ভারতের বিচার বিভাগ MCQ & SAQ || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান - নবম অধ্যায়

 পড়াশোনা:-দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, নবম অধ্যায়-'ভারতের বিচার বিভাগ'- থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ & SAQ দেওয়া হলো। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন-উত্তরগুলো সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তর-গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে -ভারতের বিচার বিভাগ mcq & saq, ভারতের বিচার বিভাগ mcq, ভারতের বিচার বিভাগ MCQ SAQ, ভারতের বিচার বিভাগ saq, ভারতের বিচার বিভাগ ছোটো প্রশ্ন ও উত্তর, ভারতের বিচার বিভাগ ছোট প্রশ্ন ও উত্তর, ভারতের বিচার বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর,ভারতের বিচার বিভাগ বড় প্রশ্ন ও উত্তর, ভারতের বিচার বিভাগের বৈশিষ্ট্য,ভারতের বিচার বিভাগ রচণাধর্মী প্রশ্ন ও উত্তর ইত্যাদি। ভারতের বিচার বিভাগ থেকে ছয়টি MCQ ও দুটি SAQ অথবা একটি রচনাধর্মী প্রশ্ন থাকবে, মোট 8 নম্বর।


 ⃞গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলেও এবছর কিন্তু পরীক্ষা নেবে।তাই মনোযোগ ধরে রাখতে হবে। আগামী কাল পাড়ায় পাড়ায় ক্লাস শুরু হবে। যেহেতু নির্দিষ্ট সূচীতেই পরীক্ষা হবে , তাই দশম ও দ্বাদশ শ্রেণীর কথা ভেবেই শিক্ষক- শিক্ষিকারা টেস্ট পেপার অনুশীলন করাবেন । তবে এই অনুশীলনের পাশাপাশি আমাদের দেওয়া MCQ,SAQ,  NOTE , SUGGESTIONS  অবশ্যই ফলো করবে। তাহলে সাফল্য পেতে আর কোনো বাধা থাকবে না। 

বিষয় রাষ্ট্রবিজ্ঞান 
অধ্যায় নবম :- ভারতের বিচার বিভাগ। 
প্রশ্নের ধরণMCQ & SAQ 
MCQ30 টি। 
SAQ12 টি।


রাষ্ট্রবিজ্ঞানঃ নবম অধ্যায়ঃ ভারতের বিচার বিভাগ- থেকে গুরুত্বপূর্ণ mcq


Q ➤ ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য কী?


Q ➤ পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত কবে গঠিত হয়?


Q ➤ হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ?


Q ➤ কোন ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে?


Q ➤ হাইকোর্টের বিচারের ক্ষমতা নাই- কোন এলাকার?


Q ➤ কলকাতা হাইকোর্টের এলাকা কতদূর পর্যন্ত?


Q ➤ "ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যেকোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী"- বক্তা কে?


Q ➤ সুপ্রিম কোর্টের সর্বমোট বিচারপতির সংখ্যা কতজন?


Q ➤ বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি?


Q ➤ রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি?


Q ➤ অঙ্গরাজ্যের সর্বোচ্চ আপিল আদালত কোনটি?


Q ➤ হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে কে সিদ্ধান্ত নেন?


Q ➤ সুপ্রিম কোর্টের কী কী এলাকা আছে?


Q ➤ সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কে নিয়োগ করেন?


Q ➤ ক্রেতা সুরক্ষা আইন কবে তৈরি হয়?


Q ➤ ক্রেতা সুরক্ষা আইন কবে সংশোধিত হয়?


Q ➤ জেলা জজকে কে নিয়োগ করেন?


Q ➤ জেলা ক্রেতা আদালতে সর্বমোট কত টাকা ক্ষতিপূরণ দাবি করা যায়?


Q ➤ কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?


Q ➤ বৃটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কী?


Q ➤ জনস্বার্থ বিষয়ক মামলাটির উত্তরণ কে ঘটান?


Q ➤ ভারতের প্রথম সুপ্রিমকোর্ট স্থাপিত হয় কোথায়?


Q ➤ মুন্সেফ আদালত কোনটি?


