মাধ্যমিক ভূগোল সাজেশন 2022||MADHYMIK GEOGRAPHY SUGGETION 2022

 মাধ্যমিক ভূগোল সাজেশন 2022 , MADHYAMIK GEOGRAPHY SUGGESTION-2022:- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি এক ঝলকে নেওয়ার জন্য খুঁজে চলেছো মাধ্যমিক ভুগোল সাজেশন ২০২২,মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ pdf , WBBSE Madhymik geography suggestion, 2022 প্রভৃতি।তাই তোমাদের চাহিদা মতো শেষমুহূর্তে মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ আপলোড করলাম। যা থেকে ৯৯% কমন আসার সম্ভাবনা রয়েছে। 

■ সংসদের সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলাবাস অনুযায়ী সাজেশন তৈরী করা হয়েছে। সাজেশনে শুধুমাত্র মান ২, মান -৩ ও রচনাধর্মী প্রশ্ন দেওয়া হয়েছে। মান -১ এর প্রশ্নের জন্য আমাদের ওয়েবসাইটে ধারাবাহিকভাবে প্রকাশিত কন্টেনগুলো অনুশীলন করবে।

 Topic Geography Suggestion 
Class X
BoardWBBSE
Common 99%
Result Coming Soon
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল সাজেশন 2022

প্রথম অধ্যায়ঃ- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ


 1.1 বহির্জাত প্রক্রিয়া(মান-2)

1. নগ্নীভবন কাকে বলে?

2. ধারণ অববাহিকা কাকে?

3. পর্যায়ন বলতে কী বোঝো?

4. আরোহন প্রক্রিয়া বলতে কী বোঝো?

5. ক্ষয়ীভবন কাকে বলে?

6. পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো?

7. ভূমিধস কী?

8. অবরোহন প্রক্রিয়া বলতে কী বোঝো?


1.2. নদীর কাজ( মান-2)

1. অন্তর্বাহিনী নদী কাকে বলে?

2. পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয়?

3. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কী? 

4. স্বাভাবিক বাঁধ কী? 

5. ঝুলন্ত উপত্যকা কাকে বলে?

6. মন্থকূপ কী?

7. লোয়েস কী? 

8. অবঘর্ষ প্রক্রিয়া কী? 

9. মিয়েন্ডার বা নদীবাক কাকে বলে?

10. পলোল ব্যজনী কাকে বলে?

1.3 হিমবাহের কাজ (মান-2)

1. হিমরেখা কাকে বলে?

2. ক্রেভাস কাকে বলে?

3. গ্রাবরেখা বলতে কী বোঝো?

4. হিমশৈল কী? 

5. বার্গস্রুন্ড কাকে বলে?

6. নুনাটাকস কাকে বলে?

7. আবদ্ধ শৈলশিরা কাকে বলে?

বায়ুর কাজ (মান-2)

1. বার্খান কী?

2. অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়?

3. মরুদ্যান কাকে বলে?

4. ধ্রিয়ান কাকে বলে?

5. বালিয়াড়ি কী? 

6. মরুস্থলী কী?


ব্যাখ্যামূলক প্রশ্ন( মান-3)


1. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য।

2. সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন?

3. নদীর বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখ।

4. গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখ।

5. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?

6. নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখ।

7. বার্গস্রুন্ড ও ক্রেভাস এর মধ্যে পার্থক্য লেখ।

8 . রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখ।

9. ইয়ারদাং ও জুইগেনের পার্থক্য লেখ।

10. হিমবাহ উপত্যকার আকৃতি U এর মত হয় কেন?

11. হিমবাহ ও হিমশৈলের মধ্যে পার্থক্য লেখ।

12. বার্খান ও সিফ বালিয়াড়ির পার্থক্য লেখ।

13. উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?

14. মরু সম্প্রসারণ রোধের উপায় গুলি কি কি?


রচনাধর্মী প্রশ্ন(মান-5)

1. নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

2. নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরন দাও।

4. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।

5. 

হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র পরিচয় দাও।

6. বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

7. বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে লেখ।


মাধ্যমিক অর্থনৈতিক ভূগোল সাজেশন 2022

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান-2

ভারতের ভূপ্রকৃতি

1. দুন উপত্যকা কী?

2. তাল কাকে বলে?

3 রহি কী?

