মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023||MADHYAMIK HISTORY SUGGESTION 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023||MADHYAMIK HISTORY SUGGESTIONS 2023
MADHYAMIK HISTORY SUGGESTION- 2023

 মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023:- পরীক্ষা শেষ মুহূর্তের ইতিহাস সাজেশন। তোমরা অনেকেই খুঁজে চলেছে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাজেশন2023, Madhyamik History Suggestion 2023, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf, দশম শ্রেণীর ইতিহাস সাজেশন 2023 ।তাই তোমাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

■ ছোট প্রশ্ন উত্তরের জন্য আমাদের ওয়েবসাইটে ধারাবাহিকভাবে যেসকল কন্টেন আপলোড করা হয়েছে অধ্যায়ভত্তিক সেগুলি পড়লেই হবে ।তাই আলাদা করে MCQ, SAQ বা সংক্ষিপ প্রশ্ন ও উত্তর এর সাজেশন দেওয়া হলো না।

TopicMADHYAMIK HISTORY
 SUGGESTION
BoardWBBSE
Year2023
Common 100%
Exam Date1st March



মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023|MADHYAMIK HISTORY SUGGESTIONS 2023

সংক্ষিপ্ত প্রশ্ন              মান - 2

1. শহরের ইতিহাস চর্চা বলতে কী বোঝায় ?

2. ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব লেখো। 

3.নব্যবঙ্গ কাদের বলা হয় ? এদের উদ্দেশ্য কী ছিল?

4.ভারতবর্ষীয় ব্রাত্মসমাজ বিভক্ত হল কেন? 

5.পাইক বিদ্রোহ ও পাইকান জমি বলতে কী বোঝায় ?

6.নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কীরূপ ছিল?

7.জাতীয়তাবাদের বিকাশে ‘গোরা' উপন্যাসের গুরুত্ব কী ?

8.চার্লস উইলকিন্সকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? 

9.কংগ্রেস সমাজতান্ত্রিক দলের গুরুত্ব লেখ।

10.মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 

11.রসিদআলি দিবস কেন পালিত হয়েছিল?

12.কী ভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়?

13.‘দেশীয় রাজ্য' বলতে কী বোঝায় ?

14.দিকু কাদের বলা হয় ?

15.কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়?

 16.জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো?

17.উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষ পাঠে ‘ভারতমাতা’ চিত্রটি কী ভূমিকা ছিল?

18. শ্রীরামপুরত্রয়ী কারা?

19.আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখ ।

20.মাদারি পাসি কে ছিলেন?

21.কংগ্রেস সমাজতন্ত্রী দল তার উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছে। 

22.দলিত কাদের বলা হয় ?

23.স্বদেশি আন্দোলনে ছাত্রদের কেন 'স্বনিয়োজিত প্রচারক' বলা হয় ?

24. পত্তি শ্রীরামলু কে ছিলেন?

25.আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

26.আঞ্চলিক ইতিহাস বলতে কী বোঝায়? 

27. প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ?

28. 'সংরক্ষিত অরণ্য' বলতে কী বোঝায় ? 

 29.ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল ?

30.ল্যান্ডহোল্ডার্স সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?

31.১৮৫৭ সালের বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয় ?

32.আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিখ্যাত কেন ?

33.স্থানীয় ইতিহাস কী ?

34. সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য লেখো।  

35.মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কী?

36.উডের নির্দেশনামার মূল বক্তব্য বা কী?

 37.কোল বিদ্রোহ কেন ব্যর্থ হয় ?

38.জাতীয় শিক্ষা পরিষদের মূল উদ্দেশ্য কী ?

39.বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর প্রেসের অবদান কী ছিল ? 

40.ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়?


ব্যাখ্যামূলক প্রশ্ন বা টিকা    মান-4

প্রথম অধ্যায়

1. পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক একটি সংক্ষিপ্ত আলোচনা করো।

2. নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।

3. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটির গুরুত্ব লেখ।

4. আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখ।

5.নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো।

6. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 'সত্তর বৎসর'-এর গুৰুত্ব লেখো।

7. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে 'জীবনের ঝরাপাতা'র গুরুত্ব লেখো।

দ্বিতীয় অধ্যায়ঃ

1. টীকা লেখো- গ্রামবার্তা প্রকাশিকা।

2 .1900 শতকের নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান লেখ।

3. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ।

4. স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কী জানো?

5. নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

6. সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভূমিকা লেখ।

7. জাতীয়তাবোধ বিকাশে হিন্দু পেট্রিয়ট পত্রিকার অবদান উল্লেখ কর।

8.'হুতোম প্যাঁচার নক্সা' গ্রন্থে সমকালীন সমাজ-সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো।


তৃতীয় অধ্যায়

1. সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখ।

2 .কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো।

3. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?

4. কী কারণে পাবনা কৃষক বিদ্রোহ সংঘটিত হয় ?

5. ফরাজি আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লেখো

চতুর্থ অধ্যায়:-

1. টীকা লেখ ভারত সভা

2. 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল।

3. মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র- টিকা লেখো। 

4. উনিশ শতককে ‘সভা-সমিতির যুগ' বলা হয় কেন? এই যুগের বৈশিষ্ট্যের কী পরিচয় পাওয়া যায় ?

5. জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ এর ভূমিকা লেখ।

6. জাতীয়তা বোধের বিকাশে ভারতমাতা চিত্রের গুরুত্ব লেখ।

7.গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজচিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো।

পঞ্চম অধ্যায়

1 . বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর অবদান আলোচনা করো।

2. বিজ্ঞান চর্চা ও গবেষণায় 'বসু বিজ্ঞান মন্দির' এর অবদান লেখ।

3. টীকা লেখ- ইউ রায় অ্যান্ড সন্স।

4. মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখ।

5 . বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্র সরকারের অবদান ।

6. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কী ছিল?

7.আচার্য প্রফুল্লচন্দ্র রায় কী জন্য স্মরণীয় ? অথবা, বিজ্ঞানচর্চার ক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা সংক্ষেপে লেখো।

8. মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

ষষ্ঠ অধ্যায়

1.বারদৌলি সত্যাগ্রহ কৃষক আন্দোলন সম্পর্কে কী জানা যায়?

2.ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা সংক্ষেপে লেখো।

3.বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?

4.সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালী সংঘের ভূমিকা বিশ্লেষণ করো।

5.‘একা আন্দোলন' সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো।

6.টীকা লেখো : তেলেঙ্গানা বিদ্রোহ।


সপ্তম অধ্যায়:-

1.বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা কেমন ছিল?

2. অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো।

3.ভগৎ সিং ইতিহাসে কেন স্মরণীয় ? অথবা, টীকা লেখো : ভগৎ সিং।

4. দলিত আন্দোলন বিষয়ে গান্ধি - আম্বেদকর বিতর্ক সংক্ষেপে লেখো।


অষ্ঠম অধ্যায় 

1. টীকা লেখ : উদবাস্তু সমস্যা ও তার সমাধান

2.কাশ্মীর সমস্যা কীভাবে সৃষ্টি হয়েছিল সংক্ষেপে লেখো।

3. দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?

4. স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত পুনর্গঠিত হয়েছিল ?

রচনাধর্মী প্রশ্ন             মান 8

1. উনিশ শতকের বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা  আলোচনা করো।

2. 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।

3. নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

4.বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 

5. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।


 File Details

Type:- PDF

Size:- 316.7 Kb 

Page:- 6

Location:- Google drive

Download Now 


আরো পড়ো 

মাধ্যমিক বাংলা সাজেশন 2023



Post a Comment

0 Comments