ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান||MCQ & SAQ

 পড়াশোনা- একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, একাদশ  অধ্যায়, ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হল। 2022 সালে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় বসবে তাদের জন্য সম্ভাব্য সাজেশন ভিত্তিক প্রশ্ন-উত্তরগুলি সেট করা হয়েছে। আজকের পোস্টে আলোচনা করা হয়েছে নারী শিক্ষা বিষয়ে ভারতীয় শিক্ষাবিদদের অবদান, রাজা রামমোহন রায়ের বানী, একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, একাদশ অধ্যায় MCQ, একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, একাদশ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর প্রভৃতি।  মূলত তিনবার রিডিং পড়ার পর আমাদের দেওয়া প্রশ্ন-উত্তরগুলি তোমরা ভালোভাবে পড়বে।

শিক্ষাবজ্ঞানের গ্রুপ সি তে যে সকল MCQ আসে তার মধ্যে  একাদশ অধ্যায়ঃ থেকে দুটি  MCQ আসবে এবং দুটি SAQ আসবে। তোমাদের সহযোগিতায় পড়াশোনা সর্বদা পাশে আছে।


ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান MCQ 



SUBJECT EDUCATION 
CLASS XI
CHAPTER 11TH
MCQ22
SAQ12

Q ➤ হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা কে করেছিলেন?


Q ➤ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?


Q ➤ 'মাতৃভাষাই মাতৃদুগ্ধ'- এটির প্রস্তাবক কে?


Q ➤ বাংলা গদ্যের জনক কে?


Q ➤ বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে?


Q ➤ গান্ধীজীর শিক্ষার পরিকল্পনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?


Q ➤ 'শিক্ষার বাহন'- গ্রন্থের প্রণেতা কে?


Q ➤ 'শিক্ষার হেরফের' গ্রন্থটির প্রণেতা কে?


Q ➤ 'আত্মীয় সভা'- কে প্রতিষ্ঠা করেন?


Q ➤ 'নঈ-তালিম'- শিক্ষার প্রবর্তক কে?


Q ➤ 'সর্বোদয় সমাজ'- প্রতিষ্ঠার উদ্যোগ কে গ্রহণ করেছিলেন?


Q ➤ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি কবে দেওয়া হয়?


Q ➤ 'নারী শিক্ষা ভান্ডার'- গঠন করা হয়েছিল কী উদ্দেশ্যে?


Q ➤ নর্মাল স্কুল কীরূপ বিদ্যালয়?


Q ➤ 'ভারত পথিক'- নামে কে পরিচিত ছিলেন?


Q ➤ "Education is man making"- কথাটি কে বলেছেন?


Q ➤ যতি চিহ্ন প্রথম কে ব্যবহার করেন?


Q ➤ গান্ধীজী কাজের মাধ্যমে শিক্ষা নীতি কেন গ্রহণ করেন?


Q ➤ জ্ঞান হলো অন্তরের জিনিস- কথাটি কে বলেছেন?


Q ➤ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


Q ➤ রবীন্দ্রনাথকে 'গুরুদেব'- আখ্যা কে দিয়েছিলেন?


ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান SAQ

1.বর্ণপরিচয় কে রচনা করেন?


Ans-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষাকে স্পষ্ট রূপ দেওয়ার জন্য বর্ণপরিচয় রচনা করেন।


2. কে কী উদ্দেশ্যে নারী শিক্ষা ভান্ডার গঠন করেন?


Ans- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়ের আর্থিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে নারী শিক্ষা ভান্ডার গঠন করেন।


3.CABE- এর পুরো নাম কী ?


Ans- CENTRAL ADVISORY BOARD OF EDUCATION. 


4.শিক্ষাসত্র কী? 


Ans- রবীন্দ্রনাথ ঠাকুর 1924 সালে বোলপুরের শান্তিনিকেতনের কাছাকাছি অবস্থিত শ্রীনিকেতন স্থানে গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, সেটি শিক্ষাসত্র নামে পরিচিত।


5. ওয়ার্ধা পরিকল্পনা কী ?


Ans- 1937 সালে অক্টোবর মাসে ওয়ার্ধা নামক স্থানে ডাক্তার জাকির হোসেন এর সভাপতিত্বে ভারতের সাতটি প্রদেশের শিক্ষা মন্ত্রী এবং বিশিষ্ট শিক্ষকদের নিয়ে শিল্পভিত্তিক স্বনির্ভর শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্যে যে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়, তাকে ওয়ার্ধা পরিকল্পনা বলে।


6.সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন?


Ans- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন।


7. বুনিয়াদি শিক্ষার কয়টি স্তর ও কী  কী ?


Ans- চারটি স্তর। যথা- প্রাক বুনিয়াদি স্তর, বুনিয়াদি স্তর, উত্তর বুনিয়াদি শিক্ষার স্তর, প্রাপ্ত বয়স্কদের শিক্ষার স্তর।


8. বুনিয়াদি শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখ?


Ans- বুনিয়াদি শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো- এটি একটি শিল্প কেন্দ্রিক, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।


9. কে বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন?


Ans- রাজা রামমোহন রায় বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন।


10. 3Hs শিক্ষা বলতে কী বোঝায়?


Ans- 3Hs শিক্ষা বলতে বোঝায় হাত( Hand), মাথা(Head) ও হৃদয় (Heart)- এই তিনটির মাধ্যমে শিক্ষাকে।


11. ECCE- এর পুরো কথাটি কী ?


Ans- Early childhood care and Education. 



12. রবীন্দ্রনাথের মতে শিক্ষা কী ?


রবীন্দ্রনাথের মতে শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোল।


আরো পড়ো-


একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান অষ্টম অধ্যায়MCQ & SAQ


একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়MCQ & SAQ


একাদশ শ্রেণির বাংলা ডাকাতের মা MCQ & SAQ. 



Post a Comment

0 Comments