নীলধ্বজের প্রতি জনা ছোটো প্রশ্ন উত্তরঃ।।একাদশ শ্রেণীর বাংলা

পড়া শোনা একাদশ শ্রেণীর বাংলা কবিতা- "নীলধ্বজের প্রতি জনা থেকে ছোট প্রশ্ন MCQ ও SAQ আসে। তাই কবিতাটি অর্থ অনুযায়ী দুই তিনবার রিডিং পড়বে। পড়ার পর যে লাইন গুরুত্বপূর্ণ, সেগুলি আন্ডারলাইন করে রাখবে। তোমাদের সুবিধার জন্যই আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন-উত্তর তুলে দিলাম। বিগত বছরে এসেছে এমন প্রশ্ন যেমন তুলে দেওয়া হয়েছে, তেমনই আবার এবারের পরীক্ষায় আসবে, এমন সম্ভাব্য ছোটো প্রশ্ন-উত্তর দেওয়া হল।


■ ছোট প্রশ্নের উত্তর পড়ার পর একটি মক টেস্ট সেট দেওয়া হয়েছে । সেটি অনুশীলন করে নিজের প্রস্তুতি তোমরা যাচাই করবে । ছোট প্রশ্ন-উত্তর পিডিএফ আকারে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে বিভিন্ন ছোটো বড় প্রশ্নের উত্তরের পিডিএফ নিয়মিত দেওয়া হয়।


নীল ধ্বজের প্রতি জনা কবিতার গুরুত্বপূর্ণ MCQ


Q ➤ "রে অবোধ কে মুছিবে তোরে"- এখানে অবোধ কে?


Q ➤ "নীলধ্বজের প্রতি জনা"-কাহিনী মহাভারতের কোন পর্বে আছে?


Q ➤ জনা তার স্বামীকে অভিশাপ দিয়েছেন কেন ?


Q ➤ নরনারায়ন রূপে কাকে পূজা করেছেন নীলধ্বজ ?


Q ➤ "চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে"- চন্ডাল ও ব্রাহ্মণ কারা?


Q ➤ কর্ণ যুদ্ধক্ষেত্রে বিফল হলেন কিভাবে?


Q ➤ বীরাঙ্গনা কী জাতীয় কাব্য?


Q ➤ জনার পুত্রের নাম কী?


Q ➤ ফাল্গুনী কার নাম ?


Q ➤ মহেশ্বর শব্দের অর্থ কী?


Q ➤ ইন্দিরা কে?


Q ➤ কুরঙ্গী শব্দের অর্থ কী?


Q ➤ বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা কয়টি?


Q ➤ 'কিরীটী'- কাকে বলা হয়েছে ?


Q ➤ প্রবীর কোন স্থানের যুবরাজ ছিলেন ?


Q ➤ "দুঃখের কথা হায় কবো কারে"- বক্তা কে ?


Q ➤ "আশার লতা তাই রে ছিরিলি"- আশার লতা কী?


Q ➤ ভীষ্মের প্রকৃত নাম কী?


Q ➤ শাশুড়ির যোগ্যতম বধূ কে?


Q ➤ "নীলধ্বজের প্রতি জনা"- কবিতায় কাকে কূ-কূলের কূলাচার্য বলা হয়েছে?


Q ➤ দ্রৌপদী কোন রাজ্যের কন্যা ছিলেন ?


Q ➤ ঋষি ব্যাসের পিতা কোন জাতির ছিলেন?


Q ➤ " নীলধ্বজের প্রতি জনা"- কবিতায় কাকে স্বৈরিণী বলা হয়েছে?


 নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে গুরুত্বপূর্ণ SAQ

১- "ভীরুতার সাধনা কি মানে বলবাহু"- জনা ভীরুতার সাধনা বলতে কী বুঝিয়েছেন?


