পড়াশোনাঃ- দ্বাদশ শ্রেণীর দর্শন, প্রথম অধ্যায়ঃ যুক্তি। এই অধ্যায় থেকে MCQ ও SAQ প্রশ্ন আসে।তোমরা অনেকেই খুঁজে চলেছো- উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় mcq & saq / দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর pdf / দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় mcq & saq / উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় যুক্তি প্রশ্ন উত্তর / উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় ছোট প্রশ্ন উত্তর প্রভৃতি। তাই আজকে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন ও উত্তর তুলে ধরলাম।যেগুলি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
■ দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়: যুক্তি নিয়ে আলোচনা করেছে। প্রথমে অধ্যায়টি অন্ততঃ তিনবার রিডিং পড়বে। অধ্যায়টি খুঁটিয়ে পড়ার পর আমাদের ওয়েবসাইট www.parasuna.com থেকে MCQ & SAQ গুলি ডাউনলোড করে নেবে।এরপরে এগুলি ভালোভাবে পড়বে।
■ আশা করি আমাদের ওয়েবসাইটের প্রশ্নপত্র গুলি ভালোভাবে পড়লে পরীক্ষায় তোমরা সাফল্য পাবে। আলাদাভাবে আর কোনো নোট এর প্রয়োজন নেই।
উচ্চমাধ্যমিক প্রথম অধ্যায়ঃ যুক্তি থেকে গুরুত্বপূর্ণ mcq & saq
বিষয় | দর্শন |
শ্রেণী | দ্বাদশ |
বোর্ড | wbchse |
MCQ | ৩২ টি |
SAQ | ২০টি |
Q ➤ দর্শনের জনক কাকে বলা হয় ?
Q ➤ যুক্তিবিজ্ঞানের ইংরেজী প্রতিশব্দ কী ?
Q ➤ Logic শব্দটি কোন গ্রীক শব্দ থেকে এসেছে ?
Q ➤ Logike শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
Q ➤ logos শব্দের অর্থ কী ?
Q ➤ তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় কী ?
Q ➤ তর্কবিদ্যা কীরূপ বিজ্ঞান ?
Q ➤ ''তর্কবিদ্যা হলো সকল শাস্ত্রের প্রদীপস্বরূপ ''- বক্তা কে ?
Q ➤ ''যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার ''-বক্তা কে ?
Q ➤ যুক্তি কয় প্রকার ?
Q ➤ যুক্তির অংশ কয়টি ?
Q ➤ বৈধ বা অবৈধ হতে পারে কোনটি ?
Q ➤ সত্য বা মিথ্যা হয় কোনটি ?
Q ➤ কোন যুক্তিতে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়।
Q ➤ কোন যুক্তিতে সিদ্ধান্তের ব্যাপকতা হেতুবাক্যের তুলনায় অধিক ?
Q ➤ আরোহ যুক্তির সিদ্ধান্ত কোন বচন হয় ?
Q ➤ কোন যুক্তিতে পরীক্ষণ ও পর্যবেক্ষনের মাধ্যমে সিদ্ধান্ত গঠন করা হয় ?
Q ➤ বস্তুগত সততার ওউপর গুরুত্ব দেওয়া হয় কোন যুক্তিতে ?
Q ➤ আরোহ যুক্তির সিদ্ধান্তটি কী রূপে গণ্য হয় ?
Q ➤ যদি X তাহলে Y/X/.'.Y-এটি কোন যুক্তি ?
Q ➤ বচনের সততা কয় প্রকার ?
Q ➤ তর্কবিদ্যার সমার্থক শব্দ কোনটি ?
Q ➤ ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কী বলা হয় ?
Q ➤ যুক্তি বলতে কী বোঝায় ?
Q ➤ অমাধ্যম অনুমানে হেতুবাক্যের সংখ্যা কয়টি ?
Q ➤ যুক্তি কীরূপ প্রক্রিয়া ?
Q ➤ কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমান করা হয় তাকে কী বলে ?
Q ➤ যুক্তি বাক্যের অপর নাম কী ?
