উচ্চমাধ্যমিকের পাঠ্য বিভাব নাটক শম্ভু মিত্র||নাটকের সারাংশ ও প্রশ্ন উত্তর আলোচনা

 বিভাব নাটক শম্ভু মিত্র:- 1956 সালের ডিসেম্বর মাসে বহুরূপী নাট্য পত্রে প্রথম প্রকাশিত হয় "বিভাব" নাটকটি । এই নাটকে তৎকালীন সময়ের দেশভাগের যন্ত্রণা, সাম্প্রদায়িক দাঙ্গার করাল গ্রাসে ভারতবাসী যখন চরম দারিদ্রতা ও বিপর্যয়ের মুখোমুখি হয়, সেই প্রেক্ষাপটে রাজনৈতিক ব্যক্তিদের ব্যঙ্গ বিদ্রুপকে উপযুক্ত জবাব দেওয়ার উদ্দেশ্যে নাট্যকার শম্ভু মিত্র 'বিভাব নাটক' লেখেন।


এই নাটকের MCQ ও SAQ প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রচনাধর্মী একটি প্রশ্ন আসে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ । উচ্চমধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই আমর আলোচ্য নাটকের নাট্যকার পরিচিতি, উৎস, নাটকের সারাংশ ও প্রশ্নোত্তর আলোচনা করলাম।


দ্বাদশ শ্রেণীর "বিভাগ" নাটকের নাট্যকার শম্ভু মিত্র সম্পর্কে আলোচনা ও নাটকের সারাংশ 


নাটকের উৎস:- একটি নির্দিষ্ট বিষয় স্থির রেখে বহুরূপী নাট্য গোষ্ঠীর সদস্যরা নিজেদের সংলাপ নিজেই বানিয়ে নিয়ে যে নাটক রচনা করেন, তা পরবর্তীতে শম্ভু মিত্র গ্রন্থাগারে সাজিয়ে এই নাটকটির নাম দেন 'বিভাব'। নাটকের রচয়িতা ছিল বহুরূপী সদস্যরা । কিন্তু পরবর্তীতে নাট্যকার হিসেবে নাম রাখা হয় শম্ভু মিত্রের।


নাট্যকার পরিচিতি:- বাংলা নাট্য আন্দোলনের পথিকৃৎ বলা হয় শম্ভু মিত্রকে।  1950 সালের 22 আগস্ট জন্মগ্রহণ করেন কলকাতায়। তার বাবার নাম শরৎকুমার মিত্র। মা শতদল বাসেনী দেবী। প্রবেশিকা পরীক্ষায় পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন । কিন্তু প্রথাগত শিক্ষা গ্রহণ করতে অনাগ্রহী ছিলেন। তাই চলে যান দেশ-বিদেশের নাটক পাঠের জন্য। 1939 সালের 9 সেপ্টেম্বর রংমহলে অনুষ্ঠিত বিধায়ক ভট্টাচার্যের "মাটির ঘর" নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শম্ভু মিত্র অভিনয় জীবন শুরু করেন । এরপর তিনি বহুরূপী দলের সঙ্গে যুক্ত হন। তিনি বহুরূপীদল থেকে দল নামটি বাদ দিয়ে বহুরূপী নামটি গ্রহণ করে ভালো নাটক অভিনয় করা শুরু করেন । তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো উলুখাগড়া, ছেঁড়াতার, বিভাব প্রভৃতি। নাটকে অসামান্য কৃতিত্বের জন্য পদ্মভূষণ, ম্যাগসাইসাই, দেশিকোত্তম, পুরস্কার লাভ করেন।  


