উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf / Class 12 History suggestion 2023

 H.S HISTORY SUGGESTIONS 2023||উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023:-  Hello,অনান্য বছরের মতো এবারও www.parasuna.com প্রকাশ করলো ইতিহাস সাজেশন। WBCHSE এর প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী 2023 বর্ষের ফাইনাল পরীক্ষার সাজেশন প্রস্তুত করা হয়েছে। তোমরা অনেকে খুঁজে চলেছো- উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 /উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 mcq / উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 saq/উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf / Class 12 History suggestion 2023 /  H. S History suggestion 2023 প্রভৃতি।


 •• অধ্যায় অনুযায়ী সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হল।ধাপে ধাপে প্রশ্নের উত্তর ও প্রকাশ করা হবে। এছাড়াও অধ্যায় ভিত্তিক সম্ভাব্য MCQ & SAQ প্রকাশ করা হয়েছে । সেগুলো নিয়মিত চর্চা করবে। তোমাদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। www.parasuna.com - এর ইতিহাস সাজেশন কেন অনুসরণ করবে?

প্রথম:-কম প্রশ্ন দেওয়া থাকে। অর্থাৎ কম পড়ে বেশি কমন ।

দ্বিতীয়:-সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক সাজানো হয়েছে প্রশ্নগুলো। 

তৃতীয়:-বিগত বছরগুলোতে যে সাজেশন দেওয়া হয়েছে তাতে 99% কমন এসেছে। 

চতুর্থ:-ইতিহাসের অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর দ্বারা নির্মিত। 



 H.S HISTORY SUGGESTIONS 2023||উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন2023                        

প্রথম অধ্যায়:- "অতীত স্মরণ" 


1- পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো।

2- অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ্ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।   4+4=8

3- মিথ (উপকথা) ও লিজেন্ড (পুরাকাহিনি) বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারনাকে এরা কীভাবে রূপদান করে? 


দ্বিতীয় অধ্যায়:- উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার


1. উপনিবেশবাদ ও  সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন- লেনিনের তত্ত্ব আলোচনা করো।

2. ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।

3. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।


তৃতীয় অধ্যায়ঃ-ঔপনিবেশিক আধিপত্যের              প্রকৃতি:নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। 


1- পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।

 2-ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো।

3- ভারতীয় অর্থনীতিতে রেলপথ সম্প্রসারণ এর ফলাফল আলোচনা করো। 8


      চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া


1- সমাজ ও শিক্ষাসংস্কারে রাজা রামমোহন রায়-এর অবদান মূল্যায়ন করো। 

 2-চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।  4+4=8

3- বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো ।এর সীমাবদ্ধতা কী ছিল ? 5+3=8


   পঞ্চম অধ্যায়ঃ- ঔপনিবেশিক ভারতের শাসন


1-1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল?

2- বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো ।4+4=8

3-লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।4+4=8

4- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা করো ।4+4=8

ষষ্ঠ অধ্যায়ঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ 

1. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।

2. 1942 খ্রিস্টাব্দে 'ভারত ছাড়ো' আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো।

সপ্তম অধ্যায়:- ঠান্ডা লড়াইয়ের যুগ

1. সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।

2. কিউবার ক্ষেপনাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।

3. টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো।

অষ্ঠম অধ্যায়:- 


1. অব-উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। (2+6)

2. সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্কের উদ্দ্যেশগুলি সংক্ষেপে লেখো।

3. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল।

 

আরো পড়ো:- 



Post a Comment

0 Comments