Q ➤ অবৈধ্য যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কী হবে ?
Q ➤ আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হবে ?
Q ➤ বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কী হবে ?
Q ➤ যুক্তির নিজস্ব ধর্ম কোনটি ?
উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায়ঃ যুক্তি থেকে গুরুত্বপূর্ণ SAQ
১.যুক্তি কাকে বলে ?
উত্তরঃ - ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলা হয়। তবে I M COPY এর মতে কোনো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াকে অনুমান বলে। আর এই অনুমানকে ভাষায় প্রকাশ করাকেই যুক্তি বলে।
2.যুক্তি কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ -দুই প্রকার। যথা -i) অবরোহ যুক্তি ও (ii) আরোহ যুক্তি।
৩. অবরোহ যুক্তি কাকে বলে ?
উত্তরঃ - যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তের ব্যাপকতা হেতুবাক্যের তুলনায় কম হয় ,তাকে অবরোহ যুক্তি বলে।
৪. আরোহ যুক্তি কাকে বলে ?
উত্তরঃ - যে যুক্তিতে প্রকৃতির একরূপটা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় ,তাকে আরোহ যুক্তি বলে।
৫.একটি অবরোহ যুক্তির উদাহরণ দাও।
উত্তরঃ - সকল মানুষ হয় মরণশীল।
রতন হয় মানুষ।
.'. রতন হয় মরণশীল।
৬. একটি আরোহ যুক্তির উদাহরণ দাও।
উত্তরঃ - অপরাজিতা রাতে ফোটে হয় সুগন্ধযুক্ত।
টগর রাতে ফোটে হয় সুগন্ধযুক্ত।
শিউলি রাতে ফোটে হয় সুগন্ধযুক্ত।
. ' . রাতে ফোটা সকল ফুল হয় সুগন্ধযুক্ত।
৭. অবরোহ যুক্তি ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো।
উত্তরঃ - অবরোহ যুক্তিতে সিদ্ধান্তের ব্যাপকতা হেতুবাক্যের তুলনায় কম হয়। কিন্তু আরোহ যুক্তিতে সিদ্ধান্তের ব্যাপকতা হেতুবাক্যের তুলনায় সবসময় অধিক হয়।
৮. যুক্তির আকার বলতে কী বোঝো ?
উত্তরঃ - যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামো বা অবয়বকে।
৯. যুক্তির উপাদান বলতে কী বোঝায় ?
উত্তরঃ - যে সকল বাক্য বা বচনের দ্বারা যুক্তি গঠিত হয় ,সেই সকল বচনকে যুক্তির উপাদান বলা হয়।
১০. যুক্তির বৈধতা বলতে কী বোঝো ?
উত্তরঃ - যুক্তির বৈধতা বলতে বোঝায় যুক্তির নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটি অনিবার্যভাবে হেতুবাক্য থেকে নিঃসৃত হওয়া।
১১. যুক্তির আকারগত বৈধতা বলতে কী বোঝো ?
উত্তরঃ - যুক্তির আশ্রয়বাক্য সত্য ও সিদ্ধান্তের মিথ্যা না হাওয়াকে যুক্তির আকারগত বৈধতা বলে।
১২. যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো ?
উত্তরঃ - যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য -মিথ্যাকে।
১৩. মিশ্র যুক্তি কাকে বলে ?
উত্তরঃ - যে যুক্তি নিরপেক্ষ ও সাপেক্ষ উভয় প্রকার বচনের দ্বারা গঠিত হয় ,তাকে মিশ্র যুক্তি বলে।
১৪.নিবেশন দৃষ্টান্ত কাকে বলে ?
উত্তরঃ - যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামোবিন্ন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলে।
১৫. অবৈধ যুক্তি কাকে বলে ?
উত্তরঃ - যে যুক্তির হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা ,তাকে অবৈধ যুক্তি বলে।
4 Comments
Download link where
ReplyDeleteThank you so much 💗 💓
ReplyDeleteThank you 😊
ReplyDeleteWaa maza aah gaya.🤩
ReplyDelete