 সংক্ষিপ্ত বিষয়বস্তু:- শম্ভু মিত্র হাসির খোরাক জোগাড় করার জন্য অমর গাঙ্গুলীর বাড়িতে যান। সেখানে বৌদি তৃপ্তি মিত্রের কথামতো প্রেমের দৃশ্যে অভিনয় করেন। কিন্তু এতে অমর গাঙ্গুলী ও শম্ভু মিত্র কারোরেই হাসি পায়নি । এরপর প্রগ্রেসিভ লাভ সিন করার প্রস্তাব দেন বৌদি তৃপ্তি মিত্র। কিন্তু এতেও কারো হাসি পায়নি । শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে শম্ভু মিত্র অমর গাঙ্গুলী চার দেওয়ালের বাইরে প্রকাশ্য রাস্তায় বেরিয়ে আসেন হাসির খোরাক খোঁজার জন্য। কিন্তু এখানে তারা বাস্তবের মুখোমুখি হন । তারা শুনতে পান শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ । যারা 'চাল চাই কাপড় চা চাই' শ্লোগান দিতে থাকে।  অপরদিকে পুলিশ শোভাযাত্রীদের পথ আটকায়। তাদের ফিরে যাওয়ার কথা বললেন।কিন্তু প্রতিবাদী একটি ছেলে ও মেয়ে পুলিশের নির্দেশকে অগ্রাহ্য করে এগিয়ে আসলে পুলিশ বাধ্য হয়ে মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায় । এতে একটি ছেলে ও মেয়ে মাটিতে পড়ে যায়। অমর গাঙ্গুলী মেয়েটির শুশ্রূষার জন্য মাথায় হাত দিয়ে দেখতে থাকেন। শম্ভু মিত্র অমরের পিঠে টোকা দিয়ে বলেন- "কি হে অমর এবার হাসি পাচ্ছে তো? এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাচ্ছে ।"এরূপ পরিস্থিতিতে বাঙালি যে হাসতে পারে না তা তীব্র শ্লেষ এর মাধ্যমে শেষ উক্তিতে উল্লেখ করেছেন শম্ভু মিত্র।


নাট্যকার শম্ভু মিত্রের বিভাব নাটক থেকে বাছাই করা নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর    মান-১




1➤ বিভাব কোন ধরনের নাটক?

=> একাঙ্ক নাটক।

2➤ বিভাব নাটকটির অনুপ্রেরণা কোন নাটক?

=> জাপানের কাবুকি নাটক।

3➤ 'বিভাব'- শব্দের সাধারণ অর্থ কী?

=> বিশেষ ভাব।

4➤ বিভাব নাটকের প্রধান চরিত্র সংখ্যা কত?

=> তিন জন।

5➤ 'পর্দা খুললে দেখা যায়'- কী?

=> মঞ্চ সম্পূর্ণ ফাঁকা।

6➤ "আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত"-কী?

=> অভাব নাটক।

7➤ সরকার খাজনা আদায় করত কীরূপে?

=> বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে

8➤ "এক পুরানো বাংলা নাটকে দেখি লেখা আছে.." কী লেখা ছিল?

=> রাজা রথারোহনম নাটয়তি।

9➤ "তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর আসবি"-এটি কোন দেশি ভাষা?

=> উড়িয়া।

10➤ "এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম"- সাহেবি কে?

=> আইজেনস্টাইন।

11➤ আইজেনস্টাইন পেশায় কী ছিলেন?

=> রুশদেশীয় এক বিখ্যাত চিত্রপরিচালক।

12➤ 'কাবুকি'- থিয়েটার কোন দেশের?

=> জাপান।

13➤ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন?

=> এসথেটিক মরা।

14➤ "কী ব্যাপার, নিচে দাঁড়িয়ে কেন"-কে নিচে দাঁড়িয়ে ছিলেন?

=> শম্ভু।

15➤ "তার নাকি দারুন বক্স অফিস"- কিসের?

=> প্রেমের নাটক।

16➤ "হ্যাঁ বল্লভভাই বলে গেছেন" -কী?

=> বাঙালিরা কাঁদুনে জাত।

17➤ "ওঃ দাতা কর্ণ যে।"- কথাটি কে বলেছিলেন?

=> শম্ভু।

18➤ অমর বৌদির কাছে ক কাপ চা চেয়েছে?

=> দুই কাপ।

19➤ "ঠিক আছে ফেলে দিন না- আবার দেবো -"কী ফেলে দিতে বলা হয়েছে?

=> সিগারেট।

20➤ "পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম"- উক্তিটি কে করেছেন?

