একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান || অষ্টম অধ্যায় || প্রাচীন যুগের শিক্ষা|| MCQ & SAQ

পড়াশোনা- একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, অষ্টম অধ্যায়, প্রাচীন যুগের শিক্ষা অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হল। 2022 সালে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় বসবে তাদের জন্য সম্ভাব্য সাজেশন ভিত্তিক প্রশ্ন-উত্তরগুলি সেট করা হয়েছে। অধ্যায়টি মূলত তিনবার রিডিং পড়ার পর আমাদের দেওয়া প্রশ্ন-উত্তরগুলি তোমরা ভালোভাবে পড়বে।

শিক্ষাবজ্ঞানের গ্রুপ সি তে যে সকল MCQ আসে তার মধ্যে 'প্রাচীন যুগের শিক্ষা' অধ্যায়ঃ থেকে দুটি MCQ আসবে এবং দুটি SAQ আসবে। তোমরা যাতে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারো, তার জন্য একটি অনলাইন মক টেস্ট সেট দেওয়া হয়েছে।


একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, অষ্টম অধ্যায়ঃ প্রাচীন যুগের শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ MCQ



 1. নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?


 উত্তরঃ- শীলভদ্র ।


2. উপনিষদ শব্দের প্রকৃত অর্থ কী?


 উত্তরঃ- ব্রহ্মবিদ্যা। 


3. বৈদিক শিক্ষার লক্ষ্য কী ছিল?


 উত্তরঃ- আত্মউপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশ।


4. কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা হতো ?


 উত্তরঃ- প্রব্রজ্যা।


5. প্রব্রজ্যা গ্রহণের পর শিক্ষার্থীকে কী বলা হয়?


 উত্তরঃ- শ্রমণ।


6. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শেষ অনুষ্ঠান কোনটি?


 উত্তরঃ- উপসম্পদা ।


7.ব্রাহ্মণ্য শিক্ষাব্যাবস্থায় শিক্ষালয় কোনটি?


 উত্তরঃ- গুরুকুল।


8. ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কোনটি?


 উত্তরঃ- তক্ষশীলা বিশ্ববিদ্যালয়।


9. ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় চতুরাশ্রমের কোন পর্যায়ে শিক্ষার কাল ছিল? 


উত্তরঃ- ব্রহ্মচর্য।


10. ব্রাহ্মণ্য শিক্ষার সমাপ্তি অনুষ্ঠান কোনটি?


উত্তরঃ- সমাবর্তন।


11. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা আরম্ভের অনুষ্ঠানটির নাম কী?


 উত্তরঃ- প্রব্রজ্যা।


12. প্রাচীন ভারতীয় শিক্ষার চরম লক্ষ্য কী ছিল?


 উত্তরঃ- আত্মার মুক্তি।


13. সর্দার পড়ো প্রথাটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোন বিশ্ববিদ্যালয়ে?


 উত্তরঃ- তক্ষশীলা বিশ্ববিদ্যালয়।


14. বৈশ্যদের উপনয়নের বয়স কত ছিল?


 উত্তরঃ- 12 বছর।


15. প্রাচীন ভারতের শিক্ষা কোন স্থানকে কেন্দ্র হিসাবে প্রসিদ্ধিলাভ করেছিল? 


 উত্তরঃ- তক্ষশীলা।


16. বৌদ্ধ শিক্ষার লক্ষ্য কী ছিল?


 উত্তরঃ- নির্বাণ ও সমস্ত জাগতিক দুঃখের অবসান।


17. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?


 উত্তরঃ- নাগার্জুন।


18. ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের শিক্ষা গ্রহণের বয়স কত ছিল?


 উত্তরঃ- আট বছর ।


19. ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সমাপ্তিসূচক অনুষ্ঠানের নাম কী? 


 উত্তরঃ- সমাবর্তন।


20. ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত কারা?


 উত্তরঃ- ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা।


21. উপনয়নের পর শিক্ষার্থীদের কী বলা হত?


 উত্তর দ্বিজ। 


22. ব্রাহ্মণ্য শিক্ষা কীরূপ?


