একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায়|| শিক্ষার ধারণা ও লক্ষ্য|| MCQ & SAQ

 পড়া শোনাঃ- একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান এর প্রথম অধ্যায়: শিক্ষার ধারণা ও লক্ষ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হল। এই অধ্যায়টি শিক্ষাবিজ্ঞানের 'ক'- বিভাগের অন্তর্ভুক্ত।এই অধ্যায় থেকে ৩টি প্রশ্ন আসে। সেই অনুযায়ী এই অধ্যায় থেকে তিনটি MCQ থাকবে এবং দুটি SAQ আসবে। অধ্যায়টি অন্তত দুইবার খুঁটিয়ে পড়ার পর আমাদের দেওয়া প্রশ্ন-উত্তরগুলি তোমরা পড়বে।এতে তোমাদের প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে।

■ বর্তমানে ওমিক্রণ এর প্রভাব ক্রমশ বেড়েই চলেছে। তাই পরীক্ষার্থীরা সংশয় প্রকাশ করছে যে , এবছরের পরীক্ষা বাতিল হবে না তো? কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে। তবে কোন মতেই এবছর পরীক্ষা বাতিল হবে না। প্রয়োজনে কিছুদিন পরীক্ষা পিছিয়ে যেতে পারে।তবে পরীক্ষা হবেই। তাই অযথা মনের মধ্যে সংশয় না রেখে তোমরা নিজেদের প্রস্তুতি নিতে থাকো।


একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান, প্রথম অধ্যায়: শিক্ষার ধারণা ও লক্ষ্য থেকে গুরুত্বপূর্ণ MCQ

1. "Educare"- শব্দের অর্থ কী?

উত্তরঃ-পরিচর্যা করা।

2. ল্যাটিন শব্দ "Educere"- শব্দের অর্থ কী ?

উত্তরঃ- নির্দেশ দান করা

3. "Educatum"- শব্দের অর্থ কী?

উত্তরঃ- শিক্ষাদান করা।

4- সংস্কৃত ধাতু 'বিদ'- এর অর্থ কী?

 উত্তরঃ- জানা ।

5-শিক্ষা শব্দটি সংস্কৃত ধাতু 'শিক্ষ্' থেকে উৎপন্ন হয়েছে- এর অর্থ কী?

 উত্তরঃ- বিদ্যা অর্জন করা ।

6- সংকীর্ণ অর্থে শিক্ষা কী?

উত্তরঃ- জ্ঞান আহরণ করা।

7- সংকীর্ণ অর্থে শিক্ষা কী?

 উত্তরঃ- এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয়।

8- ব্যাপক অর্থে শিক্ষা কী?

 উত্তরঃ- একটি মানসিক প্রক্রিয়া।

9- শিশুকেন্দ্রিক শিক্ষার একজন প্রবক্তার নাম লেখো।

 উত্তরঃ- রুশো ।

10- "শিক্ষাই জীবন জীবনই শিক্ষা"- উক্তিটি কার?

 উত্তরঃ- ডিউই।

11. "শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া"- কথাটি কে বলেছেন?

 উত্তরঃ- স্বামী বিবেকানন্দ।

12- "জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী"- বক্তা কে?

 উত্তরঃ- প্লেটো ।

13- "শিক্ষা হলো মানুষের সমগ্র ব্যক্তিত্বের বিকাশ"- উক্তিটি কার?

 উত্তরঃ- নান এর।

14- 'এমিল'- গ্রন্থের লেখক কে ?

উত্তরঃ- রুশো।

15- ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?

 উত্তরঃ- সামাজিক বিকাশ।

16- "শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া" -উক্তিটি কার?

উত্তরঃ- অ্যাডামসের।

17- "শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া"- এই টিনটিন মেরু  কী কী?

 উত্তরঃ- শিক্ষার্থী, শিক্ষক ও পাঠ্যক্রম। 

18-আধুনিক শিক্ষা কীরূপ প্রক্রিয়া?

 উত্তরঃ- বহুমুখী প্রক্রিয়া।

19- আধুনিক শিক্ষা ব্যবস্থা কীরূপ?

উত্তরঃ- শিশুকেন্দ্রিক।

20- সমাজকে "কলুষিত প্রতিষ্ঠান"- কারা বলেছেন ?

উত্তরঃ- প্রকৃতিবাদীরা।

21- বিবেকানন্দের মতে শিক্ষা কী?

 উত্তরঃ- মানুষের অন্তর্নিহিত শিক্ষা।

22- "শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ"-বক্তা কে?

 উত্তরঃ- বিবেকানন্দ ।

23- "শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা"- এই অভিমত কার?

 উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

24- "শিশুর এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা" - উক্তিটি কার?

 উত্তরঃ- গান্ধীজীর ।

25-"মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য"- এটি কোন প্রকার লক্ষ্য?

 উত্তরঃ- বৃত্তিমূলক লক্ষ্য।


একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায়ঃ শিক্ষার ধারণা ও  লক্ষ্য থেকে বাছাই করা SAQ


1. জীবনব্যাপী শিক্ষা বলতে কী বোঝো ?


উত্তরঃ - শিশুর জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজনের ক্রমবিকাশমান সংগতিবিধান ও সমস্যাসমাধানের কৌশলকেই 'জীবনব্যাপী শিক্ষা বলে।


2. সঙ্কীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থ্যক লেখো। 


উত্তরঃ - সংকীর্ণ অর্থে শিক্ষায়  শিক্ষার্থী  সদা নিষ্ক্রিয় থাকে কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী সক্রিয় থাকে। 


3. ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। 


উত্তরঃ - ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো- শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করা।


4- 'বিদ্যা'- শব্দের বুৎপত্তিগত অর্থ কী?


উত্তরঃ- 'বিদ্যা'- শব্দটি সংস্কৃত শব্দ 'বিদ' থেকে নেওয়া হয়েছে। 'বিদ' ধাতুর অর্থ 'জ্ঞান'।তাই বিদ্যা শব্দের অর্থ হলো জ্ঞান।


5- দ্বিমেরু শিক্ষার দুটি মেরু কী  কী? 


উত্তরঃ- শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়া দুটি মেরু হল শিক্ষার্থী ও শিক্ষক।


6.7Rs জ্ঞান বলতে কী বোঝায়?


উত্তরঃ- 7Rs জ্ঞান বলতে বোঝায় পঠন, লিখন, গণিত, দায়িত্ববোধ, সম্পর্ক, মনোরঞ্জন এবং অধিকার বিষয়ক জ্ঞানকে।


7. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা কী?


উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হলো সেই প্রক্রিয়া যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে আরও তাৎপর্যপূর্ণ ভাবে গড়ে তোলে।


8. NCERT এর পুরো নাম কী? 


উত্তরঃ- National Council of Educational Research and Training. 


9. SCERT এর পুরো নাম কী? 


উত্তরঃ- State Council of Educational Research and Training. 


10. HDR - এর পুরো নাম কী? 


উত্তরঃ- Human Resource Development. 


11. শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্য কী? 


উত্তরঃ- শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্য হলো ব্যক্তিকে ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলা এবং তাকে জীবিকা অর্জনের জন্য দক্ষ করে তোলা।


12- আধুনিক যুগের শিক্ষার মূল লক্ষ্য কী?


উত্তরঃ- আধুনিক যুগের শিক্ষার মূল লক্ষ্য হলো ব্যাক্তি, সমাজ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত করা।


                                   -----

আরো পড়ো .....








Post a Comment

0 Comments