প্রাইমারি টেট পরীক্ষার Child Development & pedagogy mcq

 





     প্রাইমারি টেট পরীক্ষার CHILD DEVELOPMENT & PEDAGOGY MCQ 

Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা অনেকেই wb primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো।  এমনকি ওয়েবসাইটেও বহু ব্লগার প্রাইমারি টেট পরীক্ষার মক টেস্ট/ প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছে। শতাধিক মক টেস্টগুলির মধ্যে সঠিক সিলেবাস অনুযায়ী মক টেস্ট বেছে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে। এমনকি বহু ব্লগার অপ্রয়োজনীয় বিষয় থেকেও মক টেস্ট তুলে দিচ্ছে। যা সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত। অনেক সময় ভুল উত্তর সম্বলিত মক টেস্টের মুখোমুখি  হচ্ছো। তাই  তোমাদের কথা ভেবেই আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন উত্তরের উপরে wbপ্রাইমারি টেট পরীক্ষার Child Development & pedagogy mcq পর্ব শুরু করলাম। এই পর্ব গুলি নিয়মিত আমাদের ওয়েবসাইটে অনুশীলন করলে আমরা আশাবাদী তোমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। তোমাদের সাফল্যেই আমাদের গর্ব।

■ অনেকের স্বপ্ন সরকারি চাকরি পাওয়া। কিন্তু পরীক্ষায় বসলেই চাকরি পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি। আজকে তোমাদের সহযোগিতার জন্যই মকটেস্ট আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।   

                      


  প্রাইমারি টেট পরীক্ষার গুরুত্বপূর্ণ Child Development & pedagogy mcq প্রশ্ন উত্তর 


Parasuna Mock Test 
Exam name Wb primary TET 
 Subject  child development &
Pedagogy 
Q.Type MCQ 
Number of question  50
 Official site  
 wbbpe






 

1- বুদ্ধি মানুষের কীরূপ ক্ষমতা ?


উত্তরঃ - জন্ম ও পরিবেশগত ক্ষমতার সংমিশ্রণ। 

২-কোন উপাদান মানুষের বুদ্ধিকে সবথেকে প্রভাবিত করে ?

উত্তরঃ - বংশগতি ও পরিবেশ। 

3- স্মৃতির প্রথম স্তর কোনটি ?

উত্তরঃ - শিখন। 

4- মনোযোগের একটি বাহ্যিক নির্ধারকের নাম লেখো ?

উত্তরঃ - রং বা তীব্রতা। 

5- "বুদ্ধি হলো শেখার ক্ষমতা"- বক্তা কে ?

উত্তরঃ -থর্নডাইক। 

6- হেগের মতে দুরকম বুদ্ধির নাম কী ?

উত্তরঃ - A  ও  B বুদ্ধি। 

7- শিখন কীরূপ প্রক্রিয়া ?

উত্তরঃ - অর্জিত প্রক্রিয়া। 

8- মনোযোগ কীরূপ প্রক্রিয়া ?

উত্তরঃ - উদ্দীপক নির্ভর প্রক্রিয়া। 

9- পরিণমন কিরূপ প্রক্রিয়া ?

উত্তরঃ - স্বাভাবিক প্রক্রিয়া। 

10- "S--R-BOND"- কে গঠন করেন ?

উত্তরঃ - থর্নডাইক। 

11- বুদ্ধির কাঠামো তত্বের প্রবক্তা কে ?

উত্তরঃ - গিলফোর্ড। 

12- স্পিয়ারম্যানের মতে সহগতি কয় প্রকার ?

উত্তরঃ - তিন প্রকার। 

13- থাস্টোনের মতে প্রাথমিক উপাদান কয়টি?

উত্তরঃ- 7 টি।

14- শিখনের দ্বিতীয় স্তর কোনটি?

উত্তর ধারণ বা সংরক্ষন।

15- থাস্টোনের মানসিক ক্ষমতার তত্ত্বে সংখ্যাগত সমস্যা সমাধানের ক্ষমতা কে কী দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর N দ্বারা। 

16- মনোযোগের বস্তুগত শর্ত কোনটি?

উত্তরঃ- গতিশীলতা ।

17- পুনরুদ্রেক কথাটির অর্থ কী?

উত্তর স্মরণ করা।

18- থাস্টোনের তার প্রাথমিক ক্ষমতার তত্ত্বে প্রত্যক্ষণকে কী দ্বারা প্রকাশ?

