***দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় MCQ & SAQ

***দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় MCQ & SAQ

 প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণঃ-Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা এই স্বল্প সময়ের প্রস্তুতি বেশ ভালোভাবেই নিচ্ছো। আর হাতে মাত্র আমাদের 30 দিন। তোমরা অনেকেই উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের দশম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর খুঁজে চলেছো। অনেকে খুঁজছো- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ প্রশ্ন উত্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্ন-উত্তর 2022, দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান দশম অধ্যায় ছোট প্রশ্ন উত্তর, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় MCQ, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায়SAQ, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর,HS Education Questions Answers,HS Education MCQ , HS Education SAQ, Class 12 Education Question Answer প্রভৃতি। তাই তোমাদের চাহিদা মতো আজ এই কনটেন্ট আপলোড করা হলো।

■ উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের দশম অধ্যায় mcq 2 টি এবং Saq 2 টি এবং  2 টি  টীকা আসবে। সেই অনুযায়ী আমরা সম্ভাব্য MCQ ও SAQ দিলাম এগুলি অত্যন্ত গভীর মনোযোগ সহকারে পড়বে।


দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় সম্ভাব্য MCQ



বিষয়ঃ শিক্ষাবিজ্ঞান 
অধ্যায়ঃ ১০মঃ প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ
প্রশ্নের ধরনঃMCQ & SAQ 
প্রশ্ন সংখ্যাঃ MCQ25 টি।
প্রশ্ন সংখ্যা SAQ12 টি।

Q ➤ প্রাথমিক শিক্ষা বলতে কোন শিক্ষাকে বোঝায়?


Q ➤ অপচয়-অনুন্নয়ন কোন শিক্ষাস্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে?


Q ➤ বয়স্ক শিক্ষার অপর নাম কী ?


Q ➤ বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে কে অভিহিত করেন?


Q ➤ জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে থেকে কার্যকরী হয়?


Q ➤ 1949 সালে কোথায় কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বয়স্ক শিক্ষার সম্মেলন করেন?


Q ➤ সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত


Q ➤ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়?


Q ➤ সর্বশিক্ষা অভিযানের একটি উদ্দেশ্য লেখো।


Q ➤ সর্বশিক্ষা অভিযান কবে কার্যকর হয়?


Q ➤ সর্বশিক্ষা অভিযানে শিক্ষার বয়স?


Q ➤ ন্যাশনাল লিটারেসি মিশন কোন কর্মসূচীর অন্তর্গত?


Q ➤ ভিলেজ এডুকেশন কমিটি গঠিত হয় কীজন্য?


Q ➤ জাতীয় সাক্ষরতা মিশন কবে স্থাপিত হয়?


Q ➤ "সাক্ষরতা,সক্ষমতা,সচেতনতা"- এই কথাটি কোন শিক্ষার সঙ্গে যুক্ত?


Q ➤ পূর্ণ সাক্ষরতা অভিযান কবে শুরু হয়?


Q ➤ 'Right to Education Act'- কবে চালু হয়?


Q ➤ "Each one teach one"- কোন আন্দোলনের স্লোগান?


Q ➤ জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে কার্যকর হয়?


Q ➤ সাক্ষরতার বর্ষ কোন সালকে বলা হয়?


Q ➤ স্বাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?


Q ➤ MLL প্রকল্পটি শুরু হয় কত সালে?


Q ➤ বিশ্ব মানবাধিকার ঘোষিত হয় কত সালে?


Q ➤ RTI এর পুরো অর্থী ?


Q ➤ " স্কুলে চলো"- কর্মসূচি কোন কর্মসূচির সঙ্গে যুক্ত?





দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায় গুরুত্বপূর্ণ SAQ


1.প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো?


প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হয়ে যাওয়াকে অনুন্নয়ন বলা হয়।


2 প্রাথমিক শিক্ষা সর্বজনীন বলতে কী বোঝ?


জাতি, ধর্ম,বর্ন নির্বিশেষে 6-14 বছর বয়সেই সব ছেলেমেয়েকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদন করতে হবে শিক্ষা সর্বজনীন বলে।


3.প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখ।


প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা হলো - (1) অপচয় অনুন্নয়ন, (2) দক্ষ অপর্যাপ্ত শিক্ষকের অভাব।


4. শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো?


শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণকারী অনেক সময় বারবার পরীক্ষায় ফেল করে বা অন্য কোন কারণে বিদ্যালয় ত্যাগ করাকে শিক্ষা ক্ষেত্রে অপচয় বলে।


5. বয়স্ক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ।


i.গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো।

ii. সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা।


6. বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখ।


i.  উপযুক্ত শিক্ষকের অভাব।

ii. সাক্ষরতার সম্পর্কে সচেতনতার অভাব।


7. সর্বশিক্ষা অভিযান কাকে বলে?


কেন্দ্রীয়  সরকার ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসন মূলক সংস্থাগুলির যৌথ উদ্যোগে পরিচালিত একটি সময়ভিত্তিক কর্মসূচি হলো সর্বশিক্ষা অভিযান। এর লক্ষ্য ছিল 2010 সালের মধ্যে 14 বছর বয়সের মধ্যেই সকল শিশুর প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করা।


8. প্রবাহমান শিক্ষা কাকে বলে?


প্রবাহমান শিক্ষা হল এমন এক বিশেষ ধরনের শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়।


9.  Mid-day-সাক্ষরতা কর্মসূচি?


সর্বশিক্ষা অভিযান এর কর্মসূচিতে মিড ডে মিলের কথা বলা হয়।


10. জীবন শৈলী শিক্ষা কবে চালু করা হয়েছিল?


জীবন শৈলী শিক্ষা পশ্চিমবঙ্গে 2005- 2006 শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চালু হয়।


11. ব্রিজ কোর্স কোথায় পড়ানো হয়?


ব্রিজ কোর্স পড়ানো হয় সর্বশিক্ষা অভিযানের পাঠ্যসূচিতে।


12. জাতীয় সাক্ষরতা মিশন কে কবে গঠন করে?


মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক 1986 সালে জাতীয় সাক্ষরতা মিশন গঠন করে।



Read more. ..




Post a Comment

1 Comments