Ans- পুত্র হত্যাকারী অর্জুনের বিরুদ্ধে রাজা নীল ধ্বজের হৃদয়ের প্রতিহিংসা জাগিয়ে তোলার জন্য জনা স্বামীকে ভর্ৎসনা করতে ভীরুতার সাধনা বলেছেন।জনার বক্তব্য হলো অর্জুনের কাছে বশ্যতা স্বীকার করা হলো কাপুরুষের মতো কাজ।


২- "নির্বাহিত এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে"- "ফাল্গুনীর লোহে" কথাটির তাৎপর্য কী?


Ans:- মাইকেল মধুসূদন দত্তের লেখা "নীল ধ্বজের প্রতি জনা" কবিতাংশের উদ্ধৃত উক্তিতে 'ফাল্গুনী লোহে' বলতে অর্জুনের রক্তের কথা বলা হয়েছে অর্থাৎ পুত্রের হত্যাকারী অর্জুনকে তার স্বামী হত্যা করে প্রতিশোধ নিলে তবেই জনার অন্তরের জ্বালা মিটবে।


৩- "অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে।"- "মূঢ়"- বলতে কার কথা বলা হয়েছে?


Ans:- মাইকেল মধুসূদন দত্তের লেখা "নীল ধ্বজের প্রতি জনা" কবিতাংশে 'মূঢ়' বলতে অর্জুনকে বুঝিয়েছেন।


৪- " ভূলিব এ জ্বালা"-  বক্তা কীভাবে জ্বালা ভূলতে চান?


Ans:- "নীলধ্বজের প্রতি জনা"- কবিতায় জনা আক্ষেপ করে বলেছেন, যদি তার স্বামী নীলধ্বজ পুত্রের হত্যাকারীর সঙ্গে যুদ্ধ করে তার খন্ড মস্তক তার কাছে নিয়ে আসেন তবেই তিনি জ্বালা ভুলবেন।


৫- 'মহারথী-প্রথা'- কী?


Ans:- অর্জুন ক্ষত্রিয় বীরযোদ্ধা । যোদ্ধা যুদ্ধ রীতি অনুসরণ করে যুদ্ধ জয় করে। অথচ অর্জন দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ব্রাহ্মণের ছদ্মবেশে হাজির হয়েছিলেন।


৬- "যবে দেশ-দেশান্তরে জনরব লবে/ এ কাহিনী"- কোন কাহিনীর কথা বলা হয়েছে?


Ans- নীলধ্বজ ক্ষত্রিয় হয়েও পুত্রের হত্যাকারী অর্জুনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ না হয়ে, তাকে মিত্র রুপে স্বীকার করে সিংহাসনে বসিয়ে নরনারায়ন রূপে পূজা করছেন। তাঁর এই কাপুরুষোচিত কাহিনীর কথাই বলা হয়েছে।


৭- " চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে"- এখানে চন্ডাল ও ব্রাহ্মণ কারা?


Ans:- "নীলধ্বজের প্রতি জনা কবিতায়"- চন্ডাল বলা হয়েছে পুত্র হত্যাকারী অর্জুনকে এবং ব্রাহ্মণ উপমা দেওয়া হয়েছে নীলধ্বজকে ।


৮- "পৌরব রসে নলিনী"- কথাটির অর্থ কী?

Ans- দ্রোপদী পঞ্চপান্ডবের জায়া। তাকে সরোবরের পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ পদ্ম যেমন ভ্রমর, সূর্য ও বায়ুর ভোগ্য, তেমনই দ্রৌপদী পঞ্চ স্বামীর ভোগ্য ।


৯- "শাশুড়ির যোগ্য বধূ"- শাশুড়ির যোগ্য বধূটি কে?


Ans- "নীলধ্বজের প্রতি জনা"- কবিতায় 'শাশুড়ির যোগ্য বধূ' বলা হয়েছে পঞ্চপান্ডবের স্ত্রী দ্রৌপদীকে।


১০- জনার পুত্র প্রবীর কীসের অশ্বকে আটকে দেন?

Ans:- "নীলধ্বজের প্রতি জনা"- কবিতাংশে প্রবীর অর্জুনের অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকে দেন।


আরো পড়ো........







Post a Comment

0 Comments