উত্তরঃ- S দ্বারা।

19- প্রত্যভিজ্ঞা কথাটির প্রকৃত অর্থ কী ?

উত্তর চিনে নেওয়া।

20- গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কোনটি?

উত্তরঃ- সমস্যা সমাধানের শিখন।

21- "আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ"- বক্তা কে?

উত্তরঃ- ম্যাকডুগাল।

22- "Abilities of man"- গ্রন্থের লেখক কে?

উত্তরঃ- স্পিয়ারম্যান ।

23- দলগত বা বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ- থার্স্টোন।

24- ভাষা বোধের ক্ষমতাকে থার্স্টোন কী দ্বারা প্রকাশ করেছেন?

উত্তরঃ- V দ্বারা। 

25- 'G'- অবদান কোন কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ-  সব কাজে।

26- প্রাচীন অনুবর্তন ত্বত্ত্বের প্রবক্তা কে ?

উত্তরঃ - প্যাভল্ভ। 

27- প্রাচীন অনুবর্তন ত্বত্ত্বে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় ?


উত্তরঃ - অনুবর্তীত। 


28- পাভলভের শিখান ত্বত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কী  বলে ?


উত্তরঃ - "S'-Type অনুবর্তন। 


29- প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো?

উত্তরঃ - S1------R1

              S2--------R2

30- কুকুরের উপর কে পরীক্ষা করেছিলেন ?

উত্তরঃ -পাভল্ভ। 


31- অপারেন্ট অনুবর্তন ত্বত্ত্বের প্রবক্তা কে ?


উত্তরঃ - স্কিনার। 


32- প্রোগ্রাম শিখন কোন  শিখন তত্ত্বের ব্যাবহারিক প্রয়োগ?


উত্তরঃ- সক্রিয় অনুবর্তন।


32- স্কিনার বক্স কোন তত্ত্বে ব্যবহার করা হয়েছিল?


 উত্তর:- সক্রিয় অনুবর্তন তত্ত্বে।


33- প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে?


 উত্তর-থর্নডাইক। 


34-  "অ্যানিমেল ইন্টেলিজেন্স"- বইটির লেখক কে?


 উত্তর:- থর্নডাইক। 


35- শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স কে ব্যবহার করেছিলেন?


 উত্তর- থর্নডাইক।


36- 'টাইম কার্ভ'-  কে ব্যবহার করেছিলেন ?


উত্তর- থনডাইক।


37- 'গেস্টাল্ট'- শব্দের অর্থ কী ?


 উত্তর:- সমগ্রতা বা অবয়ব। 


38- অন্তর্দৃষ্টি মূলক শিখন সম্পন্ন হয় কিসের দ্বারা?


 উত্তর- বুদ্ধির দ্বারা। 


39- অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল এর শিম্পাঞ্জির নাম কী  ছিল?


উত্তরঃ - সুলতান।


40-'মেন্টালিটি অফ অ্যাপ'- গ্রন্থের লেখক কে ?


উত্তর- কোহলার।


41- কফকা কোন ধারার বিজ্ঞানী। 


 উত্তর:- সমগ্রতাবাদী।


42-' সাইন্স অফ হিউম্যান বিহেভিয়ার'- গ্রন্থের লেখক কে?


 উত্তর- স্কিনার ।


43-  শিখনের গৌণ নীতির সংখ্যা কয়টি?


উত্তরঃ - পাঁচটি। 


44- প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বে থনডাইক কোন প্রাণীর উপর পরীক্ষা করেছেন।


 উত্তর ইঁদুর।

 

45-বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন ?


উত্তর - নির্মল কুমার সিদ্ধান্ত। 


46- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে কলেজের শিক্ষাকাল কত বছর ?


উত্তরঃ - 3 বছর। 


47- প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে ?


উত্তরঃ - 2500 জন। 


48- বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে পৃষ্টা সংখ্যা কত ছিল ?


উত্তরঃ - ৭৪৭ টি। 


49- গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ কোন কমিশন করেছিল ?


উত্তরঃ - রাধাকৃষ্ণণ কমিশন। 


50- ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে  ছিলেন ?


উত্তরঃ - আবুল কালাম আজাদ। 








FILE DETAILS

TYPE: PDF
SIZE:267.5 KB
LOCATION: GOOGLE DRIVE

Post a Comment

0 Comments