একাদশ শ্রেণীর ইতিহাস ।।পঞ্চম অধ্যায়ঃ MCQ & SAQ

পড়া শোনা :-  একাদশ শ্রেনীর পঞ্চম অধ্যায়:-"অর্থনীতির বিভিন্ন দিক" থেকে গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হলো। এই অধ্যায় থেকে MCQ আসে 3টি এবং SAQ আসে চারটে।  অর্থাৎ মোট ৬ নাম্বার। 


তোমাদের প্রস্তুতির জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেওয়া হলো । মোট 30 টি MCQ এবং ২০টি SAQ দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্ন-উত্তরের PDF পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে।  পেজের নীচে লিংক দেওয়া আছে।


একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ঃ থেকে গুরুত্তপুর্ন MCQ



Q ➤ ১. রোমে বিদ্রোহের নেতা কে ছিলেন ?


Q ➤ ২. রোমের দাস যোদ্ধারা কী নামে পরিচিত?


Q ➤ ৩.ল্যাটিন শব্দ "গ্লাডিয়েটর"- কথাটির অর্থ কী ?


Q ➤ ৪. মসুলিপত্তম কী জন্য বিখ্যাত ছিল?


Q ➤ ৫. প্রাচীন যুগে ভ্রাম্যমান বণিকরা কী নামে পরিচিত ছিল?


Q ➤ ৭. বৈদিক যুগে ধণী বণিকরা কী নামে পরিচিত ছিল?


Q ➤ ৮- কোন গ্রন্থ থেকে প্রাচীনকালের নগরের উল্লেখ পাওয়া যায়।


Q ➤ ৯. প্রাচীনকালে উত্তর ভারতে গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য নগরী কী ছিল ?


Q ➤ ১০. আধুনিক নগরায়নের সূচনা কোন সময় শুরু হয়েছিল।


Q ➤ ১১. বৈদিক যুগে অনার্য বণিকরা কী নামে পরিচিত ছিল ?


Q ➤ ১২. প্রাচীনকাল থেকে দাসপ্রথার অস্তিত্ব লক্ষ্য করা যায় কোন দেশে ?


Q ➤ ১৩. জন্মসূত্রে ক্রীতদাসে পরিণত হওয়া কে কী বলা হত ?


Q ➤ ১৪. রোমান অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?


Q ➤ ১৫. মুক্তিপ্রাপ্ত দাস কে কী বলা হত?


Q ➤ ১৬. স্পার্টাকাস কে ছিলেন?


Q ➤ ১৭. রোমান অর্থনীতির মূল ভিত্তি কী ছিল ?


Q ➤ ১৮. ল্যাটিন শব্দ "ক্যাবালাস"- কথাটির অর্থ কী?


Q ➤ ১৯. ভারতে ইক্তা প্রথার প্রবর্তন কে করেন ?


Q ➤ ২০- ইক্তা প্রাপকদের কী নামে ডাকা হতো?


Q ➤ ২১- কোন গ্রন্থ থেকে মিশরের দাসদের কথা জানা যায়?


Q ➤ ২২- ম্যানর বলতে কী বোঝায়?


Q ➤ ২৩- আর্যদের কোন দেবতাকে পুরন্দর বলা হয়েছে?


Q ➤ ২৪- বাংলার কোন বন্দরে সাহায্যে বাণিজ্য চলত?


Q ➤ ২৫- দাস প্রথাকে 'ম্লেচ্ছপ্রথা' বলে উল্লেখ করেছেন কে?


Q ➤ ২৬- ভারতে দাস আনা হত কোন দেশ থেকে?


Q ➤ ২৭- আলাউদ্দিন খলজির দাসের সংখ্যা কত ছিল?


Q ➤ ২৮- প্রাচীনকালে দক্ষিণ ভারতে গড়ে ওঠা একটি উল্লেখযোগ্য নগরীর নাম লেখো।


Q ➤ ২৯- রোমুলাস কোন দেশের সম্রাট ছিলেন?





একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ SAQ




১- দাস প্রথা কী?

 উত্তরঃ- দাসপ্রথা হল এমন এক সামাজিক ব্যবস্থা, যেখানে একজন মানুষ রাষ্ট্র ও প্রশাসনের মদতে অপর একজন মানুষকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে।

২- দুটি দাস বাজারের নাম লেখো।

 উত্তরঃ- রোম ও ডেলোস।

৩- ক্রীতদাসদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

 উত্তরঃ- (i)রোমান ক্রিতদাসরা কোনভাবেই ব্যক্তিগত সম্পত্তির মালিক ছিলেন না।

 (ii) আইনগত কোনো অধিকার বা সুবিধা ভোগ করতে পারতো না। 

৪. ভার্নি কাদের বলা হত?

উত্তরঃ- বংশপরম্পরায় দাসে পরিণত হওয়া মানুষদের ভার্নি বলা হতো।

৫- 'মুক্তদাস'- কাদের বলা হত?

