দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ & SAQ

 পড়াশোনা:-দ্বাদশ শ্রেণীর ইতিহাস, চতুর্থ অধ্যায় MCQ & SAQ। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন - উত্তর  সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে - দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ, দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় SAQ , সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্ন - উত্তর ,দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর ,WBCHSE class 12 history Question  প্রভৃতি। 

■ উচ্চমাধ্যমিকের চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুধ্যে প্রতিক্রিয়া থেকে MCQ আসবে আবার SAQ ও আসবে। তাই অধ্যায়টি খুঁটিয়ে পড়তে হবে। এরপর আমাদের দেওয়া MCQ ও SAQ পড়তে হবে। তোমরা যদি ছোটো প্রশ্নোত্তর খুঁটিয়ে পড়ো তাহলে অবশই ভালো ফল হবে। আশাকরি বাংলা ও ইংরেজি পরীক্ষা ভালোই হয়েছে। বাকি পরীক্ষাও ভালো করে দাও। 


বিষয় ইতিহাস 
অধ্যায় চতুর্থ অধ্যায়ঃসাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া ।  
প্রশ্নের ধরণMCQ & SAQ ।
প্রশ্ন সংখ্যা  MCQ - 30
SAQ - 10 
প্রশ্নের মান 1


উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ MCQ 


Q ➤ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?


Q ➤ 'ইন্ডিয়ান মিরর'- পত্রিকাটি কে প্রকাশ করেন ?


Q ➤ 'চুইয়ে পড়া নীতি'- কে প্রবর্তন করেন ?


Q ➤ 'উডের ডেসপ্যাচ'- কবে প্রকাশিত হয়?


Q ➤ সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়?


Q ➤ কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ'- উপাধি কে দেন?


Q ➤ 'বিধবা বিবাহ আইন'- কবে পাস হয়?


Q ➤ হিন্দু কলেজ কবে স্থাপিত হয়?


Q ➤ 'দক্ষিণের বিদ্যাসাগর' কাকে বলা হয় ?


Q ➤ মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?


Q ➤ সংস্কারের দাবিতে চিন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন কে?


Q ➤ ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?


Q ➤ 'পার্থেনন'-পত্রিকাটি কে প্রকাশ করেন?


Q ➤ 'বর্তমান ভারত', 'পরিব্রাজক' গ্রন্থের লেখক কে?


Q ➤ 'প্রার্থনা সমাজ'- কে প্রতিষ্ঠা করেন?


Q ➤ দীনবন্ধু পত্রিকা কে প্রকাশ করেন?


Q ➤ তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন?


Q ➤ 'যত মত তত পথ'- আদর্শের প্রবর্তক কে?


Q ➤ রাজা রামমোহনকে 'রাজা'- উপাধি কে দিয়েছিলেন?


Q ➤ দাক্ষিণাত্যের সুদখোর মহাজনরা কী নামে পরিচিত ছিল?


Q ➤ দলিত শ্রেণীকে 'হরিজন' নাম কে দিয়েছিলেন?


Q ➤ জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?


Q ➤ 'দ্বিজাতি তত্ত্ব'- কে প্রচার করেন ?


Q ➤ শুদ্ধি আন্দোলন কে শুরু করেন?


Q ➤ মেকলে মিনিট কবে পেশ করা হয়?


Q ➤ তাইপিং বিদ্রোহের নেতা কে ছিলেন?


Q ➤ ভারতের ইরাসমাস কাকে বলা হয়?


Q ➤ চীনের ওপর 21 দফা দাবি কে আরোপ করেছিল?


Q ➤ কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?


Q ➤ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেন?


Q ➤ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন?


Q ➤ ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা কে ছিলেন?




দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ SAQ


1. চীনের ফোর্থ মে আন্দোলন বলতে কী বোঝায়? 



উ- ভার্সাই সন্ধিতে চিনের অবমাননার বিরুদ্ধে কৃষক, ছাত্র, নারী, শ্রমিক ও বুদ্ধিজীবীরা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দের চৌঠা মে যে আন্দোলন করেছিল, তা চৌঠা মে আন্দোলন নামে পরিচিত।


2.বাংলার নমঃশুদ্র আন্দোলনের দুইজন নেতার নাম লেখো। 


উঃ - প্রমথ রঞ্জন ঠাকুর ও জগেন্দ্রনাথ মন্ডল। 


3. কুয়ো মিনতাং দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?


উঃ - সান ইয়াত সেন। 


4. দলিত কাদের বলা হয় ?


উঃ - সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা ,যারা উঁচু বর্ণের হিন্দুদের দ্বারা অত্যাচারিত ও উপেক্ষিত ছিল এবং কোনো সামাজিক অধিকার ছিল না ,তাদের দলিত বলা হতো। 


5. ভাইকম সত্যাগ্রহের নেতা কে ছিলেন ?


উঃ - দক্ষিণভারতে তথা কেরালায় শ্রী নারায়ণ গুরু 1924 সালে ভাইকম সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন। 


6.তিন আইন কী ?


উঃ - 1872 সালে ব্রিটিশ সরকার ACT-III বা তিন আইন পাস করেন। এর দ্বারা বাল্যবিবাহ , বহুবিবাহ নিষিদ্ধ করেন এবং বিধবাবিবাহ ও অশ্ববর্ন বিবাহকে সমর্থন করেন।.


7. রামমোহনকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?


উঃ - রাজারামমোহন হিন্দু ধর্মের সংস্কার ও একশ্বরের তত্ব প্রচারের জন্য বাংলা গদ্য ভাষায় বহু  অনুবাদ বই লেখেন। এর ফলে গদ্য সাহিত্যের বিকাশ ঘটে। তাই রামমোহনকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। 


8. মেকলে মিনিট কী ?

উঃ -বড়লাট লর্ড বেন্টিং তার শিক্ষাসচিব মেকলে 1835 সালের 2 ফেব্রুয়ারী প্রাচ্য শিক্ষার অবৈজ্ঞানিক ও নিকৃষ্টতার প্রেক্ষাপটে এবং পাশ্চাত্য শিক্ষার উৎকৃষ্টতার পক্ষে বেন্টিং যে অভিমত দেন ,তা মেকলে মিনিট নামে পরিচিত। 


9. আলেকজান্ডার ডাফ কে ছিলেন ?


উঃ -আলেকজান্ডার ডাফ ছিলেন একজন খ্রিস্টান মিশনারি। যিনি বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য বহু ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 


10. কে কত খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন ?


উঃ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্রিংক ওয়াটার বেথুনের সহযোগিতায় 1849 সালে কোলকাতায় হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। 



READ MORE ....

প্রথম অধ্যায় অতীত স্মরণ MCQ & SAQ 


উচ্চ মাধ্যমিক ইতিহাস ফাইনাল সাজেশন2022


তৃতীয় অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া MCQ & SAQ 


ফ্রী অনলাইন মোক টেস্ট  ইতিহাস 


Post a Comment

0 Comments