Hello,আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের অনেকের সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন। কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি।২০২৩ সালের পরীক্ষার ফ্রম ফিলাপ 17 ই জানুয়ারীর থেকে আরম্ভ হয়েছে, যা চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা 2ই জুলাই হবে। শুরু থেকে প্রস্তুতি নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আজকে আমরা gnm Online free mock test আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।
WBJEE ANM & GNM NURSING পরীক্ষা সংক্রান্ত তথ্য 2023
- CAT পরীক্ষা নেওয়া হবে 115 নম্বরের ।
- সময়ঃ থাকবে 1ঘন্টা 30 মিনিট।
- পরীক্ষায় দুটি গ্রুপ থাকবে। গ্রুপ -i -এ থাকবে MCQ মান -1 এবং গ্রুপ-ii এ থাকবে SAQ মান -2 এর।
- সর্বমোট 100 টি প্রশ্ন থাকবে। এর মধ্যে 85 টি MCQ এবং 15 টি SAQ ।
- পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। 4 টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে।
- তবে গ্রুপ - ii এ 2 নম্বরের 15 টি প্রশ্ন থাকবে। এই গ্রুপে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
- প্রশ্নপত্র ইংরেজী ও বাংলা উভয় ভাষায় থাকবে। তবে ইংরেজী গ্রামার ও রিজিনিং শুধু ইংরেজীতে থাকবে।
- CAT পরীক্ষা নেওয়া হবে 115 নম্বরের ।
- সময়ঃ থাকবে 1ঘন্টা 30 মিনিট।
- পরীক্ষায় দুটি গ্রুপ থাকবে। গ্রুপ -i -এ থাকবে MCQ মান -1 এবং গ্রুপ-ii এ থাকবে SAQ মান -2 এর।
- সর্বমোট 100 টি প্রশ্ন থাকবে। এর মধ্যে 85 টি MCQ এবং 15 টি SAQ ।
- পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। 4 টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে।
- তবে গ্রুপ - ii এ 2 নম্বরের 15 টি প্রশ্ন থাকবে। এই গ্রুপে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
- প্রশ্নপত্র ইংরেজী ও বাংলা উভয় ভাষায় থাকবে। তবে ইংরেজী গ্রামার ও রিজিনিং শুধু ইংরেজীতে থাকবে।
WBJEE ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস 2023
SUBJECT | MARKS |
জীবন বিজ্ঞান | 50 |
গণিত | 10 |
ভৌতবিজ্ঞান | 25 |
ইংরেজি গ্রামার | 15 |
সাধারণ জ্ঞান | 10 |
রিজনিং | 5 |
মোট সময় | 1.30 minute |
মোট নম্বর | 115 |
ANM GNM পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন সংখ্যা ও নম্বর
উপরের সিলেবাস অনুযায়ী 5 টি বিষয় থাকবে।তার মধ্যে জীবন বিজ্ঞান থেকেই 30টি MCQ ও 10টি(2 নম্বরের) SAQ থাকবে।
SUBJECT | GROUP-A NUMBER OF QUESTION TYPE OF QUESTION -MCQ (MARKS-1) | GROUP-B NUMBER OF QUESTION TYPE OF QUESTION -SAQ (MARKS-2) | TOTAL QUESTION | TOTAL MARKS |
ভৌতবিজ্ঞান | 15 | 5 | 20 | 25 |
জীবনবিজ্ঞান | 30 | 10 | 40 | 50 |
ইংরেজি | 15 | --- | 15 | 15 |
সাধারণ জ্ঞান | 10 | --- | 10 | 10 |
গণিত | 10 | --- | 10 | 10 |
রিজনিং | 5 | --- | 5 | 5 |
TOTAL | 85 | 15*2=30 | 100 | 115 |
1➤ হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা?
ⓐ হাইপোথ্যালামাস
ⓑ সেরিব্রাম
ⓒ মেডালা
ⓓ থেলামাস
ⓑ সেরিব্রাম
ⓒ মেডালা
ⓓ থেলামাস
2➤ মূত্রের অস্বাভাবিক উপাদান কোনটি?
ⓐ ইউরিক অ্যাসিড
ⓑ ক্রিয়েটিন
ⓒ NaCL
ⓓ গ্লুকোজ
ⓑ ক্রিয়েটিন
ⓒ NaCL
ⓓ গ্লুকোজ
3➤ শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় কোথায়?