  উত্তরঃ- ধর্মকেন্দ্রিক।


একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, অষ্টম অধ্যায়ঃ 'প্রাচীন যুগের শিক্ষা' থেকে গুরুত্বপূর্ণ SAQ


1- সমাবর্তন প্রথা কী ?


উত্তরঃ- বৈদিক যুগের শিক্ষাব্যবস্থায় যে অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যার্থীর শিক্ষাক্রম শেষ করা হতো, তাকে সমাবর্তন প্রথা বলে।


2- চতুরাশ্রম প্রথা কী ?

উত্তরঃ- ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের জীবনের চারটি অধ্যায়। যথা- ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস পালন করতে হতো, এই প্রথাকে চতুরাশ্রম বলা হয়।


3- পরাবিদ্যা কাকে বলে?


উত্তরঃ- ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীকে বাস্তব জগতের জন্য প্রস্তুত করার লক্ষে যে শিক্ষা দেওয়া হতো, তাকে পরাবিদ্যা বলে। যেমন- চারটি বেদ, 6 টি অঙ্গ, পুরাণ, ইতিহাস, জীববিদ্যা ইত্যাদি।


4- অপরাবিদ্যা কাকে বলে?


 উত্তরঃ- প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীকে বাস্তব জগতের জন্য প্রস্তুত করার লক্ষে যে শিক্ষা প্রদান করা হতো, তাকে অপরাবিদ্যা বলে। যেমন- রাজনীতি, অস্ত্রবিদ্যা, নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র, পশুপালন ইত্যাদি।


5- শ্রমন কাদের বলা হত?


উত্তরঃ- বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রব্রজ্যা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা শুরু হতো, অনুষ্ঠানের মাধ্যমে যে শিক্ষার্থীরা সংঘে প্রবেশ করত তাদের শ্রমণ বলা হতো ।


6- উপনয়ন কি?


উত্তরঃ- ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষার অনুষ্ঠানকে উপনয়ন বলা হয় । উপনয়নের অর্থ হলো শিক্ষার জন্য গুরুর কাছে নিয়ে যাওয়া।


7- ত্রিশরণ মন্ত্রটি কী ?


 উত্তরঃ "বুদ্ধং স্মরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি,সংঘং রণং গচ্ছামি"- বুদ্ধ দেবের  এই বাণিটিকে ত্রিশরণ মন্ত্র বলে।


8- বৌদ্ধ শিক্ষার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো?


উত্তরঃ- প্রাচীন ভারতে বিখ্যাত বৌদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হল নালন্দা বিশ্ববিদ্যালয়।


9- চারটি আর্য সত্য কী কী ?


উত্তরঃ- (1) মানুষের জীবনে দুঃখ রয়েছে  (2) মানুষের জীবনে দুঃখের কারণ রয়েছে (3) মানুষের দুঃখ নিবারণের উপায় রয়েছে (4) দুঃখ নিবারণের জন্য সঠিক পথের প্রয়োজন।


10- ব্রত স্নাতক কাকে বলা হয়?


 উত্তরঃ-যিনি সমস্ত ব্রত পালন করেছেন কিন্তু সমস্ত বেদ অধ্যয়ন করেননি, তাঁকে ব্রত স্নাতক বলে।


নিচের START THE QUIZ বোতামে চাপ দিয়ে অনলাইন মক টেস্ট দাও

  • প্রশ্ন সংখ্যা 10 টি।
  • দশটি প্রশ্নের জন্য 10 নম্বর।
  • প্রত্যেকটি প্রশ্নের সময় 45 সেকেন্ড।
  • একাদশ শ্রেণির অষ্টম অধ্যায়।
  • প্রাচীন যুগের শিক্ষা।
Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 More Related Post-......


একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ AND SAQ 


একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় MCQ AND SAQ 


একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় MCQ AND SAQ 


একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় MCQ AND SAQ


 একাদশ শ্রেণির বাংলা নীলধ্বজের প্রতি জনা MCQ AND SAQ 

Post a Comment

0 Comments