মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022|| Madhyamik History Suggestion 2022

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022|| Madhyamik History Suggestion 2022

 মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022:- পরীক্ষা শেষ মুহূর্তের ইতিহাস সাজেশন। তোমরা অনেকেই খুঁজে চলেছে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাজেশন2022, Madhyamik History Suggestion 2022, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 pdf, দশম শ্রেণীর ইতিহাস সাজেশন 2022 ।তাই তোমাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

■ ছোট প্রশ্ন উত্তরের জন্য আমাদের ওয়েবসাইটে ধারাবাহিকভাবে যেসকল কন্টেন আপলোড করা হয়েছে অধ্যায়ভত্তিক সেগুলি পড়লেই হবে ।তাই আলাদা করে MCQ, SAQ বা সংক্ষিপ প্রশ্ন ও উত্তর এর সাজেশন দেওয়া হলো না।

TopicMADHYAMIK HISTORY
 SUGGESTIONS 
BoardWBBSE
Year2022
Common 99%
Exam Date11 th March



মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022|MADHYAMIK HISTORY SUGGESTIONS 2022


ব্যাখ্যামূলক প্রশ্ন বা টিকা    মান-4

প্রথম অধ্যায়

1. পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক একটি সংক্ষিপ্ত আলোচনা করো।

2. নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।

3. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটির গুরুত্ব লেখ।

4. আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখ।


দ্বিতীয় অধ্যায়ঃ

1. টীকা লেখো- গ্রামবার্তা প্রকাশিকা।

2 .1900 শতকের নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান লেখ।

3. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ।

4. স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কী জানো?

5. নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

6. সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভূমিকা লেখ।


তৃতীয় অধ্যায়

1. সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখ।

2 নীল বিদ্রোহের গুরুত্ব লেখ।

3. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?

4. কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখ।

চতুর্থ অধ্যায়:-

1. টীকা লেখ ভারত সভা

2. 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাংলাতে মনোভাবকে উপজেলা।

3. মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র- টিকা লেখো। 

4. হিন্দুমেলা- টীকা লেখ।

5. জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ এর ভূমিকা লেখ।

6. জাতীয়তা বোধের বিকাশে ভারতমাতা চিত্রের গুরুত্ব লেখ।


পঞ্চম অধ্যায়

1 . বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর অবদান আলোচনা করো।

2. বিজ্ঞান চর্চা ও গবেষণায় বসু বিজ্ঞান মন্দির এর অবদান লেখ।

3. টীকা লেখ- ইউ রায় অ্যান্ড সন্স।

4. মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখ।

5 . বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্র সরকারের অবদান ।

6. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কী ছিল?


রচনাধর্মী প্রশ্ন             মান 8

1. উনিশ শতকের বাংলার নবজাগরণের আলোচনা করো।

2. 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।

3. নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

4. প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ও তার শান্তিনিকেতনের ভাবনা সম্পর্কে লেখ।

                       -----


আরো পড়ো 

মাধ্যমিক বাংলা সাজেশন 2022



Post a Comment

0 Comments