহ আলম
ⓓ শাজাহান

8➤ রাজা রামমোহন রায় কে 'রাজা' উপাধি কে দিয়েছিলেন?

ⓐ বাবর
ⓑ শাহজাহান
ⓒ সিরাজদৌল্লা
ⓓ দ্বিতীয় আকবর

9➤ ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী?

ⓐ লোকসভা
ⓑ রাজ্যসভা
ⓒ সংসদ
ⓓ বিধানসভা

10➤ ঝাঁসির রানী রেজিমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়?

ⓐ ১৯৪০ সালে
ⓑ ১৯৪২সালে
ⓒ ১৯৪৩ সালে
ⓓ ১৯৪৪ সালে

11➤ আলস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

ⓐ মাউন্ট ব্ল্যাংক
ⓑ মাউন্ট এভারেস্ট
ⓒ আনাইমুদি
ⓓ কোনোটিই নয়

12➤ উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে?

ⓐ লৌহ শিল্পকে
ⓑ পেট্রোরসায়ন শিল্পকে
ⓒ কাগজ শিল্পকে
ⓓ বস্ত্র বয়ন শিল্পকে

13➤ 'ভারতের রূর ' কাকে বলা হয়?

ⓐ আসানসোলকে
ⓑ দুর্গাপুরকে
ⓒ কলকাতাকে
ⓓ হুগলিকে

14➤ বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

ⓐ ১৯৯০ সালে
ⓑ ১৯৯১ সালে
ⓒ ১৯৯২ সালে
ⓓ কোনোটিই নয়

15➤ কোন শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়?

ⓐ কোয়েম্বাটুর
ⓑ মাদুরাই
ⓒ বারাণসী
ⓓ চেন্নাই

16➤ সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?

ⓐ আসামে
ⓑ পশ্চিমবঙ্গে
ⓒ কর্নাটকে
ⓓ কেরলে

17➤ 'শ্বেত বিপ্লবের জনক' কাকে বলা হয়?

ⓐ ভার্গিস কুরিয়েন
ⓑ ড: অনাথ বসু
ⓒ যে যে উইলস
ⓓ উইলিয়াম

18➤ কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি?

ⓐ মঙ্গল
ⓑ শনি
ⓒ বুধ
ⓓ কোনটিই নয়

19➤ কোন বায়ুকে বাণিজ্যবায়ু বলা হয়?

ⓐ আয়ন বায়ু
ⓑ নিয়তবায়ু
ⓒ পষ্চিমাবায়ু
ⓓ কোনটিই নয়

20➤ হ্যারিকেন কোথায় দেখা যায়?

ⓐ উত্তর ভারতে
ⓑ দক্ষিণ ভারতে
ⓒ পূর্বভারতে
ⓓ পচ্ছিম ভারতে




Read more:- 






Post a Comment

0 Comments