=> বৌদি।

21➤ শম্ভু ও অমরের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার কী?

=> লারেলাপ্পা।

22➤ বিভাব নাটকে অমর গাঙ্গুলী লাভ সিন দেখেছিলেন কোথায়?

=> বায়োস্কোপে।

23➤ "হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন"- কী হওয়ার কথা বলা হয়েছে?

=> নায়ক চরিত্র।

24➤ লভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল?

=> হারমোনিয়াম।

25➤ বিভাব নাটকে রবীন্দ্রনাথের কোন গান করা হয়েছিল?

=> মালতী লতা দোলে।

26➤ রবীন্দ্রনাথের মালতী লতা দোলে গানটি কিভাবে গাওয়া হয়েছিল?

=> ফিল্মি কায়দায়।

27➤ রবীন্দ্রনাথের গানের অনুমতি কোথা থেকে পেতে হয়?

=> বিশ্বভারতী।

28➤ "এর মাথায় খালি লাভ সিন ঘোরে রে"- কার কথা বলা হয়েছে?

=> বৌদির।

29➤ দ্বিতীয় লাভ সিন টা কী?

=> প্রগ্রেসিভ লাভ সিন।

30➤ কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়?

=> ৩২ ইঞ্চি।

31➤ "শেষে হাসতে গিয়ে কাঁদতে হবে"-বক্তা কে?

=> অমর।

32➤ "বহুরূপী তখন লাটে উঠবে"-বহুরূপী কী?

=> নাট্যগোষ্ঠী।

33➤ "The Night is calling me "- সংলাপটি কার লেখা?

=> বার্নাড শ।

34➤ 'পথিক'- নাটকের রচয়িতা কে?

=> তুলসী লাহিড়ী।

35➤ "আরে খিড়কি সে কিউ উতার আয়া।"-বক্তা কে?

=> পুলিশবেশী অমর।

36➤ সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন?

=> ১৩

37➤ "এতে আমার হাসি পেল না"- বক্তা কে?

=> অমর।

38➤ "মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম"- কথাটির অর্থ কী?

=> অপ্রিয় সত্য কথা বলো না।

39➤ "হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি"- কেন?

=> অমর সংস্কৃতে ১৩ পেয়েছিলেন।

40➤ "এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে"- বক্তা কে?

=> শম্ভু।



শম্ভু মিত্রের বিভাব নাটক থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর   -     মান-১



1- বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে?


উত্তরঃ- কোনো পুরোনো নাট্যশাস্ত্র ঘেটে 'বিভাব' নাটকের নামকরণ করা হয়নি। নাটক করার প্রয়োজনীয় উপকরণের অভাব থাকায় এই নাটকের নাম রাখা হয়েছিল 'বিভাব '।


2- "বুদ্ধিটা কি করে এলো তা বলি"- কোন বুদ্ধির কথা এখানে বলা হয়েছে?


উত্তর:- উপকরণ ছাড়াই, শুধুমাত্র অভিনয় নির্ভর নাটক করার বুদ্ধির কথা এখানে বলা হয়েছে। যা বক্তা পুরনো বাংলা নাটক, ওরে দেশের যাত্রা,মারাঠি তামাশা, আইজেনস্টাইনের লেখা প্রভৃতি দেখে ও পড়ে পেয়েছেন।


3- এক পুরানো বাংলা নাটকে দেখে বক্তা কী দেখেন?


উত্তরঃ- বক্তা শম্ভু মিত্র এক পুরোনো বাংলা নাটকে দেখেন যে লেখা আছে-" রাজা রথারোহনম নাটয়তি"-অর্থাৎ রাজা রথ আরোহন করার ভঙ্গি করলেন।


4- "তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নেই আসিবি"- এই নির্দেশ কে কাকে দিয়েছিল?


উত্তর:- 'বিভাব'- নাটকে উদ্ধৃত নির্দেশটি রাজা দূতকে দিয়েছেন।


5- "আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম"- মারাঠি তামাশায় নাট্যকার কী দেখেছিলেন?


