আরোহ অনুমানের স্বরূপ mcq & saq||দ্বাদশ শ্রেণীর দর্শন ||প্রথম অধ্যায়

 আরোহ অনুমানের স্বরূপঃ- উচ্চমাধ্যমিক দর্শনের দ্বিতীয় অংশ- আরোহমূলক অনুমান। এই অংশের প্রথম অধ্যায়ঃ- আরোহ অনুমানের স্বরূপ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ & SAQ দেওয়া হল। তোমরা অনেকেই খুঁজে চলেছো- আরোহ অনুমানের স্বরূপ ছোট প্রশ্ন উত্তর, আরোহ অনুমানের স্বরূপ mcq, আরোহ অনুমানের স্বরপsaq, উচ্চ মাধ্যমিক দর্শনের প্রশ্ন উত্তর, উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায়mcq &saq, আরোহ অনুমানের স্বরূপ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর, H.S PHILOSOPHY Question & Answer, আরোহ অনুমানের স্বরূপpdf, আরোহ অনুমানের লক্ষণ কি, আরোহ অনুমানের বৈশিষ্ট্য ইত্যাদি। তোমাদের কথা মাথায় রেখেই আজকে আমরা আরোহ অনুমানের স্বরূপ অধ্যায় থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম।


■ আরোহমূলক তর্কবিদ্যার প্রথম অধ্যায়ঃ আরোহ অনুমানের স্বরূপ থেকে কোনো বড় প্রশ্ন আসবে না।সংক্ষিপ সিলেবাস অনুযায়ী এই অধ্যায় থেকে পাঁচটি MCQ এবং পাঁচটি SAQ অর্থাৎ মোট 10 নম্বরের প্রশ্ন আসবে। আমাদের Site এ দেওয়া ছোট প্রশ্ন উত্তর গুলি পড়লে অবশ্যই তোমরা দশের মধ্যে দশ তুলতে পারবে।


বিষয় আরোহমূলক তর্কবিদ্যা
শ্রেণী দ্বাদশ 
অধ্যায় প্রথমঃ আরোহ অনুমানের স্বরূপ ।
MCQ30 টি।
SAQ30 টি।



উচ্চমাধ্যমিক দর্শন আরোহ অনুমানের স্বরূপ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য MCQ


Q ➤ আরোহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে?


Q ➤ কোন চুক্তিতে সিদ্ধান্তের ব্যাপকতা হেতু বাক্যের তুলনায় বেশি হয়?


Q ➤ কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে?


Q ➤ সাদৃশ্যের ভিত্তিতে যে যুক্তি গঠন করা হয় তাকে কী বলে?


Q ➤ আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন বচন হয়?


Q ➤ আরোহ অনুমানের লক্ষণ কী?


Q ➤ " বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াকে আরোহ অনুমান বলে"- বক্তা কে?


Q ➤ আরোহ অনুমানের সমস্যাটি কী?


Q ➤ আরোহ অনুমানের সমস্যার সমাধান করা হয় কার সাহায্যে?


Q ➤ আরোহ অনুমান কে দুই ভাগে ভাগ করেছেন কে?


Q ➤ আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়া কে কী বলা হয়?


Q ➤ আরোহমূলক লাফ কী?


Q ➤ ' আরোহ অনুমান সংক্রান্ত লাফ'- কথাটি কে বলেছেন?


Q ➤ আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী?


Q ➤ আরোহ অনুমানের লাফকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন?


Q ➤ প্রকৃতির একরূপতা নীতি কী?


Q ➤ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী?


Q ➤ পর্যবেক্ষণ কী?


Q ➤ পরীক্ষণ কী?


Q ➤ পর্যবেক্ষণ এর ক্ষেত্রে তিনটি শর্তের উল্লেখ করেছেন?


Q ➤ লৌকিক আরোহের আকারগত ভিত্তি কী?


Q ➤ লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন কে?


Q ➤ নিয়মিত লেবু খেলে সর্দি হবে না- এটি কোন অনুমান?


Q ➤ অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি কোন অনুমানের প্রক্রিয়া?


Q ➤ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন বচন?


Q ➤ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি- কোন অনুমান?


Q ➤ মন্দ উপমা যুক্তির সাদৃশ্য হয় কীরূপ?


Q ➤ উপমা যুক্তির সিদ্ধান্তটি হবে কীরূপ?


Q ➤ অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে কোন অনুমানে?


Q ➤ শিশুসুলভ আরোহ অনুমান বলা হয় কাকে?


 উচ্চমাধ্যমিকের দর্শন আরোহ অনুমানের স্বরূপ  থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য SAQ


1. আরোহ অনুমান কাকে বলে?


Ans- কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাতেই আরোহ অনুমান বলা হয়।


2. আরোহ অনুমানের লক্ষণ কী? 


Ans- আরোহ অনুমানের প্রধান লক্ষ্যই হলো প্রত্যক্ষের অতিক্রমণ।


3. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী? 


Ans-আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম।


4. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কাকে বলা হয়?


Ans- প্রকৃতির একরূপতা নীতি ও কার্যক্রম নিয়মকে আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলা হয়।


5. আরোহ অনুমান সংক্রান্ত লাফ কাকে বলে?


Ans- আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান সংক্রান্ত লাফ বলা হয়।


6. বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে?


Ans- প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির ভিত্তিতে সিদ্ধান্ত বিশেষ থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করাকেই বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়।


7. মিলের মতে তিন প্রকার আরোহ অনুমান কী কী? 


Ans- (i) বৈজ্ঞানিক আরোহ (ii) অবৈজ্ঞানিক আরোহ এবং (iii) উপমা যুক্তি।


8. অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে?


Ans- যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।


9. লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কেন?


Ans- লৌকিক আরোহ অনুমানে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মতোই কার্যকারণ সম্বন্ধে উপর নির্ভর না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বচন থেকে সামান্য বচনে উপনীত হওয়া হয়, তাই একে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।


10. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী? 


Ans- অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা।


11. উপমা যুক্তি কাকে বলে?


Ans- দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য ভিত্তিতে কোন কিছু বর্ণনা বা কল্পনা অথবা অনুমান করাকেই উপমা যুক্তি বলে।


12. উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডটি লেখ।


Ans- হেতু বাক্যের উল্লেখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে।


13. উত্তম উপমা যুক্তি কাকে বলে?


Ans- যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে উত্তম উপমা যুক্তি বলে।


14. মন্দ উপমা যুক্তি কাকে বলে?


Ans- যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য নিছক, আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তার ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তবে তাকে মন্দ উপমা যুক্তি বলে।


15. উপমা যুক্তিতে মন্দ উপমা দোষ কখন হয়?


Ans- উপমা যুক্তিতে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা না থাকলে মন্দ উপমা দোষ হয়।


Read more. ...


সহজেই শিখুন আবর্তন বিবর্তন করার নিয়ম


নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ নির্ণয় করো


Post a Comment

0 Comments