WB primary TET 2022 notification

 WB primary TET 2022 notification:- হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রী পুজোর মধ্যেই তোমাদের জন্য বিরাট ঘোষণা- আজ ২৯ শে অক্টোবর WB primary TET 2022 notification প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে / সরকারি স্বঘোষিত / সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নিতে চলেছে। পর্ষদ ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আগামী ১১ই ডিসেম্বর রবিবার।



WB PRIMARY TET 2022 এর বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন 


NCTE এর বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেই সকল নতুন প্রার্থী টেট-এর আবেদন করতে পারবেন ১৪ ই অক্টোবর থেকে। আর যারা ইতিমধ্যে টেট পাস করে আছেন কিন্তু নিয়োগ পত্র পাননি তারা আবেদন করতে পারবেন ২১শে অক্টোবর থেকে।





বিষয় WB primary TET 
 শ্রেণী I -V
বোর্ড WBBPE
রাজ্য WEST BENGAL 
আবেদন শুরু 14 OCTOBER,
21 OCTOBER (TET QUALIFIED 
CANDIDATE)
 সিট11000
 Fee 200(Gen) 150(OBC-A/B), 100(SC/ST/PH)
যোগ্যতা D.EL.ED WITH 50% in H.S/Graduation 
পরীক্ষার নম্বর 150
OFFICIALS WEBWBBPE


 WB primary TET 2022 আবেদনকারীর যোগ্যতা( EDUCATIONAL QUALIFICATIONS):-


(i)  উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৫০% নম্বর সহ দুই বছরের ডিএলএড ডিগ্রী থাকতে হবে।( যে নামে যেখানে পরিচিত)

অথবা

৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং চার বছরের B.El-ED ডিগ্রী থাকতে হবে।

অথবা 

৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং D.ED (ব্রীজকোর্স সম্পন্ন) ডিগ্রিধারী হতে হবে। 

অথবা 

স্নাতকে ৫০% নম্বর সহ B.ED ডিগ্রী থাকতে হবে।

অথবা 

SC, ST, OBC-A, OBC-B, PH, DH, EC, Ex-Servicemen প্রমুখের জন্য ৫% নম্বর কম থাকলেও আবেদন করতে পারবে। 


(ii) যে সকল প্রার্থী NCTE স্বীকৃত কোনো কলেজ থেকে দুই বছরের D.EL.ED কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু wb primary TET 2022 এর বিজ্ঞপ্তির পূর্বে ফলাফল পাননি তাড়াও আবেদনের যোগ্য।

অথবা 

যে সকল প্রার্থী D.el.ed এর দুই বছরের কোর্সের পার্ট ওয়ান (part-i) পরীক্ষা দিয়েছেন কিন্তু ফাইনাল পরীক্ষা (part-ii)  দেননি তাদেরকেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। 


অথবা 

যে সকল প্রার্থী NCTE স্বীকৃত কোনো কলেজ থেকে B.ED কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল এখনো ঘোষণা হয়নি তারাও আবেদন করার যোগ্য।

অথবা 


যে সকল প্রার্থী 2020-2022 শিক্ষাবর্ষে দুই বছরের D.el.ed বা B.ed কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু part-i এরও পরীক্ষা দেননি তাদেরকেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। 


আবেদন ফি( Aplication fees):- সাধারণ শ্রেণীদের জন্য ২০০ টাকা ওবিসি এ/ বি সম্প্রদায়ের জন্য ১৫০ টাকা এবং SC, ST, PH দের জন্য ১০০ টাকা। প্রার্থীরা তাদের নেট ব্যাঙ্কিং ক্রেডিট /ডেবিট কার্ড দিয়েও ফি জমা দিতে পারেন।


প্রথম ভাষা (1st language):- আবেদনকারীকে প্রথম ভাষা হিসেবে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবে -

  • বাংলা 
  • হিন্দি 
  • উর্দু 
  • নেপালি
  • সাঁওতালি 
  • ওড়িয়া 
  • তেলেগু 

দ্বিতীয় ভাষা(2nd Language):- 
সকল প্রার্থীকে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজীতে বেছে নিতে হবে। 


প্রার্থীর বয়স(age):- ০১-০১-২০২২ অনুযায়ী যে সকল প্রার্থীর বয়স 18 সম্পন্ন হয়েছে এবং যাদের বয়স ০১-০১-২০২২ অনুযায়ী ৪০ এর মধ্যে তারাই কেবল আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত প্রার্থীরা ৫ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন।


সংরক্ষণঃ - সরকারি সংরক্ষণ অনুযায়ী Sc,St,obc-A/B, ph প্রার্থীদের নিয়োগ করা হবে। এছাড়াও পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন সংরক্ষিত থাকবে।


আবেদন প্রক্রিয়াঃ- 14 অক্টোবর থেকে আবেদন শুরু হবে কেবলমাত্র অনলাইনে । অফলাইনে কোনো আবেদন গ্রহন করা হবে না। 




Wb primary TET 2022 পরীক্ষার অন্যান্য শর্ত 


Note-1:-  যে সকল প্রার্থী বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, তেলেগু ওড়িয়া প্রভৃতি ভাষায় আবেদন করবেন, তাদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সেই বিষয়টি প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে থাকতে হবে।

Note-2:- মাধ্যমিক পরীক্ষায় সকল প্রার্থীকে অবশ্যই অংক ও ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে।

Note-3:- প্রার্থীরা যে মাধ্যমের বিদ্যালয়ে আবেদন করবেন, তাকে অবশ্যই সেই ভাষায় লিখতে, পড়তে জানতে হবে।

Note-4:- 29-09-2022 এর wb primary TET বিজ্ঞপ্তি প্রকাশের পর যে সকল প্রার্থী যোগ্যতা অর্জন করবেন তারা পরীক্ষায় বসতে পারবেন না।


Note-5:- Wb primary TET  পরীক্ষায় পাশ করলেই  প্রার্থীকে চাকরির অধিকার প্রদান করা হবে না। এটি একটি যোগ্যতামানদন্ড নির্ণয়ের পরীক্ষা।


যোগ্যতা অর্জনঃ- যে সকল প্রার্থী Wb primary TET ২০২২ সালের পরীক্ষায় পূর্ণমান ১৫০ এর মধ্যে ৬০% নম্বর পাবেন তাদেরকে TET QUALIFIED প্রার্থী করা হবে।
Sc,St,Obc-a/b,Ex-servicemen, Dh, Ec প্রার্থীরা ৫৫% নম্বর পেলেই পাশ করানো হবে। 


বেতন(Scale of pay):-  মূল বেতন-২৮৯০০, বাড়িভাড়া ১২০০, এছাড়াও মহার্ঘ ভাতা, মেডিকেল প্রভৃতি সহ- ৩২৮০০ টাকা।
  

Read more.....








Post a Comment

0 Comments