উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2023|| HS Political science suggestions 2023

 HELLO,আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আশা করি ভালই চলছে। তোমাদের কথা মাথায় রেখেই অন্যান্য বারের মতো এবারও আমি লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি । তোমরা লক্ষ্য করেছো, বিগত বছরগুলোতে আমি যে উচ্চমাধ্যমিকের আর্স বিষয়ের সাজেশন গুলি দিয়েছিলাম, তা থেকে অনেক কমন এসেছে। কিন্তু দুঃখের বিষয় করুণা পরিস্থিতিতে তোমরা ক্লাস করার সুযোগ পাওনি, এমনকি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পাঞরে সে সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়নি । তবে যারা আমার ওয়েবসাইটটি নিয়মিত ফলো করছো বা করবে তারা অবশ্যই কোন ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে ধারণা পেয়েছো এবং পাবে। আজকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2023 / দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2023 / H S Political science suggestions 2023 /  এই কটা প্রশ্ন পড়লেই আশা করবো তোমরা আটটি প্রশ্নের মধ্যে আটটি কমেন্ট পাবে । তবে তোমাদের উত্তর করতে হবে মূলত পাঁচটি প্রশ্নের । MCQ   এবং SAQ সম্পর্কে তোমরা কোনো চিন্তা করবে না ।কারণ আমার ওয়েবসাইটে যে mcq & saq গুলো অধ্যায়ভিত্তিক দেওয়া হচ্ছে সেগুলি অনুসরণ করলেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে ।



বিষয়  রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 
 Year 2023
বোর্ড WBCHSE
 Class  XII
 Common 99.9%

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল সাজেশন 2023


■ প্রথম অধ্যায় :-আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা:-

1- আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ।

2 - ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো ।

অথবা

জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় গুলি উল্লেখ করো।


পঞ্চমঃ- অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ।

1. উদারনীতিবাদ বলতে কী বোঝো?উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

2. মার্কসবাদের মূল সূত্র গুলি আলোচনা করো।

3- গান্ধীজীর রাজনৈতিক দর্শনের মূল সূত্র গুলি আলোচনা করো।

ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভাগ সমূহ ।

1.দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

2- এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

3-ক্ষমতাস্বতন্ত্রীকরন কাকে বলে ?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো।

সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসন বিভাগ ।

1- ভরতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

2 - ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।


অষ্টম অধ্যায়ঃ ভারতের আইন বিভাগ।

1-অর্থবিল কাকে বলে? লোকসভায় কিভাবে অর্থবিল পাস হয় ।

2-পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

নবম অধ্যায়ঃ ভারতের বিচার বিভাগ ।

1-ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ।

2-ভারতের অধঃস্তন আদালতসমূহের উপর একটি টীকা লেখো।

3. ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো।

সম্পুর্ন suggestions এর পিডিএফ -

 

        Download pdf.     




Post a Comment

0 Comments