উত্তরঃ- নাট্যকার একবার এক মারাঠি তামাশা দেখেছিলেন যে, চাষী জমিদারের কাছে কাকুতি-মিনতি করে । কিন্তু ব্যর্থ হয়ে চলে যান মন্দিরে। মঞ্চের জমিদারের বেশধারী মানুষটি আবার গোঁফদাড়ি লাগিয়ে পুরোহিত সেজে চাষীকে তর্জন শুরু করে। এই বিষয়টি দর্শকরা অনায়াসে মেনে নিয়েছিল।


6- "এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম"- কোন সাহেবের কথা বলা হয়েছে?


উত্তরঃ রুশ দেশীয় একজন বিখ্যাত চিত্রপরিচালক আইজেনস্টাইনের কথা বলা হয়েছে।


7- "দর্শকরা কিছু মনে করে না"- দর্শকরা কোন বিষয়ে কিছু মনে করেন না?


উত্তরঃ- কাল্পনিক তরবারির আঘাতে মৃত্যু ব্যক্তির স্ত্রী এসে শোকাকুল হয়ে পড়লে মৃত ব্যক্তি উঠে হেঁটে চলে যায়। এই বিষয়টি দর্শকরা মেনে নেয়নি। কারণ তাদের কাছে বিধবার দুঃখটাই তখন প্রধান।


8- "এই পড়ে বুকে ভরসা এল"- ভরসা এলো কেন?


উত্তর- জাপানের কাবুকি থিয়েটারের দৃশ্যগুলিকে সাহেবরা সার্টিফিকেট দিয়েছেন। এটা পড়ে নাট্যকার বুকে ভরসা পান।


9-" এমনি এলাম একেবারে এমনি নয়"- কে কোথায় এসেছিলেন?

উত্তরঃ- 'বিভাব'- নাটকে শম্ভু মিত্র হাসির খোঁরাক খোঁজার জন্য অমর গাঙ্গুলীর বাড়িতে এসেছিলেন।


10- "ও দাতা কর্ণ যে"-কে কাকে কখন বলেছেন?


উত্তরঃ-উক্তিটি শম্ভু মিত্র অমর গাঙ্গুলীর প্রতি করেছেন।শম্ভু মিত্র যখন হাতের কাল্পনিক সিগারেটটা ফেলে দিতে দ্বিধা বোধ করেন, তখন অমর গাঙ্গুলী সেটি ফেলে দেওয়ার কথা বললে শম্ভু মিত্র উক্তিটি করেন।


11- লাভ সিন করতে গেলে প্রথমে কী দরকার?


উত্তরঃ- লাভ সিন করতে গেলে প্রথমেই একজন নায়ক এবং একজন নায়িকা দরকার।


12- "সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন"- সেটা মাথায় পড়বে কেন?


উত্তর:- রবীন্দ্রনাথের গান গাওয়ার একটি বিশেষ ভঙ্গি আছে। সে ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসংগীত গাওয়া হলে বংশদন্ড মাথায় পড়তে পারে বলে মনে করেছেন।


13- "কেন আমাকে ধরবে কেন"-বক্তাকে ধরার কারন কী?


উত্তর:- বৌদির পরিকল্পিত প্রগ্রেসিভ লভ সিনে শম্ভু হলেন- আত্মগোপনকারী নকশাল আন্দোলনের নেতা । তাই রাস্তার মোড়ে পুলিশ দেখতে পেলে বৌদি বলে যে পুলিশ ধরবে।


14-"তোমরা ফিরে যাও"- কে কাদের কেন ফিরে যেতে বলেছেন?


 উত্তরঃ- স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল চরম দারিদ্রতা। এই দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের দাবি নিয়ে মিছিল দেখা যায় । সেই মিছিলকারীদের সার্জেন্ট ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।


15- "এইরে পুলিশ আসছে,লাগলো ঝঞ্ঝাট"- পুলিশ এসেছিল কেন ? 


উত্তরঃ- "বিভাব"- নাটকে শোভা যাত্রীদের মিছিল বন্ধ করে দিতে পুলিশ আসেছিল।


More Related Post- 


বিভাব নাটকের বড় প্রশ্ন ও উত্তর 



Post a Comment

0 Comments