পড়াশোনা : Hello, আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমরা অনেকেই সরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছো। মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি 2023 বেরিয়েছে। মাধ্যমিক পাশে Indian post office নিয়ে এসেছে রাজ্যের গ্রামীন ডাক সেবক পদে নিয়োজিত হওয়ার এক সুবর্ণ সুযোগ।Post office requirement 2023 notification এর বিস্তারিত তথ্য আমরা আপলোড করলাম।
Post | Gramin dak sevak |
Eligibility | Madhyamik |
Age | 18+ |
Notification | Download Now |
Online Apply | Click Here |
Post office requirement 2023 notification || 30041টি পদে গ্রামীন ডাক সেবক নিয়োগের বিগপ্তি 2023
পদের নাম:- Indian post office West Bengal GDS reqruitment 2023 অনুযায়ী গ্রামীন ডাক সেবক পদে নিয়োগ করা হবে।
শূণ্যপদ:- প্রায় 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। নীচে সংরক্ষিত ক্যাটাগরি অনুযায়ী শূণ্য পদ দেওয়া হল।
Category | Vacancy |
General | 13628 |
Obc | 6051 |
Sc | 4138 |
St | 2669 |
EWS | 2847 |
PWD(A) | 195 |
PWD(B) | 220 |
PWD(C) | 233 |
PWD(D) | 70 |
যোগ্যতা:- (a) ভারতীয় নাগরিক হতে হবে।
(b) মাধ্যমিক পাস হতে হবে।
(c) কম্পিউটারের জ্ঞান থাকতে হবে(অন্তত ছয় মাসের)।
(d) বাংলা লিখতেও পড়তে জানতে হবে।
বয়সসীমা:- প্রার্থীকে ১৮ বছর বয়স্ক হতে হবে। ১৮ বছরের কম বয়স হলে আবেদন করায় যোগ্য নয়। তবে বয়সের উর্ধ্বসীমা রয়েছে ৪০ বছর বয়স পর্যন্ত। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম:- গ্রামীণ ডাক সেবক পদে যারা চাকরি করবেন তাদের বেতনক্রম হবে- ১২,৭০০ -- ২৯৫০০/- পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি:- গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। পরীক্ষায় পাশ হলে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে।
গ্রামীন ডাক সেবক পদে আবেদন পদ্ধতি:- ইচ্ছুক প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে আবেদন পদ্ধতি দেওয়া হল-
- প্রথমে চাকরিপ্রার্থীদের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট হল- www.indiapost.gov.in
- এরপর চাকরিপ্রার্থীদের Online Apply অপশনে ক্লিক করতে হবে।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। যেমন- নিজের নাম, বাবার নাম,ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের জ্ঞান ইত্যাদি।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন মাধ্যমিকের এডমিট, মার্কশিট ইত্যাদি।
- অবশেষে আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করে দিয়ে আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
- আবেদনের প্রয়োজনীয় তথ্য:-আবেদন করতে যে সকল তথ্যের প্রয়োজন সেগুলি হল-
- মাধ্যমিকের এডমিট।
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
- পাসপোর্ট সাইজের ছবি।
- স্ক্যান করা সিগনেচার।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- অন্যান্য।
আবেদন শুরু ও শেষ তারিখ:- গ্রামীন ডাক সেবক পদে আবেদন শুরু হয়েছে ৩রা আগস্ট রাত্রি ১২ টা থেকে এবং শেষ হবে ২৩ শে আগস্ট রাত্রি ১২ টায়।
FAQ:-
1. গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে কোন প্রতিষ্ঠান?
Ans:- Indian post office
2. কতগুলি পোস্টে নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবক?
Ans:- 30041 টি।
3. গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের ফি কত লাগবে?
Ans:- 160 টাকা+সার্ভিস চার্জ।
4. গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ প্রক্রিয়া কিরূপ হবে?
Ans:- কেবলমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে।
5. গ্রামীণ ডাক সেবক পদের চাকরিটি কীরূপ?
Ans:- স্থায়ী।
Read more:-
0 Comments