উত্তরঃ- প্রভুকে সন্তুষ্ট করতে পারা বিশেষ গুণ সম্পন্ন দাসদের মুক্তি হতো আবার গ্লাডিয়েটররাও বীরত্বের পরিচয় দিয়ে মুক্তি অর্জন করতো, এরূপ দাসদের "মুক্তদাস" বলা হত ।

৬- ফেরাও কাদের বলা হত?

উত্তরঃ- মিশরের সম্রাট বা শীর্ষস্থানীয় ব্যক্তিই ফ্যারাও নামে পরিচিত। যেমন- তৃতীয় থুটমোস একজন ফ্যারাও ছিলেন।

৭- পুরন্দর কাদের বলা হত?

উত্তরঃ- বৈদিক গ্রন্থের পুরন্দরদের কথা উল্লেখ আছে। আর্যদের দেবতা ইন্দ্র দাস বা দস্যুদের পুর বা দুর্গগুলি ধ্বংস করেছিলেন । এ কারণে ইন্দ্রদেবকে পুরন্দর বলা হয়।

৮-  'ফিফ'-  কাদের বলা হত?

উত্তরঃ- রাজা থেকে ব্যারন পর্যন্ত ভূস্বামীরা তাদের অধঃস্তনকে যে জমি দান করতেন,তা 'ফিফ' নামে পরিচিত।

৯- ডিমিন কী?

উত্তরঃ- অনেক সময় লর্ড বা প্রভুরা নিজেদের জন্য খাস জমি রেখে দিতেন এই জমিগুলি ডিমিন নামে পরিচিত।

১০- সামন্তপ্রভুদের দুটি কাজ উল্লেখ করো

 উত্তরঃ- (i) শাসন পরিচালনা করা ও বিচার কার্য সম্পাদন করা।
 (ii) কর আদায় ও যুদ্ধে সৈন্য দিয়ে সাহায্য করা।

১১- নাইট কাদের বলা হত ?

 উত্তরঃ-সামন্ততন্ত্রের যুগে এক শ্রেণীর বীরযোদ্ধা ছিলেন, যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েও প্রভূকে রক্ষা করতেন, এদেরকে নাইট বলা হয় ।

১২- সামন্ততন্ত্রের যুগে ইউরোপে সংগৃহীত দুটি করের নাম লেখো।

 উত্তরঃ- (i) টাইলস বা  সম্পত্তিকর  । (ii) টাইথ বা ধর্মকর।

১৩- ম্যানর কী?

 উত্তরঃ- সামন্তপ্রভু কর্তৃক সুপরিকল্পিত একটি স্থান যেখানে একদিকে দুর্গ পরিবেষ্টিত প্রভুদের থাকার আস্থানা, অন্যদিকে কৃষি উৎপাদনকৃত জমি এমনকি পশুচারণার জন্য নির্ধারিত জমি ম্যানর নামে পরিচিত।

১৪- ম্যানর হাউস কী?

 উত্তরঃ-সুবিশাল দুর্গপরিবেষ্টিত সুরক্ষিত প্রসাদকেই ম্যানর  হাউস বলা হয়।

১৫- ইক্তা ব্যবস্থা কী?

 উত্তরঃ- আক্ষরিক অর্থে ইক্তা কথাটির অর্থ হল অংশ বা ভাগ। সুলতানি যুগে নির্দিষ্ট শর্ত ও কর্তব্য পালনের বিনিময় সেনা দক্ষ সৈনিক ও অভিজাতরা যে জমি লাভ করতেন, তা ইক্তা নামে পরিচিত।

১৬-  ইক্তা ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ-(i) আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালন করা ।
(ii) প্রয়োজনে সৈন্য দিয়ে সাহায্য করা ।

১৭- মনসবদার কী?

 উত্তরঃ- মন সব থেকে মনসবদার কথাটি এসেছে। যার অর্থ হল পদমর্যাদা। মোগল সম্রাট আকবর এটি প্রচলন করেন। যোগ্যতা মান অনুযায়ী তাদের সৈন্যসংখ্যা স্থির হত।

১৮- ক্রুসেড কী?

 উত্তরঃ-  খ্রিস্টানদের পবিত্র স্থান জেরুজালেমের দখলকে কেন্দ্র করে খ্রীষ্টান ও মুসলমানের মধ্যে দীর্ঘ 10 বছর ধরে যে যুদ্ধ চলছিল তা ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত।

 ১৯- গিল্ড কী?

উত্তরঃ- বিভিন্ন বণিক ও কারিগররা নিজেদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত রাখার জন্য নিজেদের মধ্যে যে সংগঠন গড়ে তুলেছিলেন তাই গিল্ড নামে পরিচিত।

২০- বাংলাতে গড়ে ওঠা কয়েকটি নগরের নাম লেখো।

উত্তরঃ- গৌড়, বামাবতী, পান্ডুয়া, লক্ষণাবতী, সপ্তগ্রাম।


আরো পড়ো........


Post a Comment

0 Comments