4. মরুস্থলি কী? 

5. কারেওয়া কাকে বলে?

6. ডেকান ট্রাপ কী? 

7. মালনাদ ও ময়দান অঞ্চলের দুটি পার্থক্য লেখ।

ভারতের জল সম্পদ

1. অন্তর্বাহিনী নদী কাকে বলে?

2. ভারতে কোন পদ্ধতিতে জলসেচ করা হয়?

3. ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখ।

4. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য গুলি কি কি?

5. গঙ্গা অ্যাকশন প্ল্যান কি?

6. প্লাবন খাল কাকে বলে?

7. বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় লেখ।

ভারতের জলবায়ু

1. ভারতের করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?

2. থর মরুভূমি সৃষ্টির কারণ সংক্ষেপে লেখ।

3. মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো?

4. অম্ল বৃষ্টি কি?

5. আঁধি কী?

6. আশ্বিনের ঝড় কী?

ভারতের স্বাভাবিক উদ্ভিদ

1. ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ।

2. কৃষি বনসৃজন বলতে কী বোঝো?

3. সামাজিক বনসৃজন বলতে কী বোঝো?

ভারতের কৃষি

1. ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখ।

2. অর্থকরী ফসল কাকে বলে?

3. রবি শস্য বলতে কী বোঝো?

4. ধাপ চাষের গুরুত্ব কী? 

5. ধান চাষের দুটি  উচ্চ ফলনশীল বীজের নাম লেখ।

6. খারিফ শস্য বলতে কী বোঝো?

7. সবুজ বিপ্লব কাকে বলে?

8. বাগিচা ফসল কাকে বলে? উদাহরণ দাও।

9. রেটুন কী? 

ভারতের শিল্প

1. অনুসারী শিল্প কাকে বলে?

2. শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো?

3. পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন?

4. বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?

5. তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।

6. ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে?

7. ভারতের দুটি সংকর ইস্পাত কেন্দ্রের নাম লেখ।

ভারতের জনসংখ্যা

1. জনঘনত্ব বলতে কি বুঝায়?

2. জনবিস্ফোরণ কাকে বলে?

3. নগরায়ন কাকে বলে?

4. ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?

ভারতের পরিবহন

1. ভারতের হীরক চতুর্ভুজ কী? 

2. বন্দর কাকে বলে?

3. সোনালী চতুর্ভুজ কাকে বলে?

4. ই মেইল কী? 


ব্যাখ্যা মূলক প্রশ্ন মান 3

1. ভাঙ্গড় ও খাবারের মধ্যে পার্থক্য লেখ।

2. বাবর ও তোরাই এর মধ্যে পার্থক্য লেখ।

3. কূপ ও নলকূপের মধ্যে পার্থক্য লেখ।

4. প্লাবন খাল ও নিত্যবহ খাল এর মধ্যে পার্থক্য লেখ।

5. বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী  বোঝো?  এর উদ্দেশ্য গুলি কি কি?

6. বৃষ্টির জল সংরক্ষণের উপায় গুলি লেখ।

7. ভারতের করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?

8. মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলো কি কি?

9. অরণ্য সংরক্ষণের উপায় গুলি কি কি?

10. দক্ষিণ ভারতের কফি চাষ বেশি হয় কেন?

11. চাকে সোনালী পানীয় বলা হয় কেন?

12. রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখ।

13. ধাপ চাষ ও ফালি চাষ এর মধ্যে পার্থক্য লেখ?

14. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ লেখ।

15. দূর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন?

16. রজ্জুপথ কী? রজ্জু পথের গুরুত্ব লেখ।


রচনাধর্মী প্রশ্ন মান- 5

1. উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখ।

2. ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি ও সংক্ষিপ্ত বিবরণ দাও।

3. ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব আলোচনা করো?

4. পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ গুলি লেখ।

5. ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

6. ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

7. ভারতের জনসংখ্যা বন্টন এর তারতম্যের কারণ গুলি আলোচনা করো।

8. ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের জলবায়ুর প্রভাব আলোচনা করো।

9. ভারতে গম উৎপাদনের অনুকূল ভৌগলিক পরিবেশ বর্ণনা দাও।

10. ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও।


আরো পড়ো:-

মাধ্যমিক বাংলা সাজেশন 2022

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022


Post a Comment

0 Comments