একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022||CLASS11 EDUCATION SUGGESTION 2022

 শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022:- পরীক্ষার শেষ মুহূর্তে একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন। তোমরা অনেকেই খুঁজে চলেছো একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022, Class  XI Education Suggestion 2022, একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022 pdf, একাদশ শ্রেণীর EDUCATION SUGGESTIONS 2022।তাই তোমাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

■ ছোট প্রশ্ন উত্তরের জন্য আমাদের ওয়েবসাইটে ধারাবাহিকভাবে যেসকল কন্টেন আপলোড করা হয়েছে অধ্যায়ভত্তিক সেগুলি পড়লেই হবে ।তাই আলাদা করে MCQ, SAQ বা সংক্ষিপ প্রশ্ন ও উত্তর এর সাজেশন দেওয়া হলো না।

Topicএকাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022
BoardWBCHSE
Year2022
Common 99%
Exam Date২২ এপ্রিল 



একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২২



GROUP= A

প্রথম অধ্যায়ঃ শিক্ষার ধারণা ও লক্ষ্য

1. শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী ? "শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া" বিষয়টি সংক্ষেপে আলোচনা করো।


2. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো।


3. সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো ? এর বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।


দ্বিতীয় অধ্যায়: শিক্ষার তাৎপর্যপূর উপাদান


1. সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো ? বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো।


2. পাঠ্যক্রম এর সংজ্ঞা দাও।  আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্য গুলি লেখ।


3. পরিবেশ কাকে বলে। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা লেখো।


4. পাঠক্রম প্রণয়নের নীতিগুলি আলোচনা করো।


GROUP-B

চতুর্থ অধ্যায়ঃ শিক্ষা মনোবিজ্ঞান


1. মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো।


2. শিক্ষামনোবিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের পার্থক্য লেখ। একজন শিক্ষকের মধ্যে মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন।


পঞ্চম অধ্যায়: শিশুর বৃদ্ধি ও বিকাশ


1. বিকাশ কাকে বলে? এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী ? বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখ।


2. বাল্যকাল বলতে কী বোঝো ? বাল্যকালের মানসিক ও সামাজিক চাহিদাগুলি লেখো। 


3. কৈশোর কাল বলতে কী বোঝো ? কৈশোরকালকে বয়সন্ধি বা ঝড় ঝঞ্জার  কাল কেন বলা হয় তা আলোচনা করো।


4. কৈশোর কাল বলতে কী বোঝো ? কৈশোরের চাহিদা পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।


GROUP- C


অষ্টম অধ্যায়: প্রাচীন যুগের শিক্ষা


1. ব্রাহ্মণ্য যুগের শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ।


2. প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয় এর সংক্ষিপ্ত বিবরণ দাও।


3. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো।


দশম অধ্যায়:  শিক্ষার গুরুত্বপূর্ণ ঘটনাবলী


1 মেকলে মিনিটস বলতে কী বোঝায় ? কিভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়।


একাদশ অধ্যায়:


1. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো।


2. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে? এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


আরো পড়ো.......


একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় 

একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান  প্রশ্ন ও উত্তর 


Post a Comment

0 Comments