Q ➤ লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়?


Q ➤ "জাগো গ্রাহক জাগো"- প্রচারটি কোন আদালতে?


Q ➤ ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তরে রয়েছে কোনটি?


Q ➤ পরিবার আদালত আইন কবে পাস হয়?


Q ➤ কলকাতা মহানগরের সর্বনিম্ন ফৌজদারি আদালত কোনটি?


Q ➤ জেলা আদালতে প্রত্যেক সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর?


Q ➤ ভারতে কত তারিখে ক্রেতা দিবস পালন করা হয়?




রাষ্ট্র বিজ্ঞানঃ নবম অধ্যায়ঃ ভারতের বিচার বিভাগ- থেকে গুরুত্বপূর্ণ saq

 


১. ভারতের অখন্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো ?


উত্তরঃ - ভারতের কেন্দ্র ও অঙ্গরাজ্যে একাধিক আদালত থাকলেও বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত সুপ্রিম কোর্টের অধীনে সেগুলি থাকে। ভারতের এই বিচার ব্যবস্থাকে অখন্ড বিচার ব্যবস্থা বলা হয়।


২. কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়?


উত্তরঃ -ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়।


৩. সুপ্রিম কোর্ট জারি করতে পারে এমন দুটি লেখের নাম লেখো ?


উত্তরঃ - 32 নং ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে। যথা - ১.বন্দী প্রত্যক্ষীকরণ ২.পরমাদেশ ৩. প্রতিশোধ  ৪.অধিকারপৃচ্ছা ৫.উৎপ্রেষণ।


৪.''বন্দী প্রত্যক্ষীকরণ"- শব্দের অর্থ কী?


উত্তরঃ -''বন্দী প্রত্যক্ষীকরণ"-এর অর্থ হলো বন্দিকে সশরীরে আদালতে হাজির করা।


৫. অধিকারপৃচ্ছা বলতে কী বোঝায় ?


উত্তরঃ - কোনো অধিকারবলে বা ক্ষমতায় যদি কেউ সহকারী পদে আসীন থাকতে চায়, তাহলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জনস্বার্থে যে লেখ জারি করে তাকে অধিকার পৃচ্ছা বলে।


৬.অভিলেখ আদালত কী?


উত্তরঃ -নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে অভিলেখ আদালত বলে। যেমন- হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রভৃতি।


৭.হাইকোর্টের মূল এলাকা কী?


উত্তরঃ -যে এলাকায় সরাসরি মামলা দাখিল করা যায় অর্থাৎ মূল এলাকাভুক্ত বিষয়গুলিকে দেওয়ানী মামলায় সীমাবদ্ধ রাখা হয়। তাকে হাই কোর্টের মূল এলাকা বলে।যেমনঃ - রাজস্ব সংক্রান্ত মামলা।


৮. লোক আদালতের দুটি উপযোগিতা লেখো। 


উত্তরঃ -১.কম খরচে বা বিনা খরচে নাগরিকদের কাছে ন্যায় পৌঁছে দেওয়া।

২.কম গুরুত্বপূর্ণ মামলাগুলির দ্রুত নিষ্পত্তি ঘটানো।


৯.''পরমাদেশ'' কথার অর্থ কী?


উত্তরঃ -''পরমাদেশ''- কথার অর্থ হল- আমরা আদেশ দিচ্ছি।


১০. ''প্ৰতিষেধ'' বলতে কী বোঝো ?


উত্তরঃ - সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নিজেদের এক্তিয়ারের মধ্যে কাজ করার জন্য অধঃস্তন আদালত গুলিকে যে আদেশ দেয়, তাকেই প্ৰতিষেধ  বলে।


১১. PIL - এর পুরো নাম কী ?


উত্তরঃ - Public Interest Litigation.


১২. MISA - এর পুরো নাম কী ?


উত্তরঃ - Maintenance of Internal Security Act.


READ MORE...


রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল সাজেশন 2022


ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভিন্ন বিভাগ MCQ AND SAQ 


সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসন বিভাগ MCQ AND SAQ 





Post a Comment

0 Comments