ⓐ বৃক্কে
ⓑ মূত্রথলিতে
ⓒ ফুসফুসে
ⓓ যকৃতে
ⓑ মূত্রথলিতে
ⓒ ফুসফুসে
ⓓ যকৃতে
4➤ ব্যাঙের ক্ষেত্রে নিষেক হল-
ⓐ বাহ্যিক
ⓑ অভ্যন্তরীণ
ⓒ বাহ্যিক ও অভ্যন্তরীণ
ⓓ বায়বীয়
ⓑ অভ্যন্তরীণ
ⓒ বাহ্যিক ও অভ্যন্তরীণ
ⓓ বায়বীয়
5➤ কীসের অভাবে ডায়াবেটিস হয়?
ⓐ শর্করা
ⓑ ইনসুলিন
ⓒ ক্যালসিয়াম
ⓓ ভিটামিন
ⓑ ইনসুলিন
ⓒ ক্যালসিয়াম
ⓓ ভিটামিন
6➤ পতঙ্গের আছে----
ⓐ দুজোড়া পা
ⓑ তিনজোড়া
ⓒ চারজোড়া
ⓓ একজোড়া
ⓑ তিনজোড়া
ⓒ চারজোড়া
ⓓ একজোড়া
7➤ মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি?
ⓐ লোহা
ⓑ রুপো
ⓒ সোনা
ⓓ তামা
ⓑ রুপো
ⓒ সোনা
ⓓ তামা
8➤ মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায়?
ⓐ মুখগহ্বর
ⓑ পাকস্থলী
ⓒ জেজুনাম
ⓓ গ্রাসনালী
ⓑ পাকস্থলী
ⓒ জেজুনাম
ⓓ গ্রাসনালী
9➤ কার চামড়ার নীচে "ব্লাবারের" স্তর থাকে?
ⓐ কচ্ছপের
ⓑ সাপের
ⓒ তিমির
ⓓ ব্যাঙের
ⓑ সাপের
ⓒ তিমির
ⓓ ব্যাঙের
10➤ ভাইরোলজির জনক কে?
ⓐ আইভানোওস্কি
ⓑ এডওয়ার্ড জিনার
ⓒ বেইজিরিঙ্ক
ⓓ লুই পাস্তুর
ⓑ এডওয়ার্ড জিনার
ⓒ বেইজিরিঙ্ক
ⓓ লুই পাস্তুর
11➤ শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয়?
ⓐ 15 অণু
ⓑ 8 অণু
ⓒ 30 অণু
ⓓ 38 অণু
ⓑ 8 অণু
ⓒ 30 অণু
ⓓ 38 অণু
12➤ পিত্তরসে কোন উৎসেচকটি থাকে?
ⓐ অ্যামাইলেজ
ⓑ ট্রিপসিন
ⓒ লাইপেজ
ⓓ কোনোটিই নয়
ⓑ ট্রিপসিন
ⓒ লাইপেজ
ⓓ কোনোটিই নয়
13➤ কোন প্রাণীকে 'ডেভিল মাছ' বলে?
ⓐ তিমি
ⓑ হাঙ্গর
ⓒ অক্টোপাস
ⓓ ডলফিন
ⓑ হাঙ্গর
ⓒ অক্টোপাস
ⓓ ডলফিন
14➤ RBC/WBC গণনা করার যন্ত্রের নাম কী?
ⓐ নিউ বার হেমোসাইটোমিটার
ⓑ ক্যালোরিমিটার
ⓒ থার্মোমিটার
ⓓ সিসমোগ্রাফ
ⓑ ক্যালোরিমিটার
ⓒ থার্মোমিটার
ⓓ সিসমোগ্রাফ
15➤ মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি?
ⓐ সায়াটিক নার্ভ
ⓑ ভেগাস নার্ভ
ⓒ অপটিক নার্ভ
ⓓ অলফ্যাক্টরি নার্ভ
ⓑ ভেগাস নার্ভ
ⓒ অপটিক নার্ভ
ⓓ অলফ্যাক্টরি নার্ভ
আরো পড়ো......
নার্সিং পরীক্ষার Online mock test
WBJEE ANM and GNM পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস
1 Comments
Very helpful
ReplyDelete